কালীপুজো ১৪২৯ : পূজা পরিক্রমা পর্ব ০৫
সন্ধ্যা সাতটার দিকে আমরা আরো একটি বিশাল পুজো প্যান্ডেলে প্রবেশ করি । এই দিনে আমরা মোট ৫ টি পুজো প্যান্ডেল ঘুরি । এদিন আমাদের সঙ্গী ছিল স্বাগতা ও তার ছোট বোন । তৃতীয় পুজো প্যান্ডেলটি ভ্রমণের পর আমরা পুজো প্রাঙ্গনের মাঠে বড় একটি মেলায় ঘোরাঘুরি করেছিলাম ।
এই তিন নম্বর পুজো প্যান্ডেলটি খুবই ইউনিক ছিল । লোকসংস্কৃতির নানান প্রাত্যহিক ব্যবহার্য জিনিসপত্র আর ঘর সাজানোর উপকরণ দিয়ে সমগ্র পুজো প্যান্ডেলটি সজ্জিত করা হয় । রংবেরঙের কাপড়, কাগজ, পোড়ামাটির নানান শৈল্পিক মূর্তি, বেত ও বাঁশের তৈরী নানান পুতুল ও তৈজসপত্র, তালের পাখা, কুলা, মাটির হাঁড়ি, সরা আর অসংখ্য পুতুল এবং পাটের তৈরী হরেক রকমের রং বেরঙের দড়ি ও কাপড় দিয়ে সমগ্র পুজো প্যান্ডেলটি সাজানো হয়েছিল ।
সব শেষে বলবো কালী প্রতিমাটি ছিল অসাধারণ । অসম্ভব সুন্দর করেছিল প্রতিমাটি । শিল্পীর সমগ্র শৈল্পিক প্রতিভা উজাড় করে যেন তৈরী এই মূর্তিটি । জাস্ট অপূর্ব ।
পুজো প্যান্ডেল পরিক্রমা শেষে আমরা পুজো প্রাঙ্গনের মাঠে আয়োজিত বিশাল মেলায় ঘোরাঘুরি করেছিলাম । টিনটিনবাবু মেরি গো রাউন্ডে চড়লো । আমরা ঘুগনি, পাঁপড়ি চাট, আইস ক্রিম এবং কোল্ড ড্রিঙ্কস খেলুম । মিষ্টি পানও কেনা হলো । বেশিক্ষন ঘোরাঘুরি করা বা বেশি খাওয়ার কোনো উপায় ছিল না । কারণ, আমরা বুফে ডিনার বুক করে রেখেছিলাম রাত আটটা তিরিশে ।
পুজো প্যান্ডেলে ঢোকার প্রধান তোরণ । অত্যন্ত সুসজ্জিত ।
তারিখ : ২৬ অক্টোবর ২০২২
সময় : সন্ধ্যা ০৭ টা ১০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
পুজো প্যান্ডেলে ঢোকার প্রধান ফটকের সামনে তনুজার বেশ কয়েকটি ফটো তুললাম ।
তারিখ : ২৬ অক্টোবর ২০২২
সময় : সন্ধ্যা ০৭ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
পুজো প্যান্ডেলে ঢোকার পরে চমক আছে । এতো সুন্দর করে সাজানো ভেতরটা জাস্ট অবাক হয়ে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে ।
তারিখ : ২৬ অক্টোবর ২০২২
সময় : সন্ধ্যা ০৭ টা ২০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
প্যান্ডেলের ভেতরে প্রায় ১০ মিনিট ধরে ঘুরে ঘুরে এর অসাধারণ সাজ সজ্জাটা উপভোগ করছিলাম । এক কথায় অপূর্ব ছিল প্যান্ডেলের ভেতরটা ।
তারিখ : ২৬ অক্টোবর ২০২২
সময় : সন্ধ্যা ০৭ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
শ্যামা মূর্তি । অপূর্ব মূর্তি । শিল্পীর প্রতিভা আছে মানতেই হবে ।
তারিখ : ২৬ অক্টোবর ২০২২
সময় : সন্ধ্যা ০৭ টা ৩৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
পুজো প্রাঙ্গনে অনুষ্ঠিত মেলার একাংশ ।
তারিখ : ২৬ অক্টোবর ২০২২
সময় : সন্ধ্যা ০৭ টা ৪০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)
তারিখ : ১৫ ডিসেম্বর ২০২২
টাস্ক ১৪৩ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 25125554448b54aa2bdf9b777e5c47b32cb835cc96501d42e60415ea29cc2cca
টাস্ক ১৪৩ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
শ্রদ্ধেয় দাদা, আশা করি ভালো আছেন? কালীপুজোর পঞ্চম পর্ব, দেখে ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো দেখে বুঝা যাচ্ছে যে পুজো প্যান্ডেলে ঢোকার পরে চমক আছে। পুজোতে সবাইকে নিয়ে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। পুজোতে খুব সুন্দর আলো সজ্জা করেছে। প্রতিমা গুলো দেখে খুব ভালো লাগলো। পূজোর এত সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দাদা।
Your post has been rewarded by the Seven Team.
