আমার বাংলা কবিতা "একটি বুলেটের দাম"
কবিতা : "একটি বুলেটের দাম"
💘
♡ ♥💕❤
একটি বুলেটের দাম কত ?
বিশ তিরিশ নাকি চল্লিশ রুপি !
টাকার মূল্যে কি যায় বোঝা ?
শত সহস্র মানুষের চোখের জলে কেনা একটি বুলেট ।
বিষাদমাখা মায়ের চোখের বাঁধভাঙা অশ্রুর দামে
কেনা একটি বুলেট ।
ক্ষুধার্থ নিরন্ন শত শিশুদের ক্রন্দন শুনি,
বুলেটের কেমন মূল্য তাই আজ আমি বুঝি ।
উদ্বাস্তু গৃহহীন মানুষের বেদনার্ত চিৎকার,
বুলেটের গর্জনে নিমেষে ঢাকা পড়ে সব হাহাকার ।
বুলেট এতটাই দামি, যে তার আজ মূল্য চোকাতে গিয়ে,
তোমার আমার ঘরে আজ ক্রন্দন ধ্বনি ওঠে ।
রক্তের দামে, ক্ষুধার দামে আর কান্নার দামে কেনা
একটি বুলেটের কেমন মূল্য তা যায় আজ বোঝা ।
এই স্বপ্ন ইমারত, ঘাম আর রক্তে গড়া তোমার আমার,
একটি বুলেটের আঘাতে ভেঙে হয় শত চুরমার ।
একটি প্রাণের দামে কেনা এই একটি বুলেট,
মানবতাকেই বিক্রি করে আজ কিনেছি বুলেট ।
♡ ♥💕❤
দাদা আপনার কবিতাটি পড়ে আমি অন্যরকম হয়ে গিয়েছিলাম।একদম ইমোশনাল হয়ে গিয়েছিলাম।একটি বুলেটের দাম কত ?
বিশ তিরিশ নাকি চল্লিশ রুপি !অসাধারণ লিখেছেন দাদা।।
অনন্য,, অসাধারণ,, অনবদ্য♥♥♥
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Tanti saluti :-)
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Please consider to approve our witness 👇
Come and visit Italy Community
দাদা আপনার কবিতাটি পড়ে একেবারে ইমোশনাল হয়ে গেলাম। আসলেই কি বুলেটের দাম হিসাব করা সম্ভব?বুলেট ছুঁড়তে যত সহজ এর আঘাত সহ্য করা কি ততটা সহজ? একটি বুলেটে কত মানুষের স্বপ্ন নিমিষেই নিঃশেষ হয়ে যায়, তার হিসাব কি কোন কিছুতে দেয়া যায়?😭😭
যাই হোক খুব সুন্দর হয়েছে দাদা আপনার আজকের কবিতাটি।
বুলেটের দাম আমাদের-কেই চোকাতে হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই সময়োপযোগী কথাগুলো। প্রতিটা অক্ষর বাস্তবের সাথে মিলে যায়। বুলেটের আওয়াজ আজ সাধারন মানুষের চিৎকার ঢেকে দিয়েছে।
ক্ষুধার্থ নিরন্ন শত শিশুদের ক্রন্দন শুনি,
বুলেটের কেমন মূল্য তাই আজ আমি বুঝি ।
......প্রিয়ো কবির কবিতায় মুগ্ধতা রেখে যাই
স্বপ্নগুলো আজ ধোয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে
আশার আলোগুলো নিভে যাচ্ছে ধীরে ধীরে
উপরের মানুষগুলো সবটাই চাইছে দখলে নিতে
আমাদের সবটাই শেষ হচ্ছে বুলেটের তরে।
খুব দারুণ লিখেছেন দাদা, একদম সময় উপযোগি চমৎকার একটা কবিতা পড়লাম আজ। ধন্যবাদ
আপনিও তো দারুন লিখেছেন হাফিজ ভাই । দারুন এক কবি সত্তা খুঁজে পাই আপনার মাঝে । সত্যি অনবদ্য লাইনগুলি আপনার ।
আপনার মন্তব্য মানেই দ্বিগুন অনুপ্রেরণা, কবি হওয়ার পথ আলোকিত করা।
অসাধারণ লিখেছেন দাদা,সময় উপযোগী পোস্ট ।সত্যিই টাকার মূল্য দিয়ে বুলেটের মূল্য নির্ধারণ করা যাবে না যেখানে একটি বুলেটের মূল্য একটি সতেজ প্রাণ,শত মানুষের চোখের জল আর শত মায়ের বুক ফাটা কান্না।যে বুলেট শেষ করে দিতে পারে জীবন্ত প্রাণ ,করে দিতে পারে রক্তে রঙিন।বুলেট শব্দটি ছোট কিন্তু তার মূল্য রুপি দিয়ে নয়,জীবন তছনছ করে চুকাতে হচ্ছে।বড়োই দুঃখের।ধন্যবাদ দাদা।
looks like classic 9mm rounds - I enjoyed it shooting my 9mm.
Have a great day :-)