আপনার পরিকল্পনা কখনোই অন্য কারো সাথে শেয়ার করবেন না

mask-5951807_1920.jpg

Source

আপনারা কি বিশ্বাস করেন স্বপ্ন চুরি হয়? এ বিষয়টা হয়তো আমিও আগে বিশ্বাস করতাম না। তবে আমার পরিবারের মাঝে এমন কিছু বিষয় ঘটে গেছে এতে করে আমিও এটাকে মনেপ্রাণে বিশ্বাস করা শুরু করেছি, যে মানুষের স্বপ্ন চুরি হয়ে যায়। আজ থেকে চার বছর আগে আমার মা রংপুরে একটি জমি কিনেছিল এবং সেখানে জমি কেনার একটাই উদ্দেশ্য ছিল সেখানে হয়তো কয়েক বছর পরে একটি রেস্টুরেন্ট গড়ে তুলবেন এবং সেখানে একটি কমিউনিটি সেন্টারে গড়ে উঠবে। এই বিষয়গুলো আম্মু অনেকের কাছেই শেয়ার করেছিল এবং দুর্ভাগ্যের বিষয়ে সেই বিষয়টি তার আশেপাশের যেসব জমি ছিল সেসবের মালিকেও ভালোভাবে শুনেছিল এবং পদক্ষেপও গ্রহণ করেছিল।

সম্পূর্ণ বিশ্বাসের উপরেই সেই জমিটি কেনা হয়েছিল। বিধায় আমরা বেশি খুঁটিয়ে দেখিনি। সেই জমির ভিতরে আসলে কোন সমস্যা আছে কিনা। কিন্তু পরবর্তীতে দেখা গেল সেই জমির মধ্যেও অনেক সমস্যা ছিল যার কারণে সেই জমিটা আজ পর্যন্ত আমরা সেখানে কিছু করতে পারিনি। যদিও কয়েক মাস আগেই সেই জমিটা অন্য কারো কাছে বিক্রি করা হয়েছিল, হয়তো আমাদের পাশের জমি ও তারই ছিল।

জমিটা বিক্রি করার পরেই আমরা সেখানে কিছু খবরও পেয়েছিলাম। সেখানে আমরা শুনতে পাচ্ছি সেখানেই নাকি তারা রেস্টুরেন্ট করবে এবং কমিউনিটি সেন্টার তৈরি করবে। ঠিক একই জায়গায় যেখানে আমরা জমি কিনেছিলাম এবং যেখানে আমরা স্বপ্ন দেখেছিলাম এই সব কিছু করার। এখান থেকেই আমরা বুঝতে পারি যে মানুষের স্বপ্ন কিন্তু পরিবর্তন হয়ে যায়। তাইতো নিজের পরিকল্পনাগুলো নিজের বড় বড় স্বপ্নগুলো এমন কোন মানুষের সাথে শেয়ার করা উচিত নয় যে মানুষগুলো সেসব স্বপ্নের প্রতি বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনার কি মনে করেন তা অবশ্যই মন্তব্যে জানাতে পারেন, আজকের মত এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।

ABB.gif