রাতের শহর শেষ পর্ব
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। ইতিমধ্যে আমি আপনাদের মাঝে রাতের শহরের প্রথম পর্বটি শেয়ার করেছি আজ একই গল্পের শেষ পর্বটি শেয়ার করতে চলে এসেছি। আশা করি আমার এই গল্পের প্রথম পর্বটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছিল। আশা করি এই পর্বটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই গল্পের এটাই শেষ পর্ব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক রাতের শহরের শেষ পর্বের গল্প।
ছবিগুলোতে দেখা যায় রাস্তার দুই পাশে কিছু দোকান এখনো খোলা আলো জ্বলছে। কোথাও কোথাও মানুষ দাঁড়িয়ে আছে কেউ হাঁটছে কেউ বাইকে যাচ্ছে। স্ট্রিট লাইটের নিচে আলো আর অন্ধকারের মিশ্রণ তৈরি হয়েছে যা রাতের শহরকে আরও সুন্দর করে তুলেছে। এই আলো ছায়ার খেলাই রাতের শহরের সবচেয়ে বড় আকর্ষণ। রাতের শহরে হাঁটতে হাঁটতে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। কখনো কলেজ জীবনের রাতের আড্ডা কখনো বন্ধুর সাথে গভীর রাতে চা খাওয়ার গল্প কখনো আবার জীবনের কোনো এক কঠিন সময় যখন এই রাতগুলোই ছিল একমাত্র সঙ্গী। শহরের রাস্তা যেন সেই সব স্মৃতির নীরব সাক্ষী। দিনের বেলায় তারা ব্যস্ত থাকে কিন্তু রাতে যেন তারা সময় পায় সব কথা শোনার হালকা শীতের রাতে শহরের বাতাসটাও আলাদা লাগে। গরমকালের মতো ক্লান্তিকর নয় আবার কনকনে শীতের মতো কষ্টকরও নয়। এই মাঝামাঝি আবহাওয়াটাই সবচেয়ে উপভোগ্য। গায়ে হালকা একটা জ্যাকেট বা চাদর থাকলেই বেশ। হাঁটতে হাঁটতে মনে হয় সময়টা একটু থেমে যাক রাতটা আরও দীর্ঘ হোক। এই ধরনের এলোমেলো ঘোরাঘুরি আসলে মনকে খুব হালকা করে দেয়। সারাদিনের জমে থাকা চাপ দুশ্চিন্তা ভাবনা সব যেন ধীরে ধীরে ঝরে পড়ে। রাতের শহর কোনো প্রশ্ন করে না কোনো উত্তরও চায় না। সে শুধু নীরবে পাশে থাকে। আর সেই নীরব উপস্থিতিটাই অনেক সময় সবচেয়ে বড় শান্তি। শহরের ভেতর দিয়ে যখন ধীরে ধীরে এগোই তখন বুঝতে পারি শহর শুধু ইট পাথর আর রাস্তার নাম নয়। শহর মানে মানুষ স্মৃতি অনুভূতি আর অসংখ্য গল্প। রাতের বেলায় সেই গল্পগুলো যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। দিনের আলোয় যেগুলো চাপা পড়ে যায় রাতের নরম আলোয় সেগুলো আবার মাথা তুলে দাঁড়ায়।
এই রাতের ঘোরাঘুরি শেষে যখন বাড়ির পথে ফিরি তখন মনে হয় এই সময়টুকু নিজের জন্য রাখা খুব দরকার। ব্যস্ত জীবনের মাঝে এমন কিছু রাত দরকার যখন শুধু নিজের সাথে নিজের দেখা হয়। হালকা শীতের মধ্যে শহরের নীরব রাস্তায় হাঁটতে হাঁটতে যে শান্তিটা পাওয়া যায় সেটা সহজে কোথাও পাওয়া যায় না। এই কারণেই হয়তো বারবার রাতের শহর আমাকে টানে। আলো রাস্তা চায়ের স্টল কিছু অপরিচিত মুখ আর হালকা শীত সব মিলিয়ে রাতের শহর যেন আমার কাছে এক নির্ভরতার জায়গা। আর যতবারই এমন রাতে এলোমেলো ঘোরাঘুরি করি ততবারই নতুন করে বুঝতে পারি শহর কখনো ঘুমায় না সে শুধু রাতে একটু ধীরে হাঁটে। এটাই ছিল আমার রাতের শহরের শেষ পর্বের গল্প। এই পর্বটি আমি দুটি পর্ব নিয়ে সাজিয়েছি। আশা করি দুটি পর্বই আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



