$puss টোকেন সম্পর্কে সম্পর্কে আমার ব্যক্তিগত কিছু মতামত
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার, ১৯ ই নভেম্বর ২০২৪ ইং
আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে, পুস কয়েন আমার বাংলা ব্লগ কমিউনিটির একটি নিজস্ব কয়েন। আমাদের প্রতিষ্ঠাতা দাদা এই কয়েন কে শুধু মাত্র মজা এবং ফান করার জন্য তৈরি করেছিলেন। কিন্তু এই পুস কয়েন লঞ্চ হওয়ার বেশ কয়েক দিনের মধ্যেই পুরো স্টিমিট প্লাটফর্ম সহ আরো বেশ কিছু জায়গায় অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে।আর পুস কয়েনের এতো বেশি জনপ্রিয়তার পিছনে আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠাতা দাদার অনেক বেশি অবদান রয়েছে। যেটা আমরা কোনদিন ভুলতে পারবো না। আশা করছি ভবিষ্যতে পুস কয়েন অনেক দূরে এগিয়ে যাবে।পুস কয়েন এবং স্টিমিট প্লাটফর্মের মধ্যে দাদার এতো সুন্দর মানবিকতা আসলেই অনেক বেশি প্রশংসনীয়।এ বিষয়ে হয়তো কমিউনিটির প্রতিটি সদস্য অবগত আছেন।
পুস কয়েন ইতোমধ্যেই বেশ কয়েকটি ক্রিপ্ট কারেন্সি এক্সচেঞ্জের মধ্যে লিস্ট করা হয়েছে। আশা করছি আর অল্প কিছু দিনের মধ্যেই অনেক বড় ধরনের এক্সচেঞ্জের মধ্যে লিস্ট করা হবে। তবে, বর্তমান সময়ে যে কয়টি এক্সচেঞ্জের মধ্যে পুস কয়েন লিস্ট করা হয়েছে, সেসব এক্সচেঞ্জের মান অনেক ভালো। বিশেষ করে mexc এবং bitmart এক্সচেঞ্জ ক্রিপ্ট কারেন্সি মার্কেটের মধ্যে বেশ জনপ্রিয়। আবার পুস কয়েন কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পৃথিবীর সেরা ক্রিপ্ট কারেন্সি এক্সচেঞ্জ binance এর সাথে একটি AMA এর আয়োজন করা হয়েছে। আশা করছি আমরা AMA এর মাধ্যমে ভালো কিছু একটি নিউজ পেয়ে যাবো।আর আমাদের এই টোকেন টি binance এর মাঝে তালিকা ভুক্ত করা হলে আমাদের এই কয়েন অনেক দূরে এগিয়ে যাবে।
বর্তমান সময়ে আমাদের পুস কয়েনের টোটাল মার্কেট ক্যাপিটাল হয়েছে ৪.৫ মিলিয়ন মার্কিন ডলার। বাংলা টাকায় হিসাব করলে দেখা যাবে এটি বিশাল বড় একটা এমাউন্টের। এই অল্প সময়ের মধ্যে এতো বড় একটি এমাউন্টের মার্কেট ক্যাপিটাল পূর্ণ হয়ে যাওয়া, এটা আসলেই বিশাল একটি ব্যাপার।আর প্রতিনিয়ত আমাদের মার্কেট ক্যাপিটাল বৃদ্ধি পাচ্ছে।বড় কোন ধরনের এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হলে মার্কেট ক্যাপিটাল আরো অনেক বেশি বৃদ্ধি পাবে বলে আশা করছি। হয়তো স্টিম, হাইভ এবং আরো জনপ্রিয় বেশ কিছু কয়েনের মতো মার্কেট ক্যাপিটাল পূর্ণ হবে আমাদের সকলের প্রিয় পুস কয়েনের। তবে, কিছু টা সময় লেগে যাবে। সেজন্য আমাদের সকল কে একটু ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে। আসলে তৎক্ষণাৎ কোন কিছু হয় না।
পুস কয়েন কে এগিয়ে নিয়ে যাওয়ার সব থেকে বড় মাধ্যম হিসেবে কাজ করবে পুস কয়েনের প্রচার এবং প্রসার। যেহেতু পুস কয়েন আমাদের সকলের নিজস্ব একটি কয়েন।তাই এই কয়েন কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কে কাজ করতে হবে।আর আমরা যদি সকলেই একত্রিত হয়ে কাজ করতে পারি তাহলে অতি দ্রুত এই কয়েন কে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো।পুস কয়েন শুধু মাত্র দাদা নিজের কথা চিন্তা করে তৈরি করেননি।পুস কয়েন আমাদের কমিউনিটির প্রতিটি সদস্যের জন্য তৈরি করেছেন। সেজন্য আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ।একার পক্ষে এই কয়েন কে কখনোই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।
পুস কয়েন কে মিমি কয়েন কে মিমি কয়েন হিসাবে লঞ্চ করা হলেও বর্তমানে এই কয়েন কে টোকেন হিসাবে রুপান্তরিত করা হচ্ছে। টোকেনে রুপান্তরিত করার ফলে এর ইউটিলিটি নেটওয়ার্কিং বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে এই পুস কয়েনের ইউসকেস আরো অনেক টা বৃদ্ধি পাবে। তবে আমি আশা করছি এই পুস কয়েন একদিন অনেক এগিয়ে যাবে। পুস কয়েন আগের সকল ধরনের রেকর্ড ভেঙে দিয়ে নতুন কোন রেকর্ড তৈরি করবে। যেহেতু আমরা মিমি কয়েন থেকে টোকেন এ রুপান্তরিত করছি, তাই নিশ্চিত এর প্রাইস বৃদ্ধি পাবে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ বেশ সুন্দর লিখেছেন। তোর সম্পর্কে আপনার চিন্তাভাবনা একদম ঠিকঠাক পথে। আমাদের এখন শুধু পুরুষের প্রচার এবং প্রসার করলেই হবে, যত বেশি মার্কেট ক্যাপিটাল হবে তত লাভদায়ক। তাই একজন মিলিয়ন ডলার ইনভেস্ট না করে যদি ৫০ জনে করে সেটা অনেক বেশি লাভদায়ক। আর সেই কারণেই আমাদের প্রচারের দিকে অনেক বেশি যত্নশীল হতে হবে।
জি আপু আমাদের কে প্রচারণার দিকে একটু বেশি লক্ষ্য রাখতে হবে, তাহলে আমরা খুবই তাড়াতাড়ি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাবো।
আমাদের প্রিয় $puss টোকেন নিয়ে উৎসাহ উদ্দীপনার কোন শেষ নেই। আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখছি $puss টোকেন নিয়ে। আপনার $puss টোকেন অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। আমাদের সকলকে $puss টোকেনের প্রচার এবং প্রসার সম্পর্কে কাজ করতে হবে। ধন্যবাদ আপনাকে ভাই পোস্টটি শেয়ার করার জন্য।
আমার লেখা গুলো পড়ে আপনার ভালো লেগেছে, জেনে খুশি হলাম।
পুশ টোকেন যেহেতু আমাদেরই টোকেন।তাই এটিকে নিয়ে আমাদের আকাঙ্ক্ষা আকাশ সমান।আপনি নিজের মতামত খুব সুন্দর করে শেয়ার করেছেন।ভালো লাগলো পোস্টটি ।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।