আমার লেখা কবিতা "অসত্যের জগৎ " (Poem of my writing "The world of lies")||by ripon40

in আমার বাংলা ব্লগ22 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • অসত্যের জগৎ
  • ০৬,এপ্রিল ,২০২৪
  • সোমবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



নিজের কিছু অনুভূতির কথা


আসলে মাঝে মাঝে কবিতা লিখতে অনেক ভালো লাগে।কবিতার মাধ্যমে জীবনের বাস্তব বিষয়গুলো অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে । কবিতা পড়তে এবং লিখতে দুটোই আমার খুবই পছন্দ সেজন্য মাঝে মাঝে কবিতা লিখে থাকি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকেই আছেন অনেক ভালো কবিতা লিখেন তাদের কবিতা লেখা ধরন অনেক ভালো। সেই থেকেই অনুপ্রাণিত হয় এবং মাঝে মাঝে কবিতা লিখে থাকি। মানুষ যখন অসত্যের বেড়াজালে আবদ্ধ হয়ে যায়। অসত্যের নেশায় মগ্ন হয়ে সত্যের জগৎ থেকে বেরিয়ে যায়। তখন বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হয়। জীবনকে করে বিভীষিকাময় । তখনই জীবন অসুন্দর হয়ে যায়। ধীরে ধীরে জীবনকে করে ধ্বংস যে প্রাপ্তিটা কেউই প্রত্যাশা করে না। আবার জীবনে আমার অনেক সময় অনেক ধরনের স্বপ্ন দেখে থাকি। অনেক ধরনের চিন্তাভাবনা ঘুরপাক খায় সেই চিন্তা ভাবনামূলক প্রশ্নের উত্তর হয়তো আমরা কখনো খুঁজে পাই না। তবুও সেই স্বপ্নগুলো বার বার চোখের অগোছরে থেকে যায়। জীবনের এই ছুটে চলা মুহূর্তগুলো কখনো সহজ কখনো কঠিন। ভিন্ন পথের ভিন্ন অনুভূতি নতুন কিছু সাক্ষী হওয়া যেটা সবাই চায়। এই মুহূর্তগুলো সত্যিই অনেক সুন্দর যেটা নিজেকে নিয়ে অনেক ভাবায় অনেক বাস্তবতা সম্পর্কে ধারণা দেয়। যেটা জীবনের অনেক বড় একটা দিক এটি সবাই চায় ছড়িয়ে দিয়ে নিজেকে নতুন কিছুর স্পর্শে যেতে।জীবনের এই ভাবনাগুলো কখনো কষ্টের কখনো সুখের কখনো অনুভূতির মুহূর্তে সারা জাগায় ।

manipulated-7263600_1280.webp

Source

অসত্যের জগৎ

মানুষ নামে অমানুষ যাঁরা
লোভের ফাঁদে নিজেকে করেছে অন্ধ।
জীবনে সুখের প্রাপ্তি চেয়ে,
অমানসিকতার জালে করেছে আবদ্ধ।

কষ্টের মাঝেই যে সুখ,
সেই সুখের তাড়নায় আজ পথভ্রষ্ট ।
অসত্য ভাবনায় দিশেহারা,
নিজেকে করে নিকৃষ্ট কাজে মগ্ন।

রহস্যময় জীবনের তরে,
হাজারো সুখের অনন্ত অঙ্গনে উন্মাদ।
অবুঝের মতো ক্লান্ত হয়ে,
মিথ্যার আশ্রয়ে আজ ধন্য মনে হারে।

সুন্দর জীবন অসুন্দর হয়,
হাজারো লোভ লালসায় কাতর হয়ে।
সত্যের জগৎ ঠাই পায়,
সকল অসত্যের বেড়াজালে বন্দী হয়ে।

সুখের নিশ্বাস ফুঁকে হয়ে,
হারিয়ে গিয়েছে জীবনের ক্ষণে ক্ষণে।
অন্ধকার আজব নগরী,
অসত্যের হাহাকারে বিভীষিকাময় জীবন।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 22 days ago 

আসলেই আমরা কিন্তু জীবনে সবাই কমবেশি স্বপ্ন দেখে থাকি। কিন্তু বর্তমানে দেখা যায় যে সেই স্বপ্নগুলো ধরাছোঁয়ার বাইরে হয়ে যায়। কিন্তু তারপরেও আমরা কিন্তু স্বপ্নটাকে সত্যি করার একটা চেষ্টায় থাকি। আপনার আজকের কবিতাটি ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে কবিতার লাইনগুলোর সাথে বাস্তবিক মিল রয়েছে। ছন্দ মিলিয়ে এত সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 22 days ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর কবিতা লিখে শেয়ার করেছেন ভাইজান। আপনার লেখা কবিতাটা বেশ ভালো লাগলো। যেখানে জনসচেতনামূলক চিন্তাধারা আপনার কবিতার মধ্যে ফুটে উঠেছে। অসৎ পথে উপার্জন করে মানুষ বড় হওয়ার স্বপ্ন দেখে। আবার অনেকের স্বপ্ন পূরণ হয় না। যাইহোক চমৎকার ছিল আপনার কবিতার প্রতিটা লাইন।

 22 days ago 

পৃথিবীতে মানুষ বিভিন্ন বেড়াজালে আবদ্ধ। এর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ। এ ভালো এবং মন্দাে মধ্যদি আমাদের জীবন অতিবাহিত করতে হবে। আপনি আজকে অসত্যের জগৎ নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 22 days ago 

সত্যি কিন্তু তাই। জগৎটাই অসত্য। আর এমন একটি বিষয় নিয়ে তো দেখছি আপনি দারুন একটি কবিতা শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আজকের কবিতার প্রতিটি লাইন আমার বেশ ভালো লেগেছে। এক কথায় অসাধারণ। আশা করবো এমন সুন্দর সুন্দর কবিতা আমরা আরও দেখতে পাবো।

 22 days ago 

তুমি সত্যি বলছো বন্ধু মানুষের জীবনে ছুটে চলার পথ কখনো সহজ হয় আবার কখনো কঠিন হয়ে যায়। তোমার স্বরচিত কবিতা গুলো আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে। তুমি আজকে অসত্যের জগত কবিতা আমাদের সাথে শেয়ার করেছ পড়ে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 22 days ago 

লোভে পড়ে মানুষের নিকৃষ্ট হয়ে যায়। লোভের কারণে মানুষের মনুষত্ববোধ হারিয়ে ফেলে। সময়োপযোগী একটা কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতা বরাবরই আমার কাছে বেশ ভাল লাগে। আপনার কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 22 days ago 

আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতা লেখা আমার কাছে অনেক ভালো লাগে। এর আগেও বেশ কয়েকটা কবিতা পড়েছি আপনার। আজকে অনেক ভালো লাগলো এই কবিতাটা আবৃত্তি করেছে। আশা করব এভাবেই জনসচেতন মূলক কবিতা শেয়ার করবেন।

 21 days ago 

আমরা কম বেশি সবাই স্বপ্ন দেখে থাকি। কিন্তু বর্তমানে দেখা যায় যে সেই স্বপ্নগুলো ধরাছোঁয়ার বাইরে হয়ে যায়। পৃথিবীতে মানুষ বিভিন্ন বেরাজালে আবদ্ধ এর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝায় কষ্টদায়ক। আপনি আজকে অসত্যের জগত কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার লেখা কবিতাটি বেশ ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.031
BTC 67756.28
ETH 3792.28
USDT 1.00
SBD 3.65