অসুখ এর শখ!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে আপনাদের সাথে মজার কিছু ব্যাপার শেয়ার করতে এসেছি।আশা করছি আপনাদের ভালোই লাগবে।আসলে মাঝেমধ্যে কিছু কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার কর‍তে বরাবর ই আমার ভালো লাগে।তো আজকের ব্যাপারটিও ঠিক তেমনটাই বলা চলে।তবে আজকের ব্যাপারটির মতো কোনো কথা আগে কেও কখনো শুনেছেন কিনা জানিনা।তবে বেশ মজাই লাগবে বলা চলে।যাই হোক,আর কথা না বাড়িয়ে আজকের লেখাটি শুরু করি।

প্রথমত,আমি একটু নিজের অবস্থার কথা বলতে চাই।সেটা হলো,আমার সবসময় মোটামুটি কোনো না কোনো অসুখ লেগেই থাকে।তবে ব্যাপারটি এমন নয় যে,সবসময় আমি অসুখ এর বাহানা দিয়ে পড়াশোনা,কাজ কিছুই করি না হাহাহা।মানে সব ই আমি করি এবং কাজে যথেষ্ট এক্টিভ ও আমি।তবে, অসুখ কে উপেক্ষা করেই সেসব করতে হয় আমার।যাই হোক,তো বেশ কয়েকদিন হলো আমার বাসায় কিছু গেস্ট এসেছে।বলা চলে,বয়োজ্যেষ্ঠ গেস্ট।

তো একদিন আমি উনাদের সামনে বসেই বেশ কিছু রেগুলার ট্যাবলেট খাচ্ছিলাম।অর্থাৎ ডেইলি সেসব খেতে হয় সেসব।এরপর সেই দাদু বলে উঠলো উনার ছোটবেলার কাহিনী,সেটা হলো।উনারা যখন ছোট ছিলো।তখন উনাদের খুব শখ হতো একটু অসুখ হওয়ার একটু ওষুধ খাওয়ার।কারণ তখন উনাদের অসুখ হতো খুব ই কম।আর হলেও সেভাবে ওষুধ আনানো হতোনা।ঘরোয়া বিভিন্ন টোটকা দিয়েই অসুখ সাড়িয়ে ফেলা হতো।তো যে কারণে ছোটবেলার সে শখ উনাদের কোনোভাবেই পূরণ হয়নি।

আর এরপরেই এটাই বলছিলেন যে আর আমাদের অবস্থা কি পরিমাণ খারাপ!অর্থাৎ এই বয়সেই আমরা এতো ওষুধ খাচ্ছি।আসলে উনি ব্যাপারটি মজার ছলে বললেও কথাটি খুব একটা ভুল নয়।অর্থাৎ সত্যিই আমাদের অনেক অনেক রোগ হচ্ছে আজকাল।আর আগের যুগের মানুষেরা জলে ভিজতো রোদে শুকাতো।অথচ উনাদের কিছুই হতো না।কোনো রোগ ও হতো না কারণ তখনকার মানুষ কোনো ভেজাল খেতো না জলবায়ু ও ছিলো খুব ভালো।

ABB.gif