আপনি ঈদের দিন দেখছি সকলের কাছে থেকে বেশ ভালোই সালামি পেয়েছেন। আসলে সালামি নেয়ার সময় অনেক বেশি ভালো লাগে, সেটা যেমন এমাউন্টের হোক না কেন! আর আপনি এবং আপনার মেয়ে ম্যাচিং ড্রেস তৈরি করে ঈদের দিন পরেছিলেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। বিশেষ করে আপনার মেয়ে কে অনেক সুন্দর লাগছে। যাইহোক, ঈদের দিন আপনার বেশ ভালোই কাটছে।
@riyadx2 পিচ্চি বাচ্চাটা আমার ছোটবোন।