ফটোগ্রাফি পোস্ট: কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার, ১৮ ই নভেম্বর ২০২৪ ইং
ফটোগ্রাফি করা দিন দিন কেমন জানি একটা নেশায় পরিনত হয়ে যাচ্ছে। যদিও ছোট বেলা থেকেই ফটোগ্রাফী করতে একটু আসক্ত ছিলাম, কিন্তু বর্তমান সেই আসক্ত আরো দ্বিগুন বেড়ে গিয়েছে। বিশেষ করে রাস্তা ঘাটের মধ্যে চলার পথে কখনো যদি কোন কিছুর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেই দৃশ্য গুলো সাথে সাথে আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করার চেষ্টা করি।আর আমি বিশেষ করে গ্ৰামের সৌন্দর্য গুলো একটু বেশি ধারণ করার চেষ্টা করি। এছাড়াও ও আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী করতে ও অনেক পছন্দ করি।আর আমি ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি।তাই গ্ৰামের সৌন্দর্যের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমার তোলা বেশিরভাগ ফটোগ্রাফী গুলো হচ্ছে গ্ৰামীন পরিবেশের।যারা নিয়মিত আমার ব্লগ গুলো দেখেন, তারা হয়তো এটি সম্পর্কে অবগত আছেন। তবে আজকে আমি আপনাদের সাথে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী শেয়ার করবো।
ওপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত সূর্যাস্তের ফটোগ্রাফি। আসলে সূর্যাস্তের দৃশ্য দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বেশ কিছুদিন আগে আমরা ব্রহ্মপুত্র নদীতে ঘুরতে গিয়েছিলাম। সেখানে নৌকায় ঘোরাঘুরি করতে সন্ধ্যা লেগে গিয়েছিল। সেদিন আমি চোখের সামনে সূর্যাস্তের দৃশ্যটি পুরোপুরিভাবে দেখতে পারছিলাম। দেখতে বেশ ভালই লাগছিল আমার কাছে। আসলে নদী থেকে সূর্যাস্তের দৃশ্যটি দেখতে একটু বেশি ভালো লাগে। যাইহোক আমি সেখান থেকে এই ফটোগ্রাফি টি ধারণ করেছিলাম। আমার ধারণ করা ফটোগ্রাফিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
উপরে আপনারা যে ফটোগ্রাফিটি দেখতে পারছেন এটি মূলত নদীর উপর ভাসমান যন্ত্রাংশের ফটোগ্রাফি। আসলে বাংলাদেশের প্রতিটি নদীতে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ব্যবহার করা হয়। আর এই যন্ত্রাংশ ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করা হয়। থেকো অনুরূপভাবে সেদিন আমি ব্রহ্মপুত্র নদীর মাঝে একটি যন্ত্রাংশের ফটোগ্রাফি করেছিলাম। আসলে আমি ঠিক জানিনা এই যন্ত্র ব্যবহার করে কি কাজ করা হয়। আমরা যখন নদীতে নৌকার মধ্যে ঘোরাঘুরি করেছিলাম তখন এরকম অনেক যন্ত্রাংশের দৃশ্য দেখেছি। উপরে শেয়ার করো যন্ত্রাংশের দৃশ্যটি ব্রহ্মপুত্র নদী থেকে ধারন করেছি।
উপরে আপনারা যে ফটোগ্রাফিটি দেখতে পারছেন এটি মূলত একটি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফটোগ্রাফি। শীতকালে গ্রাম এলাকাগুলোর মধ্যে লাইভ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। ঠিক অনুরূপভাবে আমাদের এলাকার মধ্যে বেশ কয়েকটি নাইট ক্রিকেটে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এ বছর। সেদিন আমি একটি নাইট ক্রিকেটার টুর্নামেন্টে খেলা দেখার জন্য গিয়েছিলাম। সেখান থেকে আমি এই ফটোগ্রাফিটি ধারণ করে আপনার মাঝে শেয়ার করলাম। লাইভ ক্রিকেট টুর্নামেন্ট খেলা দেখতে বেশ ভালই লাগে আমার কাছে। আপনাদের কার কার কাছে নাইট ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে।
