রেসিপি: সবজি দিয়ে রুই মাছ রান্না (10% beneficiary to shy-fox) By @rizwan12
আসসালামুআলাইকুম
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশাকরি সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটি আমি শীতের সবজি এবং মাছ দিয়ে তৈরি করেছি। আমি রেসিপি টি যেভাবে তৈরি করেছি তা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক।
রেসিপিটি তৈরি করতে আমার যে সকল উপকরণ লেগেছে তা হল:--
ক্রমিক নং | উপকরণের নাম |
---|---|
০১ | মাছ (৬পিছ) |
০২ | ছিম |
০৩ | বেগুণ |
০৪ | আলু |
০৫ | টমেটো |
০৬ | পেয়াজ |
০৭ | মরিচ |
০৮ | লবণ |
০৯ | গুরা মসলা |
এখানে রুই মাছের ৬টি পিস নিয়েছি। মাছ কে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছ পরিষ্কার করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে মাছটি থেকে যেন সঠিকভাবে আইশ পরিষ্কার করা হয়।
এখানে শিম, বেগুন, আলু কেটে একত্র করে রেখেছি।
প্রস্তুত প্রণালীঃ
প্রথমে একটি কড়াই নেই । কড়াই এ অল্প পরিমাণ তেল নেই। তারপর পেয়াজ কুচি দিয়ে দেই ।পেঁয়াজকুচি কিছুক্ষণ গরম করে নেই। গরম হয়ে গেলে তারপর আমি সেখানে মরিচের গুরা, হলুদের গুরা, জিরার গুঁড়া এবং আদা দিয়ে দেই । তারপর কিছুক্ষণ এটিকে গরম করে নেই। গরম করা হয়ে গেলে তাতে অল্প পরিমাণে পানি দিয়ে দেই
এই পর্যায়ে আমি মিক্স করা মসলার মধ্যে পিস করে রাখা মাছ গুলো দিয়ে দেই। উদ্দেশ্য হলো মাছগুলোকে সিদ্ধ করা এবং মাছের ভিতর মসলা গুলো ভালোভাবে প্রবেশ করা। মাছগুলো সিদ্ধ হয়ে এলে মাছ গুলোকে একটি বাটিতে উঠিয়ে রাখি।
মাছগুলো উঠিয়ে সেই মসলায় কেটে রাখা সবজিগুলো দিয়ে দেই। সবজি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেই।
.
.
এই পর্যায়ে ঢাকনা উঠিয়ে সিদ্ধ করে রাখা মাছ গুলো দিয়ে দেই । মাছগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেই। তারপর ১০ মিনিটের মত চুলাতে রেখে তাপ দেই।
তারপর ঢাকনা খুলে দেখতে পাই আমার রান্না হয়ে এসেছে । এখন এটি চুলা থেকে নামিয়ে পরিবেশন করার জন্য উপযুক্ত।
এভাবেই তৈরি হয়ে গেল সবজি দিয়ে রুই মাছের রেসিপি। আপনি চাইলে বাড়িতে এমন রেসিপি তৈরি করতে পারেন এবং আমাদের সাথে শেয়ার করতে পারেন।
পরিশেষে রেসিপির সাথে তোলা আমার একটি সেলফি
আমারব্লগ টি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নিবেন আল্লাহ হাফেজ।
সবজি দিয়ে রুই মাছ রান্না রেসিপি অসাধারণ হয়েছে। দেখে খুব লোভনীয় মনে হচ্ছে।এমন সুন্দর রেসিপি উপস্থাপনা করার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ
আপনার রুই মাছের রেসিপি দেখে জিভে জল চলে এসেছে। আপনি অসাধারণ ভাবে রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপির কালার একদম পারফেক্ট ছিলো। আপনি খুব সুন্দর ভাবে রেসিপি তৈরির প্রতিটি স্টেপ আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
ধন্যবাদ ভাই
পজিটিভ কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
সবজি দিয়ে রুই মাছ রান্না অসাধারণ ছিল। রান্নাটা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি ভাইয়া।আপনার উপস্থাপনা টা অসাধারণ লেগেছে আমার কাছে। আপনার জন্য সুভ কামনা রইল ভাইয়া।
ধন্যবাদ ভাই
আলু, সিম, ফুলকপি আর রুই মাছ দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করলেন। রেসিপি টা দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছেন। এরকম সুস্বাদু রেসিপি গুলো দেখলে খুব লোভ হয় আমার। তেমনি আপনার রেসিপি টা আমার কাছে জাস্ট অসাধারণ লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗
ধন্যবাদ আপু
আপনি খুব সুন্দর ভাবে রুই মাছ দিয়ে সবজি রান্না করেছেন। দেখতে খুবই লোভনীয় লাগছে। আমার কাছে এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনাকে ধন্যবাদ
সবজি দিয়ে রুই মাছের রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে রেসিপি উপস্থাপন করেছেন , দেখে আমি শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।
কমেন্ট করে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
রুই মাছ আমি খুব একটা খাই না। তবে আপনার রান্না দেখে মনে হচ্ছে খেতে ও অনেক মজা হয়েছে। আপনার পোস্টের উপস্থাপনা আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কমেন্ট আমাকে ব্লগ লেখার ক্ষেত্রে অনেক উৎসাহিত করে
আপনার সবজি দিয়ে রুই মাছ রেসিপি খুবই দুর্দান্ত হয়েছে আপনি খুব সুন্দর করে সবজি দিয়ে রুই মাছ রান্না করেছেন। আপনার রান্নার পদ্ধতি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে ছবি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু ও মজাদার হয়েছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া