মন খারাপের দিনগুলো আমাদের ভালো থাকা শেখায়
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার, ২০ ই অক্টোবর ২০২৫ ইং
জীবনের প্রতিটি দিন এক রকম হয় না। কখনও সকালটা রোদে ঝলমলে, আবার কখনও মেঘে ঢাকা মন নিয়ে শুরু হয় নতুন দিন। এমন কিছু দিন আসে যখন মন খারাপের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, অথচ বুকের ভেতরটা ভারী লাগে। এই মন খারাপের দিনগুলোই কিন্তু জীবনের সবচেয়ে নিঃশব্দ শিক্ষক। তারা শেখায় কষ্টের মধ্যেও কীভাবে নিজের আলো খুঁজে নিতে হয়।
মন খারাপ আমাদের থামিয়ে দেয়, একটু ভাবতে শেখায়। আমরা যেভাবে প্রতিদিন ব্যস্ততার দৌড়ে ছুটে যাই, সেই ছুটে চলার ভেতর অনেক কিছুই চোখ এড়িয়ে যায়। কিন্তু মন খারাপের মুহূর্তগুলোতে আমরা নিজেকে ফিরে দেখি। সেই আত্মসমালোচনার ভেতরেই লুকিয়ে থাকে বেড়ে ওঠার আসল শিক্ষা। কষ্ট না পেলে, মানুষ কখনও ধৈর্য শেখে না, ভালো থাকার মূল্যও বোঝে না।
কখনও কখনও একাকিত্বই আমাদের সেরা সঙ্গী হয়ে ওঠে। তখন আমরা বুঝতে পারি, সুখ শুধু বাহ্যিক কিছু নয় এটা আসে নিজের ভেতরের শান্তি থেকে। কেউ পাশে না থাকলেও যদি নিজেকে সান্ত্বনা দিতে পারি, সেটাই সবচেয়ে বড় শক্তি। এই শক্তি আসে সেই দিনগুলো থেকেই, যেগুলোতে আমরা একা কেঁদেছি, ভেবেছি, আবার নিজেকে নতুন করে গড়ে তুলেছি।
মন খারাপের দিনগুলো আমাদের শেখায় যে জীবনে সব সময় রোদ থাকবে না, কিন্তু মেঘের পরই রোদ আসে। কষ্টের রাতের পরেই ভোরের আলো ফোটে। তাই মন খারাপকে কখনো শত্রু ভাবা উচিত নয়। বরং তাকে একটা প্রয়োজনীয় বিরতি হিসেবে দেখা উচিত যেখানে আমরা বিশ্রাম নিই, চিন্তা করি, আবার নতুন করে শুরু করার প্রস্তুতি নিই।
শেষ পর্যন্ত, ভালো থাকা মানে দুঃখহীন হওয়া নয়। বরং কষ্টের মধ্যেও শান্তি খুঁজে পাওয়াই আসল ভালো থাকা। তাই যখন মন খারাপ করবে, তখন মনে রেখো এই দিনটাও তোমাকে কিছু শেখাতে এসেছে। হয়তো আজকের কান্নাই আগামী দিনের হাসির ভিত্তি তৈরি করছে। 🌤️
| Device | iPhone 11 |
|---|---|
| Camera | 11+11 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness





Puss promotion
Reply tweet
1.https://x.com/Riyadx2P/status/1980321680963842533?s=19
2.https://x.com/Riyadx2P/status/1980322631523168338?s=19
3.https://x.com/Riyadx2P/status/1980322993999081682?s=19
Quite tweet