উপরে আপনারা যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি মূলত ব্রহ্মপুত্র নদীর ফটোগ্রাফি। বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি বড় বড় নদী রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এই নদীটি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বয়ে গিয়েছে। এই নদীর মধ্যে ছোট বড় বেশ কয়েকটি নদী সংযোগ হয়েছে। বিশেষ করে আমাদের কুড়িগ্রাম এবং লালমনি জেলার বেশ কয়েকটি নদী সংযোগ হয়েছে। এছাড়া আরো অনেক ছোট বড় নদী ও সংযোগ হয়েছে এই ব্রহ্মপুত্র নদীর মধ্যে। এই নদীতে দেখতে প্রায় সাগরের মতই মনে হয়। যারা ইতিমধ্যে নদীটি দেখেছেন তারা হয়তো এই বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন। আবার শেয়ার করা নদীর ফটোগ্রাফিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে।
পরে আপনারা যে ফটোগ্রাফিটি দেখতে পারছেন এটি মূলত কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার বন্যা আশ্রয় কেন্দ্রের একটি ভবন। কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার বর্ষাকালে বেশ কিছু জায়গা পানির মধ্যে তলিয়ে যায়। সেজন্য সে সব মানুষের আশ্রয় কেন্দ্র হিসেবে এই ভবনটি তৈরি করা হয়েছে। এই ভবনের মধ্যে চিলমারী উপজেলার বন্যা কবলিত মানুষগুলো আশ্রয় নেয়। ভবনটি বেশ বড় একটি ভবন। এই ভবনের মধ্যে এক সাথে অনেক গুলো মানুষ আশ্রয় নিতে পারবে। প্রতিটি এলাকায় এরকম একটি করে ভবন থাকলে অনেক বেশি ভালো হবে। কেননা, আমাদের দেশ হচ্ছে নদী মাতৃক দেশ।যে কোন সময় বিপদ চলে আসতে পারে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Riyadx2P/status/1858478202219647110?t=g9Q-60jQHGoX6_ybhV5UTg&s=19
দুর্দান্ত সব নদীর ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই।। নদী আমার ছবি তোলার প্রিয় সাবজেক্ট। তাই ব্রহ্মপুত্রের এই ছবিগুলি আমার খুব ভালো লাগলো। বিশেষ করে সূর্যাস্তের ছবিটি অসাধারণ তুলেছেন।
https://x.com/Riyadx2P/status/1858473289280356712?t=iWmwD7iEIr0az5gu_PhJ9A&s=19
ক্রিকেট টুর্নামেন্টের ছবিটা দেখে প্রথমে ভাবলাম কোন সিনেমার শুটিং হচ্ছে। তারপর বিবরণ পড়ে বুঝলাম যে না এটা ক্রিকেট টুর্নামেন্টের ছবি। হা হা হা। বাকি সব কটা ছবি খুব সুন্দর হয়েছে। দ্বিতীয় ছবিটা বেশি ভালো লেগেছে। প্রথম ছবিটাও ভালো তবে খুব কমন।
হা হা হা গ্ৰাম এলাকা গুলোর মধ্যে প্রতি বছরই এরকম ক্রিকেট খেলার আয়োজন করা হয়।
সূর্যাস্তের ফটোগ্রাফি টা দারুন হয়েছে ভাইয়া। এরকম ভাবে সূর্য ডোবার মুহূর্তটা দেখতে ভীষণ ভালো লাগে। রাতে ক্রিকেট খেলারও দারুন ফটোগ্রাফি ধারণ করেছেন। সব মিলিয়ে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে ধারণ করার চেষ্টা করেছি। আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে, জেনে খুশি হলাম।
ঠিক বলেছেন ভাইয়া ফটোগ্রাফি এখন যেন নেশায় পরিণত হয়েছে। যেখানেই যাই না কেন মূল উদ্দেশ্য থাকে ফটোগ্রাফি করা। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
প্রতিনিয়ত চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপহার দেয়ার জন্য।
সূর্যাস্তের ফটোগ্রাফি টা বেশ সুন্দর ছিল। বিশেষ করে সূর্যের আলো পানিতে পড়ার কারণ অনেক বেশি ভালো লাগছে দেখতে। এরকম দৃশ্যগুলো দেখলে মুগ্ধ হয়ে যাই। আমাদের ফটোগ্রাফি গুলো দারুন ছিল। বেশ দক্ষতার সাথে সবগুলো ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
জী আপু সন্ধ্যা বেলায় সূর্যের সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায়, আর তখন সূর্য দেখতে অনেক বেশি ভালো লাগে।
নদীর পাড়ের দৃশ্যগুলো অসাধারণ হয়েছে ভাইয়া। আর ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। এই ধরনের দৃশ্যগুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি ছবি তুলতে ভালো লাগে। আপনার ফটোগ্রাফি পোস্টটি দারুন হয়েছে।
নদী টি দেখতে অনেক বেশি সুন্দর ছিল।আর আমার কাছে নদীর ফটোগ্রাফি করতে একটু বেশি ভালো লাগে।