Support partner witnesses
We are the hope!
লোকসংস্কৃতির ঐতিহ্য এবং ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দিয়ে পূজা প্যান্ডেল এত সুন্দর ভাবে সাজানো হয়েছে দেখেই চোখ জুড়িয়ে গেল। অসাধারণ সব কারুকার্য এবং নিপুণতা দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিমা দেখতে অনেক সুন্দর হয়েছে। আর গেটের ডেকোরেশনও খুব সুন্দর হয়েছে। ভেতরের মাটির জিনিসগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। সব মিলিয়ে অসাধারণ হয়েছে। আর আমাদের সকলের প্রিয় মুখ তনুজা বৌদিকে কালো ড্রেসে খুবই সুন্দর লাগছে😍। যেহেতু আপনাদের সকলের সাথে স্বাগতা দিদি এবং উনার ছোট বোন ছিল তাই সময়টা আরো ভালো কেটেছে বোঝাই যাচ্ছে। ধন্যবাদ আপনাকে দাদা পুজোর সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মাটির তৈজসপত্র দিয়ে যে এভাবে কোন পুজো মন্ডপ সাজানো যায় এটা দেখেই অবাক হয়ে গেলাম। কি নিপুণ কারুকাজের সাথে পুরো প্যান্ডেল এবং প্রতিমা সাজানো হয়েছে তা জাষ্ট অকল্পনীয়। বৌদি এবং টিনটিন সোনাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে।
ধন্যবাদ দাদা চমৎকার শৈল্পিক নিদর্শনগুলো আমাদের দেখার সুযোগ করে দেয়ার জন্য।
দাদা ভাল আছেন আশাকরি।পূজা পরিক্রমা ৫ম পর্ব প্যান্ডেলে ঢোকার পর থেকেই তো চমক দেখছি।এত সুন্দর করে সাজানো সত্যি ই অসাধারণ লাগছে। আপনি ফটোগ্রাফিতে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। পূজা মন্ডপটি কাগজ,বাঁশ,বেত, মাটির নানান জিনিস দিয়ে সাজানো। সত্যি চোখ জুড়িয়ে গেল।শ্যামা মূর্তিটি ও অসাধারণ দেখতে লাগছে।দিদিকে অনেক সুন্দর লাগছে। মন্ডপের একাংশে আবার মেলা বসেছে।টিনটিন বাবুর মনে হয় ভালোই লেগেছে।আপনারা সামান্য কিছু খেয়েছেন। কারন রাত সাড়ে আটটায় বুফে ডিনার করবেন, বুক করে রেখেছিলেন।খুব সুন্দর সময় কাটিয়েছেন সবাইকে নিয়ে, জেনে ভালো লাগলো।অনেক ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন আপনাকে।
Hola, muy buenas, espero se encuentre bien!!
De verdad hermoso país, algún día me gustaría visitar esos bellos lugares, muy bien detallado el blog.
Saludos desde Venezuela.
De parte de: @abdielvarela
পূজা প্যান্ডেলের ঢোকার তোরণটি খুব ভালো লেগেছে আমার কাছে। তাছাড়া ভেতরের সাজানো জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছে। মেলায় বেশি কিছু খাওয়া দাওয়া না করে ভালো করেছেন তাহলে আর বুফে খেতে পারতেন না। টিনটিন বাবু মেরি গো রাউন্ডে উঠে খুব মজা পেয়েছে মনে হচ্ছে। ছবিগুলো বেশ সুন্দর ছিল। ধন্যবাদ দাদা।
দাদা আপনাদের ওখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে পূজার প্যান্ডেল সাজানো হয় তবে বাংলাদেশে এরকমটা খুবই কম দেখা যায়। আপনাদের পুজো প্যান্ডেল গুলো দেখে অবাক হয়ে যাই আমি অনেক চমৎকার ভাবে সাজিয়েছে লোকসংস্কৃতি এবং মাটির জিনিসপত্র দিয়ে। আপনারা অনেক ইনজয় করেছেন ধন্যবাদ দাদা।
yap mahn you good nice idea