ফটোগ্ৰাফি পোস্ট: কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ২২ ই ডিসেম্বর ২০২৪ ইং
ফটোগ্রাফি করা দিন দিন কেমন জানি একটা নেশায় পরিনত হয়ে যাচ্ছে। যদিও ছোট বেলা থেকেই ফটোগ্রাফী করতে একটু আসক্ত ছিলাম, কিন্তু বর্তমান সেই আসক্ত আরো দ্বিগুন বেড়ে গিয়েছে। বিশেষ করে রাস্তা ঘাটের মধ্যে চলার পথে কখনো যদি কোন কিছুর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেই দৃশ্য গুলো সাথে সাথে আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করার চেষ্টা করি।আর আমি বিশেষ করে গ্ৰামের সৌন্দর্য গুলো একটু বেশি ধারণ করার চেষ্টা করি। এছাড়াও ও আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী করতে ও অনেক পছন্দ করি।আর আমি ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি।তাই গ্ৰামের সৌন্দর্যের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমার তোলা বেশিরভাগ ফটোগ্রাফী গুলো হচ্ছে গ্ৰামীন পরিবেশের।যারা নিয়মিত আমার ব্লগ গুলো দেখেন, তারা হয়তো এটি সম্পর্কে অবগত আছেন। তবে আজকে আমি আপনাদের সাথে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী শেয়ার করবো।
- উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত একটি শিমের ফুলের ফটোগ্রাফি। আপনারা হয়তো সকলেই শিমের ফুলের সাথে বেশ পরিচিত। বিশেষ করে যারা গ্ৰাম এলাকার মধ্যে বসবাস করে থাকেন তারা হয়তো প্রত্যেকেই এই শিমের ফুলের সাথে পরিচিত। শিমের ফুল গুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। যখন একটি শিম গাছ পরিপক্ক হয়ে উঠে, তখন সেই শিম গাছের মধ্যে ফুল চলে আসে এবং সেই ফুল থেকেই শিম বের হয়। এভাবেই শিমের বংশবিস্তার ঘটে।আমি এই শিমের ফুলের ফটোগ্রাফি টি আমার সবজি বাগান থেকে সংগ্রহ করেছি। আমার সবজি বাগানের মধ্যে শিমের ফুল চলে এসেছে।
- উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত সূর্যাস্তের ফটোগ্রাফি।আমি আমার প্রতিটি ফটোগ্ৰাফী পোস্টের মধ্যে একটি করে সূর্যোদয় এবং সূর্যাস্তের ফটোগ্ৰাফি শেয়ার করার চেষ্টা করি। অনুরুপ ভাবে আজকের এই ফটোগ্রাফি পোস্টের মধ্যে একটি সূর্যাস্তের ফটোগ্ৰাফি শেয়ার করেছি।আমি এই সূর্যের ফটোগ্রাফি টি আমাদের এলাকার একটি মাঠ থেকে সংগ্রহ করেছি।গত কয়েকদিন আগে আমি পদাগঞ্জ বাজারে যাচ্ছিলাম, তখন আমি চকের পাতার মাঠ থেকে দেখতে পারলাম, সূর্য টি খুবই সুন্দর সৌন্দর্য ধারণ করেছে। তখন আমি আমার হ্যান্ড সেট টি বের করে একটি ফটোগ্রাফি ধারণ করেছিলাম।
- উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন এটি মূলত সরিষা ক্ষেতের ফটোগ্রাফি। আপনারা হয়তো সকলেই অবগত আছেন, শীতকাল চলে আসলেই বাংলাদেশের প্রতিটি মাঠে ঘাটে সরিষা ফুলের চাষ করা হয় ।আর এই সরিষা ফুল গ্ৰামের সৌন্দর্য কে আরো বেশি সুন্দর করে সাজিয়ে তোলে। বিশেষ করে যারা গ্ৰাম এলাকার মধ্যে বসবাস করে থাকেন, তারা হয়তো প্রত্যেকেই সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারেন।আর যারা শহরের মধ্যে বসবাস করে থাকেন তারা গ্ৰামে এসে সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করবেন। আসলে গ্ৰামের সৌন্দর্যের কখনো শেষ হয় না।একটার পর একটা সৌন্দর্য লেগেই থাকে সব সময়।
- উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত যমুনাশ্বরী নদীর ফটোগ্রাফি। আমাদের রংপুর জেলার মধ্যে বেশ কয়েকটি বড় বড় নদী রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যমুনাশ্বরী নদী।যমুনাশ্বরী নদী বাংলাদেশের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মধ্য দিয়ে বয়ে গিয়েছি। বেশ কিছু দিন আগে আমি কোন এক কাজের জন্য বদরগঞ্জ উপজেলার মধ্যে গিয়েছিলাম, পথিমধ্যে আমি এই নদীর ফটোগ্রাফি টি সংগ্রহ করেছিলাম। বর্তমান সময়ে এই নদীর মধ্যে তেমন একটা পানি নেই। শীতকাল চলে আসলেই বাংলাদেশের সকল ধরনের নদী নালার পানি শূন্য হয়ে যায়।
- উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত বিকাল বেলার ফসলের মাঠের ফটোগ্ৰাফি। এই ফসলের মাঠ টি আমার বাড়ির একদম পাশেই অবস্থিত।গত কয়েকদিন আগে আমি এবং আমাদের গ্ৰামের বেশ কয়েকজন ছেলেরা সহ বিকাল বেলা এই মাঠের মধ্যে ঘুরতে গিয়েছিলাম। বর্তমান সময়ে এই মাঠ টি পুরোপুরি ভাবে ফাঁকা অবস্থায় রয়েছে। তবে, অন্যান্য সময়ে এই মাঠের মধ্যে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করা হয়ে থাকে। শীতকালে কিছু টা সময় ধরে এই মাঠ টি খালি থাকে। তবে, অল্প কিছু জমির মধ্যে আলু চাষ করেছেন কৃষকেরা।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
প্রতিটা ছবি অসাধারণ তুলেছেন আপনি। কোন একটা যে আলাদা করে ভালো বলবো সেই ক্ষমতা নেই। সবকটাই চোখ টেনে রেখেছে। ক্ষেতের ছবি সর্ষে ফুলের ছবি, এমনকি সিম ফুলের ছবিও কী অসাধারণ লাগছে দেখতে।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
x promotion
ওয়াও ভাই আপনি আজকে আমাদের মাঝে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে সূর্যাস্তের ফটোগ্রাফি। এত সুন্দর ভাবে প্রত্যেকটি ফটোগ্রাফি আমাদের মাঝে বর্ণনা দিয়ে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
চমৎকার কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন সরিষা ফুলের ফটোগ্রাফির সাথে সাথে সূর্যাস্তের ছবিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ভাই আপনি অনেক সময় নিয়ে যত্ন সহকারে বেশ কিছু ফটোগ্রাফি আপনার মোবাইলে ক্যাপচার করে পরবর্তীতে কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার ফটোগ্রাফিগুলো দেখে মনে হচ্ছে আপনি একজন দক্ষ ফটোগ্রাফার এতে কোন সন্দেহ নেই। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে তবে সবচাইতে বেশি ভালো লেগেছিল সূর্যাস্ত এবং সরিষা ক্ষেতের ফটোগ্রাফি দুইটা। সবশেষে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো এলোমেলো হলেও দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে ভাই। সরিষার মাঠ দেখে খুব সুন্দর লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিত ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার তোলা এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ৷ প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে৷ ভীষণ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য
আপনার করা ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল ।শীতকালীন সময় এরকম দৃশ্য প্রতিনিয়ত উপভোগ করে থাকি। সরিষা ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল। যেটা করতে আমিও পছন্দ করি ।সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।