রেসিপি: সবজি দিয়ে রুই মাছ রান্না (10% beneficiary to shy-fox) By @rizwan12

আসসালামুআলাইকুম

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশাকরি সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটি আমি শীতের সবজি এবং মাছ দিয়ে তৈরি করেছি। আমি রেসিপি টি যেভাবে তৈরি করেছি তা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক।

@rizwan12 (2).png

রেসিপিটি তৈরি করতে আমার যে সকল উপকরণ লেগেছে তা হল:--

ক্রমিক নংউপকরণের নাম
০১মাছ (৬পিছ)
০২ছিম
০৩বেগুণ
০৪আলু
০৫টমেটো
০৬পেয়াজ
০৭মরিচ
০৮লবণ
০৯গুরা মসলা

IMG_20220129_021022~3.jpg

এখানে রুই মাছের ৬টি পিস নিয়েছি। মাছ কে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছ পরিষ্কার করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে মাছটি থেকে যেন সঠিকভাবে আইশ পরিষ্কার করা হয়।

IMG_20220129_021153.jpg

এখানে শিম, বেগুন, আলু কেটে একত্র করে রেখেছি।

Untitled design (1).png

প্রস্তুত প্রণালীঃ

IMG_20220129_021621~3.jpg

IMG_20220129_021917~2.jpg

প্রথমে একটি কড়াই নেই । কড়াই এ অল্প পরিমাণ তেল নেই। তারপর পেয়াজ কুচি দিয়ে দেই ।পেঁয়াজকুচি কিছুক্ষণ গরম করে নেই। গরম হয়ে গেলে তারপর আমি সেখানে মরিচের গুরা, হলুদের গুরা, জিরার গুঁড়া এবং আদা দিয়ে দেই । তারপর কিছুক্ষণ এটিকে গরম করে নেই। গরম করা হয়ে গেলে তাতে অল্প পরিমাণে পানি দিয়ে দেই


IMG_20220129_022128.jpg

20220129_132759.jpg

এই পর্যায়ে আমি মিক্স করা মসলার মধ্যে পিস করে রাখা মাছ গুলো দিয়ে দেই। উদ্দেশ্য হলো মাছগুলোকে সিদ্ধ করা এবং মাছের ভিতর মসলা গুলো ভালোভাবে প্রবেশ করা। মাছগুলো সিদ্ধ হয়ে এলে মাছ গুলোকে একটি বাটিতে উঠিয়ে রাখি।


20220129_132851.jpg

20220129_133817.jpg

মাছগুলো উঠিয়ে সেই মসলায় কেটে রাখা সবজিগুলো দিয়ে দেই। সবজি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেই।


20220129_134055.jpg

20220129_132926.jpg

.
.
এই পর্যায়ে ঢাকনা উঠিয়ে সিদ্ধ করে রাখা মাছ গুলো দিয়ে দেই । মাছগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেই। তারপর ১০ মিনিটের মত চুলাতে রেখে তাপ দেই।

20220129_135137.jpg

তারপর ঢাকনা খুলে দেখতে পাই আমার রান্না হয়ে এসেছে । এখন এটি চুলা থেকে নামিয়ে পরিবেশন করার জন্য উপযুক্ত।

IMG_20220129_035906.jpg

এভাবেই তৈরি হয়ে গেল সবজি দিয়ে রুই মাছের রেসিপি। আপনি চাইলে বাড়িতে এমন রেসিপি তৈরি করতে পারেন এবং আমাদের সাথে শেয়ার করতে পারেন।

IMG_20220129_035942.jpg

পরিশেষে রেসিপির সাথে তোলা আমার একটি সেলফি

আমারব্লগ টি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নিবেন আল্লাহ হাফেজ।

Untitled design (1).png

আমার বাংলা ব্লগ.png

Sort:  
 3 years ago 

সবজি দিয়ে রুই মাছ রান্না রেসিপি অসাধারণ হয়েছে। দেখে খুব লোভনীয় মনে হচ্ছে।এমন সুন্দর রেসিপি উপস্থাপনা করার জন্য আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার রুই মাছের রেসিপি দেখে জিভে জল চলে এসেছে। আপনি অসাধারণ ভাবে রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপির কালার একদম পারফেক্ট ছিলো। আপনি খুব সুন্দর ভাবে রেসিপি তৈরির প্রতিটি স্টেপ আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ধন্যবাদ ভাই

 3 years ago 
সবজি দিয়ে রুই মাছ রান্না করেছেন। আসলে ঘরোয়া পদ্ধতিতে এটা দারুন ছিল। অনেক সুন্দরভাবে প্রয়োজন উপকরণগুলি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। প্রতিটি ধাপ খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আর রুই মাছ খেতে সাধারণত খুবই ভালো লাগে

পজিটিভ কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

image.png

সবজি দিয়ে রুই মাছ রান্না অসাধারণ ছিল। রান্নাটা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি ভাইয়া।আপনার উপস্থাপনা টা অসাধারণ লেগেছে আমার কাছে। আপনার জন্য সুভ কামনা রইল ভাইয়া।

ধন্যবাদ ভাই

 3 years ago 

আলু, সিম, ফুলকপি আর রুই মাছ দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করলেন। রেসিপি টা দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছেন। এরকম সুস্বাদু রেসিপি গুলো দেখলে খুব লোভ হয় আমার। তেমনি আপনার রেসিপি টা আমার কাছে জাস্ট অসাধারণ লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

ধন্যবাদ আপু

 3 years ago 

আপনি খুব সুন্দর ভাবে রুই মাছ দিয়ে সবজি রান্না করেছেন। দেখতে খুবই লোভনীয় লাগছে। আমার কাছে এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

  • সবজি দিয়ে মাছ রান্নার রেসিপি টা আমার খুব ভালো লেগেছে। আমার অসম্ভব ভালো লেগেছে এটি শুধু দেখতে। সবজি আমাদের খুবই প্রয়োজন খাওয়া। খুব সুন্দর ভাবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা টাও অনেক ভালো লেগেছে আমার। শুভকামনা রইল আপনার জন্য

আপনাকে ধন্যবাদ

 3 years ago 

সবজি দিয়ে রুই মাছের রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে রেসিপি উপস্থাপন করেছেন , দেখে আমি শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।

কমেন্ট করে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

রুই মাছ আমি খুব একটা খাই না। তবে আপনার রান্না দেখে মনে হচ্ছে খেতে ও অনেক মজা হয়েছে। আপনার পোস্টের উপস্থাপনা আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কমেন্ট আমাকে ব্লগ লেখার ক্ষেত্রে অনেক উৎসাহিত করে

 3 years ago 

আপনার সবজি দিয়ে রুই মাছ রেসিপি খুবই দুর্দান্ত হয়েছে আপনি খুব সুন্দর করে সবজি দিয়ে রুই মাছ রান্না করেছেন। আপনার রান্নার পদ্ধতি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে ছবি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু ও মজাদার হয়েছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া