ফটোগ্রাফি পোস্ট: কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ২৩ ই মার্চ ২০২৫ ইং
যদিও ছোট বেলা থেকেই ফটোগ্রাফী করতে একটু আসক্ত ছিলাম, কিন্তু বর্তমান সেই আসক্ত আরো দ্বিগুন বেড়ে গিয়েছে। বিশেষ করে রাস্তা ঘাটের মধ্যে চলার পথে কখনো যদি কোন কিছুর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেই দৃশ্য গুলো সাথে সাথে আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করার চেষ্টা করি।আর আমি বিশেষ করে গ্ৰামের সৌন্দর্য গুলো একটু বেশি ধারণ করার চেষ্টা করি। এছাড়াও ও আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী করতে ও অনেক পছন্দ করি।আর আমি ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি।তাই গ্ৰামের সৌন্দর্যের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমার তোলা বেশিরভাগ ফটোগ্রাফী গুলো হচ্ছে গ্ৰামীন পরিবেশের
প্রাকৃতিক দৃশ্যের মাঝে ভুট্টা ক্ষেতের ফটোগ্রাফি
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত প্রাকৃতিক দৃশ্যের মাঝে একটি ভুট্টা ক্ষেতের ফটোগ্রাফি। আজকে আমি গিয়েছিলাম রংপুর শহরের মধ্যে। রংপুর শহর থেকে ফেরার পথে যখন বাসায় আসছিলাম তখন আমি প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে এসেছি। তখন আমি হঠাৎ করে এই ফটোগ্রাফি টি সংগ্রহ করেছিলাম। আসলে বর্তমান সময়ে প্রতিটি মাঠ এবং ঘাটের সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পেয়েছে। কেননা, বর্তমান সময়ে প্রতিটি মাঠের মধ্যে সবুজ ধান ক্ষেত এবং ভুট্টার ক্ষেত দিয়ে ভরপুর।
সূর্যাস্তের ফটোগ্রাফি
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত সুর্যাস্তের ফটোগ্রাফী। আসলে আমি প্রায় সময় আপনাদের সাথে সুর্যাস্তের ফটোগ্রাফী শেয়ার করার চেষ্টা করি।সুর্যাস্তের ফটোগ্রাফী করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাইহোক আজকে আমি এই ফটোগ্রাফি টি আমাদের এলাকার একটি ফসলের মাঠ থেকে সংগ্রহ করেছিলাম। আসলে এই সময়ে যখন সুর্য অস্ত যায় তখন সূর্যের সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায়। যারা গ্ৰাম এলাকার মধ্যে বসবাস করে থাকেন তারা হয়তো প্রত্যেকেই এই বিষয়ে অবগত আছেন।
নাম না জানা ফুলের ফটোগ্রাফি
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত একটি অপরিচিত ফুলের ফটোগ্রাফি। আসলে এই ফুলের নাম আমার কাছে জানা নেই। আপনারা যারা এই ফুলের সাথে পরিচিত, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ফুলের ফটোগ্রাফী টি আমি সিলেটের বিখ্যাত লাক্কাতুরা চা বাগান থেকে সংগ্রহ করেছিলাম। আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে আমি বেশ কিছুদিন আগে সিলেট ভ্রমণে গিয়েছিলাম। ফুলের ফটোগ্রাফি টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে।
গ্ৰামীন পরিবেশের ফটোগ্রাফি
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত গ্ৰামীন পরিবেশের ফটোগ্রাফি। আপনারা হয়তো সকলেই জানেন যে গ্ৰামের পরিবেশ শহরের পরিবেশের তুলনায় অনেক টা সুন্দর। আপনারা যারা গ্ৰামের মধ্যে বসবাস করে থাকেন তারা হয়তো প্রত্যেকেই এই বিষয়ে অবগত আছেন।আর যারা জীবন একবার হলেও গ্ৰামের মধ্যে গিয়েছিলেন তারা ও এই বিষয়ে অবগত আছেন।আমি এই ফটোগ্রাফি আমাদের এলাকার একটি গ্ৰাম থেকে সংগ্রহ করেছি। ফটোগ্রাফি টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
পাতা ঝরে পড়া গাছের ফটোগ্রাফি
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত একটি পাতা ঝরে পড়ে গাছের ফটোগ্রাফি। আপনারা হয়তো সকলেই জানেন যে শীতকালে আমাদের দেশের গ্ৰাম এলাকার প্রতিটি গাছ পালা থেকে পাতা ঝরে পড়ে গিয়েছিল।আর সেসব গাছ পালা গুলো থেকে এখন নতুন নতুন পাতা বের হয়ে যাচ্ছে।আর মূলত ঋতু বদলের কারণে হয়ে থাকে। একেকটি ঋতু একেক রকম সৌন্দর্য নিয়ে আমাদের মাঝে হাজির হয়।এটা আসলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
সিলেট সাদা পাথরের ফটোগ্রাফি
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত সিলেটের বিখ্যাত সাদা পাথরের ফটোগ্রাফি। বেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম সিলেট ভ্রমণ করতে।আর আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে সাদা পাথর নামক জায়গাটি সিলেটের একটি বিখ্যাত জায়গা। যারা ইতোমধ্যে সাদা পাথরে ঘুরতে গিয়েছিলেন তারা হয়তো প্রত্যেকেই এই বিষয়ে অবগত আছেন।আর আপনারা যারা এখন পর্যন্ত সিলেটের সাদা পাথরের মধ্যে ঘুরতে যাননি তারা অবশ্যই ঘুরতে যাওয়ার চেষ্টা করবেন।
সবাই কে অনেক ধন্যবাদ।
| Device | iPhone 11 |
|---|---|
| Camera | 11+11 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness












Upvoted! Thank you for supporting witness @jswit.
Link
1.https://x.com/Riyadx2P/status/1903802793464389917?t=2DU_bmcdaCZC9VYF0wYFkg&s=19
2.https://x.com/Riyadx2P/status/1903801992478384159?t=Oguzdmvw4VvwEIgtUGQUDw&s=19
ss
ভাইয়া তো খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে প্রকৃতি সবসময় আমাকে মুগ্ধ করে। প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো দেখলে খুব বেশি ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। এত কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম।
এরকম গ্রামীণ প্রকৃতির ফটোগ্রাফি দেখতে ভালোই লাগে। এগুলো দেখলে এক ধরনের প্রশান্তি কাজ করে। সূর্যাস্তের ফটোগ্রাফি এবং গ্রামীণ পরিবেশের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো। বাকি ফটোগ্রাফি গুলো বেশ দক্ষতা সাথে ক্যাপচার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
সেই ফুলটা আমার বাগানেই ছিল নাম মনে পড়ছে না। শীতকালে হয় আর গরম পড়ার সাথে সাথেই কেবলমাত্র পাতা টিকে থাকে গাছে। অন্যান্য প্রাকৃতিক দৃশ্য এবং ধান জমিয়ে তাদের ছবিগুলো বেশ ভালো লেগেছে। আমি তো আপনার ফটোগ্রাফির বরাবরই ফ্যান। অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর ছবি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।
গ্রামীণ পরিবেশে রাস্তা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি ভূট্টার ক্ষেত সবগুলো ফটোগ্রাফি বেশ দারুণ ছিল ভাই। খুবই সুন্দর করেছেন আপনি ফটোগ্রাফি গুলো। সবমিলিয়ে অসাধারণ করেছেন আপনি ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।