মেঘলা সকালে নিউমার্কেটে।

in আমার বাংলা ব্লগ29 days ago

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? গতকাল থেকে আজ অব্দি ওয়েদার টা খুবই ভালো মনে হচ্ছে। এরকম ওয়েদার থাকলে তো সবকিছুই করতে ভালো লাগে। এইতো কালকে আকাশটা মেঘলা দেখে বাসা থেকে বের হয়ে নিউ মার্কেটে গেছিলাম। ভেবেছিলাম হয়তো একটু পরেই রোদ উঠবে, কিন্তু যাওয়ার সময় দেখলাম আকাশে মেঘ আরও বেড়েছে।

1716119206429-01.jpeg

1716119233484-01.jpeg

1716119640554-01.jpeg

1716119663788-01.jpeg

অসাধারণ একটি সকাল ছিলো। মোহাম্মদপুর থেকে একটা রিক্সা নিয়েছিলাম। ছিলাম আমরা দুইজন। এত সুন্দর একটা ওয়েদারে রিক্সায় চড়তে বেশ ভালোই লাগে। দুঃখের বিষয় হলো সুন্দর সেই মোমেন্ট এর ফটোগ্রাফি করা হয়নি। নিউ মার্কেটে যখন পৌঁছলাম তখন হালকা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল। নিউমার্কেট একটা জিনিস কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম। তখনো দোকানপাট সব ভালোভাবে খোলা নি। তাইতো একটা রং চা নিয়ে ওয়েদারটা উপভোগ করছিলাম আর অপেক্ষা করছিলাম কখন দোকান পাট খোলে।

1716119387214-01.jpeg

1716119430010-01.jpeg

আপু ফেসবুক থেকে দেখে একটি কার্পেটের ছবি পাঠিয়েছিল। ওটা কিনতেই মেইনলি যাওয়া। একটা কার্পেট এর দোকানে গিয়ে ছবিটি দেখালাম, তিনি বললেন এগুলো হাতে কাজ করা। এগুলো এখানে পাওয়া যাবে না। অন্য একটি কার্পেটের দোকানে গিয়েও সেইম কথাটাই শুনলাম। তখন ভাবলাম ওসব না কিনে এখান থেকেই চয়েজ করে একটা নিয়ে যাই। কার্পেটের দোকানে গিয়ে অনেকগুলো ছবি পাঠাইলাম আপুকে। আমার একটা পছন্দ হলো। আপুকে দেখানোর পর আপুও পছন্দ করলো।

1716119603852-01.jpeg

অ্যাস কালারের এই কার্পেটটাই নিয়ে এসেছিলাম শেষে। কার্পেটটা কিনে এরপর মার্কেটে আরেকটু ঘোরাঘুরি করে রিক্সা নিয়ে পুনরায় চলে আসলাম। এরপর রিসিভ করার পালা আমার অনেক প্রতীক্ষিত একটি Airpods pro G2. তিন চারদিন আগে অর্ডার করেছিলাম। রিক্সায় থাকতেই ডেলিভারি ম্যান ফোন দিয়েছিল। আমি তাকে অপেক্ষা করতে বলে দ্রুতই সেখানে পৌঁছে যাই। এরপর হাতে নিলাম আমার অনেক পছন্দের গ্যাজেটটি।

1716119725476-01.jpeg

1716119741419-01.jpeg1716119754348-01.jpeg

1716119764431-01.jpeg

বাসায় এনে আনবক্সিং করলাম। ভুল ধরার মতো কোন কিছু খুঁজে পেলাম না। একদম পারফেক্ট মনের মত। এটাতে আধুনিক ANC প্রযুক্তি আছে। নায়েচ ক্যান্সেলেশন এ প্রযুক্তিটা খুবই কাজের। এবার রিয়েল টেস্ট করে দেখলাম সাউন্ড একদম ক্রিস্টাল ক্লিয়ার। বেস বুস্টিং আছে একটু যেটা বুঝলাম। সবকিছু মিলিয়ে মারাত্মক একটি ফিল পাওয়া যাবে এটা ইউজ করে।

আমি এটা নিয়েছি শুনে আমার একটা বন্ধুও আগ্রহ প্রকাশ করল। ওকেও আরো একটা অর্ডার দিয়ে দিয়েছি। সম্ভবত ৪-৫ দিনের মধ্যে পেয়ে যাবে। এগুলো ইউজ করে সবচেয়ে বেশি তারাই মজা পাবে যাদের আইফোন আছে। এটাতে অনেকগুলো ফিচার আছে যেগুলো শুধুমাত্র iphone ছাড়া ইউজ করা যায় না।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Sort:  
 29 days ago 

মেঘলা সকালে নিউমার্কেটে ঘোরাফেরা করার মুহূর্ত সত্যিই চমৎকার ছিলো। যদি সেদিন বৃষ্টি নামতো তাহলে মুহূর্ত আরো বেশি সুন্দর হতো। অ্যাপলের এয়ারপডটা এক কথায় অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 28 days ago 

অনলাইনে বেশ কিছু ওয়ালমেট দেখে গত মাসে নিউমার্কেটে গিয়ে খুঁজেছিলাম, কিন্তু একটাও খুঁজে পাইনি। আসলে অনলাইনে কিছু পছন্দ হলে সেটা অনলাইন থেকেই অর্ডার করলে ভালো হয়। যাইহোক আপনার আপুর পছন্দের কার্পেট না পেয়ে,অ্যাস কালারের একটি কার্পেট কিনেছেন এবং কার্পেটটি দেখতে কিন্তু আসলেই খুব সুন্দর। তাছাড়া অনলাইন থেকে অর্ডার করা এয়ারপডটাও দারুণ হয়েছে। সবমিলিয়ে পোস্টটি দেখে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 28 days ago 

এমন মেঘলা ওয়েদার আমার ভীষণ পছন্দ।আপনি আপুর জন্য নিউ মার্কেট গেলেন কার্পেট কেনার জন্য। আপনার আপু যে কার্পেটের ছবি দেখিয়েছিল।তা ওখানে বেই।তাই নিজের পছন্দ মতো একটি কার্পেট পছন্দ করলেন যার ছবি দেখে আপনার আপু ও পছন্দ করলো।আর সেটাই নিয়ে নিলেন।আপনার এয়ার পডটি খুবই সুন্দর হয়েছে।এতে এতো অপশন আছে যারা আই ফোন ইউজ করে তাদের জন্য পারফেক্ট। আপনার বন্ধুর জন্য ও একটি অর্ডার করলেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 66433.10
ETH 3607.66
USDT 1.00
SBD 2.69