গৃহপালিত পশু পাখি গুলো গ্ৰাম এলাকার মধ্যে লালন পালন করতে একটু বেশি সুবিধাজনক। কেননা, গ্ৰাম এলাকা গুলোর মধ্যে একদম খোলা পরিবেশ।আর এই খোলা পরিবেশের মধ্যে গৃহপালিত পশু পাখি গুলো পালন করে বেশ আরামদায়ক। আমার বাসায় ও বেশ কিছু মুরগি এবং কবুতর রয়েছে।আমি সব সময় এই সব কে আদার খাওয়ার চেষ্টা করি।