ঝড়ের পরে নিঃশব্দ মাঠ ভেজা ধানে জমেছে কৃষকের চোখের জল
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার, ০৩ ই নভেম্বর ২০২৫ ইং
বেশ কিছুদিন ধরে আমাদের উত্তরবঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে।ঝড় থেমে গেছে, কিন্তু তার চিহ্ন রয়ে গেছে পুরো মাঠজুড়ে। যতদূর চোখ যায়, শুধু ভেজা ধানের গাছ মাটির সাথে লুটিয়ে আছে, বৃষ্টির আগে মাঠ ছিল একদম সোনালী ফসলে ভরপুর। কিছুদিন আগেও এই মাঠে সোনালী ধান দুলত বাতাসে, পাখির ডাক মিলত কৃষকের গানে। এখন সেই জায়গায় নিঃস্তব্ধতা, চারদিকে কেবল ভাঙা ফসল আর কাদা মাখা দিগন্ত। কৃষকের মুখে নেই আর হাসি।এখন শুধু মাত্র হতাশার ছাপ । ধান চাষে খরচ উঠবে কি না তা নিয়ে অনেক সংকটময় মুহূর্ত বর্তমান সময়ে কৃষকের মাঝে বিরাজমান।
মাটিতে শুয়ে থাকা ধানগুলো প্রায় গুলো একদম কাদায় মিশে গিয়েছে। একসময় সোজা হয়ে দাঁড়িয়ে থাকা গাছগুলো আজ মাথা নিচু করে আছে, যেন তারা ক্লান্ত, অবসন্ন, এইতো কিছুদিন আগে ধান ক্ষেত গুলো খুবই সুন্দর ছিল। প্রকৃতির এক ঝাপটায় ভেসে গেছে কৃষকের মাসের পর মাসের ঘাম, আশা আর পরিশ্রম। রাতে ঝড়ের তান্ডবে ঘর থেকে বেরোতে না পারলেও সকালে মাঠে এসে কৃষকের বুকটা ফেটে যায়। সেই সোনালী ক্ষেত এখন নিঃজীব।এখন কৃষকের মাঝে খুবই খারাপ একটি সময় পার হচ্ছে।
মাঠের ধারে দাঁড়িয়ে কৃষকরা কেউ চুপচাপ তাকিয়ে থাকে, কেউ কাঁদে না তাদের চোখের ভেতরেই বোঝা যায় সেই কান্না, আসলে কৃষকের পাশে দাঁড়ানোর মতো বর্তমান কেউ নেই আর । তারা জানে, এই ধানই ছিল তাদের সংসারের খাবার, সন্তানদের স্কুল ফি, পরিবারের হাসি। এখন সব যেন কাদার নিচে চাপা পড়ে গেছে। কেউ একজন নিচু হয়ে ভেজা ধানের শীষে হাত রাখে, যেন সান্ত্বনা দিতে চায় নিজের ভাগ্যকেও। অনেক কৃষক রয়েছে যাদের এই ধান টুকু ছিল সারা বছরের খাবার। আবার কিছু কিছু কৃষকের এই ধান টুকু ছিল শেষ সম্বল।
আকাশের দিকে তাকিয়ে কেউ কেউ বলে ওঠে সব আল্লাহর ইচ্ছা। এই কথার ভেতরে আছে মেনে নেওয়ার শক্তি, আবার আছে অসহায়তার স্বরও। প্রকৃতি যেমন দেয়, তেমনি কেড়ে নেয়, কিন্তু কৃষকের মন তবুও হার মানে না। তারা জানে, এই মাটি একদিন আবার হাসবে, নতুন ধান গজাবে, আবার তারা মাঠে নামবে নতুন আশায়।বিকেলের দিকে যখন সূর্যের আলো মাঠে পড়ে, তখন ভেজা ধানের পাতাগুলো ঝিলমিল করে ওঠে। মনে হয়, প্রকৃতি আবারও শান্ত হতে চায়। হয়তো এই নিঃশব্দ মাঠটাই আগামী দিনের শুরু যেখান থেকে নতুন গল্প জন্ম নেবে, নতুন ফসল উঠবে।
আজ যদিও মাঠটা চুপ, বাতাস ভারী আর মনটা বিষণ্ণ, তবুও এর ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত জীবনচক্র। ধান মাটিতে পড়ে যায়, কিন্তু সেখান থেকেই জন্ম নেয় নতুন আশার বীজ। সেই আশার ভেতরেই বেঁচে থাকে কৃষকের মন, বেঁচে থাকে গ্রামবাংলার হৃদয়।ভেজা ধানের নিচে জমে থাকা সেই চোখের জল শুধু দুঃখের নয় তা আসলে এক প্রতিজ্ঞা, আমি আবারও বীজ ফেলব, আবারও মাঠ ভরাবো সোনালী হাসিতে। সরকারের পক্ষ থেকে উচিত প্রতিটি কৃষকদের কে আর্থিক সহায়তা প্রদান করা। কেননা কৃষকেরা আমাদের দেশের প্রধান রাজা। তাদের আবাদকৃত ফসল থেকে আমরা খইতে পারছি।
সবাইকে ধন্যবাদ
| Device | iPhone 11 |
|---|---|
| Camera | 11+11 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness










আপনার পোস্ট পড়ে অনেক খারাপ লাগলো। সত্যি ভাইয়া এবার বৃষ্টির জন্য আগের ফসল গুলো নষ্ট হয়ে গিয়েছে।আবার এখন পাকা ধান ঘরে না উঠলে তাদের কষ্টের শেষ নেই। তবে এখানে আমাদের কিছু করার নেই। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন।