মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #৩৭
হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত দিন আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: শীতের জনজীবনের ফটোগ্রাফি । এ সপ্তাহে ৪ জন ইউজার পার্টিসিপেট করেছে।
কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।
এ সপ্তাহে ৪ জন পার্টিসিপেট করেছে । ৪ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদেরকে বাছাই করা হবে। চলুন প্রথমে অংশগ্রহণ এক নজরে দেখে নিই।
By: @kazi-raihan
বর্ননা: এই ছবিটা আমার পুরাতন অ্যালবাম থেকে collect করা। আজ থেকে দুই বছর আগে পদ্মা নদীর তীরে ঘুরতে গিয়েছিলাম। মূলত শীতের সময় চর এলাকায় আখের রস পাওয়া যায় তাই বন্ধুরা সবাই মিলে সকাল সকাল ঠান্ডা আখের রস খাওয়ার জন্য বেরিয়েছিলাম। সেদিন মূলত সূর্য উঠেছিল না আমরা সকাল ৯ টার দিকে যাওয়ার পরেও মনে হচ্ছিল যেন এখনো অনেক সকাল। সূর্যের দেখা নেই চারিদিকে হালকা কুয়াশা শীতের সময় এমনটা স্বাভাবিক প্রচন্ড শীতের মধ্যেও কৃষকেরা নদী কেন্দ্রিক এলাকায় ধান রোপনে ব্যস্ত ছিল সেটার একটা ছবি তুলে রেখেছিলাম আজকে সেটা শেয়ার করলাম।
By: @shahid540
বিবরণ: শীতের জনজীবন গ্রামীণ সমাজে অনেকটা কষ্টকর হয়। কেননা গ্রামের মানুষ শ্রমজীবী। তারা মাঠে-ঘাটে পরিশ্রম করে উপার্জিত অর্থ দিয়ে সংসার পরিচালনা করে। যতই ঠান্ডা আর কুয়াশা হোক না কেন তারা মাঠে কাজ করতে যাবেই। যদিও বা এখনো তেমন একটা শীতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়নি। তারপরেও আপনাদের মাঝে শীতের জনজীবনের একটি ফটোগ্রাফি শেয়ার করলাম।
By: @green015
বিবরণ: শীতকালে সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে খেজুর রস।তো একজন গাছি এখানে খেজুর গাছ কাটছে।যেটা মূলত ক্যানেলের পাশে রয়েছে আর দূরে একজন গাড়িওয়ালা ভাইকে দেখা যাচ্ছে।যেহেতু এই সময় মাঠে বিভিন্ন ফসলের কাজ হয়ে থাকে সেজন্যই এই গাড়ি ব্যবহার করা হয়।অর্থাৎ শীতকালে মানুষের জনজীবনে কিন্তু প্রচুর কাজ থাকে।সেই জনজীবনের খন্ড চিত্র এটি।
By: @ah-agim
বিবরণ: এই ফটোগ্রাফি টি হচ্ছে শীতের জনজীবনের মাছ ধরার দৃশ্য। শীতকালে নদীতে পানি কমে যাওয়ার কারণে দুইজন জেলে নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে বেশ ব্যস্ত সময় পার করতে সকালবেলা। তারা দুজন জেলে নদীতে জাল ফেলে বিভিন্ন ধরনের মাছ সংগ্রহ করতেছে নৌকার মধ্যে। চারপাশ ঝাপসা কুয়াশা শীতের সকালের নীরব, শান্ত, ঠান্ডা পরিবেশের মধ্যে মাছ ধরতেছে।
উক্ত ৪ টি এন্ট্রি থেকে ৪ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকেই দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেরা'রা পাচ্ছেন নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:
- 1st Prize - @shahid540 - 3 STEEM -
- 2nd Prize - @green015 -2 STEEM -
- 3rd Prize - @ah-agim - 2 STEEM -
- 4th Prize - @kazi-raihan - 2 STEEM -
- 5th Prize - @X - 1 STEEM-
- 6th Prize - @X - 1 STEEM-
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
এই প্রতিযোগিতার মাধ্যমে শীতের জনজীবনের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেয়েছি। বিজয়ীদেরকে অভিনন্দন জানাচ্ছি। যাইহোক এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বরাবরের ন্যায় এবারের প্রতিযোগিতার টপিক টিও সময়োপযোগী ছিল। প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে বেশ ভালো লাগতেছে। বাকি যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। অপেক্ষায় রইলাম ভাইয়া আপনার পরবর্তী কনটেস্ট এর। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে প্রথম স্থান দেওয়ার জন্য।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম আর আজকে প্রতিযোগিতার অংশগ্রহণ করার ফলাফল প্রকাশে নিজের নাম বিজয়ীদের তালিকায় দেখতে পেয়ে অনেক বেশি ভালো লাগলো।
দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতার মাধ্যমে অসাধারণ শীতকালীন কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম অনেক ভালো লাগলো। যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন। ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রতিযোগিতায় জয়ী হওয়া সবাই কে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এই সপ্তাহে এই প্রতিযোগিতার মাধ্যমে খুবই সুন্দর সুন্দর শীতকালীন জনজীবনের দৃশ্য দেখতে পারছি। সকলেই বেশ দারুন কিছু ফটোগ্রাফি দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। বিশেষ করে @green015 আপুর ধারণ করা ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে।
ধন্যবাদ ভাইয়া।
শীতের সময় যেন মানুষের ব্যস্ততা টা অনেক বেশি থাকে। বেশ চমৎকার লাগল সবার শেয়ার করা ফটোগ্রাফি গুলো। শীতের সময় মানুষের কর্মব্যস্ত ছবিগুলি শেয়ার করেছে।