কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে কিছু নাম না জানা আর্টিস্টের আর্টের ফোটোগ্রাফি -০২
গতকাল আমি শেয়ার করেছিলাম কলকাতার "আন্তর্জাতিক বই মেলা" থেকে নাম না জানা অখ্যাত কিছু আর্টিস্টের করা বিভিন্ন আর্টের নয়নভোলানো ফোটোগ্রাফি । আজকে আবারো হাজির হয়েছি আরো কিছু এ ধরণের আর্ট ফোটোগ্রাফি নিয়ে । আশা করছি আজকেও ভালো লাগবে আপনাদের ।
জল রং, তেল রং, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, অ্যাবস্ট্রাক্ট আর্ট কি নেই সেই আর্টের মিলনমেলায় ! দামেও ভারী শস্তা । মাত্র ১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত এক একেকটি চিত্রকর্মের দাম । এতো সুন্দর চিত্রকর্মের এতো অবিশ্বাস্য কম দাম শুধু মাত্র আমাদের দেশেতেই সম্ভব । এই দেশে শিল্প, সাহিত্য অনুরাগীদের কদর সব চাইতে কম । এ দেশে শিল্পীরা না খেয়ে মরে, এ দেশে মানিক বন্দোপাধ্যায়ের মতো শক্তিমান লেখক কে কপর্দকহীন অবস্থায় মৃত্যুকালে এই উক্তিটি করে যেতে হয় যে "বাংলার সাহিত্যিকদের নিজেদের পেটের দু'মুঠো ডাল ভাতের সংস্থান না করে যেন কলম না ধরতে যান কেউ" ।
এ দেশে কবিতার বই কেজি দরে ফুটপাতে বিক্রি হয়ে থাকে খাবারের ঠোঙা হবে বলে ।
লজ্জায় আমাদের মরে যেতে ইচ্ছে করে ।
তেপান্তরের মাঠে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে ছোট্ট একটি দীঘির পারে ।
তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
কলকাতার বুকে তিন রাস্তার মোড়ে ।
তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
জঙ্গলের মধ্যে প্রাচীন সাম্রাজ্যের ধংসাবশেষ ।
তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
প্রাচীন একটি দুর্গের শীর্ষদেশ
তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
শাপলা পাতার সমারোহ
তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
প্রাচীন এক মন্দিরে সিদ্ধিদাতার মূর্তি
তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা
তরলিত চন্দ্রিকা, চঞ্চল বর্ণা
তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
বিশ্বকবির আবক্ষ চিত্র
তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
প্রিয়ার চকিত গোপন চাহনি
তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
বজরংবলীর মুখায়বের অসাধারণ একটি চিত্র
তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
জলাপাহাড়ের পথের বাঁকে
তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
রাখালরাজা নন্দের নন্দন
তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
তথাগত বুদ্ধের বরাভয়
তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
মাতৃমুখ
তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
সত্যি দাদা এটা আসলে আমাদের সকলের জন্য অনেক লজ্জার বিষয়। যেখানে জুতা বিক্রি হয় কাচের শোরুমে এবং বই বিক্রি হয়ে ফুটপাতে সেখানে উন্নতি কিভাবে হবে? জাতির কাছে একটি প্রশ্ন.
দাদা প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। বিশেষ করে যেরকম কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। আমার এখনেই সেখানে যেতে ইচ্ছা করছে। সেখানে তবে আপনার মাধ্যমে সেই সব গুলো আমি দেখতে পারলাম। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে এই গ্রামে দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লেগেছে।
দাদা আপনার আর্ট ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে। আমার কাছে তো বেশ ভাল লেগেছে ।দেখে মনেই হচ্ছে না যে এগুলো আর্ট করা ।মনে হচ্ছে যেন সত্যিই ফটোগ্রাফি তোলা। সবথেকে বেশি ভালো লেগেছে আমার তেপান্তরের মাঠে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে ছোট্ট একটি দিঘির পারে এই ফটোগ্রাফি টি। তারপর আরো ভালো লেগেছে জলাপাহাড়ের পথের বাঁকে ফটোগ্রাফি টি। সত্যিই অসাধারণ সব ফটোগ্রাফির কালেকশন নিয়ে এসেছেন ।ধন্যবাদ আপনাকে।
মানিক বন্দ্যোপাধ্যায়ের, কথাগুলো খুবই যুক্তিযুক্ত ছিল ।আসলেই বর্তমান প্রেক্ষাপটে শিল্পীদের অবস্থা খুবই করুন । ধন্যবাদ সুন্দর ছবিগুলো উপস্থাপন করার জন্য ।আসলে কোনটা ছেড়ে কোনটাকে ভালো বলব এটা বলা খুবই মুশকিল । তবে সব ছবিগুলোই অনেক সুন্দর ।আমি শুধু এটাই কামনা করি , প্রতিটি শিল্পী বেঁচে থাকুক অন্য দশটা সাধারণ মানুষের মতো করে । শুভেচ্ছা রইল ভাই ।
খুব সুন্দর ছিলো প্রতিটি চিত্র শিল্প ৷ আমার কাছে প্রতিটা চিত্র শিল্প দারুণ লেগেছে ৷ ছবিগুলো মানুষের হাতের তৈরি মনেই হচ্ছে নাহ, অসাধারণ প্রতিভা থাকলে সব সম্ভব ৷ ধন্যবাদ দাদা আপনাকে , সুন্দর কিছু প্রতিভাবান মানুষের সুন্দর কিছু আর্ট , দারুণ ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷
আমিও একজন শিল্পী এবং মাঝে মাঝে কম দামে শিল্প বিক্রি করতে কষ্ট হয়
অসাধারণ একটি আর্ট । আমি আপনাকে আমাদের কমিউনিটিতে আমন্ত্রণ জানাচ্ছি আপনার আর্ট শেয়ার করার জন্য । ধন্যবাদ :)
হ্যালো, আমন্ত্রণের জন্য আপনাকে ধন্যবাদ, আপনার আমন্ত্রণ একটি সম্মান, কিন্তু যেহেতু আমি বাঙালি নই, আমি আপনার সম্প্রদায়ে প্রকাশ করতে পারি না, সম্ভবত আপনি আমার কাজ সম্পর্কে কথা বলতে পারেন।
একদম যথার্থ বলেছেন দাদা, শুধুমাত্র এই অঞ্চল সমূহে দক্ষতার কোন মূল্যায়ন হয় না, না হলে এতো চমৎকার চিত্রকর্মের মূল্যায়ন হয় এটা সবচেয়ে বড় দূর্ভাগ্য আমাদের। প্রথম এবং শেষের দৃশ্যগুলো সত্যি দেখার মতো ছিলো।
দাদা তেপান্তরের মাঠে আর জল পাহাড়ের পথের বাঁকে এদুটি ছবি আমার ভীষণ ভালো লেগেছে। আমি কলকাতা থাকলে অবশ্যই এ দুটি ছবিই কিনে রাখতাম। এত অল্প দামে এমন ছবি পাওয়া মনে হয় শুধুমাত্র এই বাংলার বুকেই সম্ভব। শিল্পের কদর করার মত মানুষ এদেশে খুব একটা ছিল না ভবিষ্যতেও থাকবে বলে মনে হয় না। যে দেশের মানুষের দিন কাটে ভাতের চিন্তায় তারা শিল্পের কদর করবে কিভাবে। যাইহোক এই শিল্পীরা বেঁচে থাকুক চিরকাল তাদের কর্মের মাধ্যমে এই প্রত্যাশা রইল।
দাদা সবগুলো আর্ট ফটোগ্রাফী ভীষণ সুন্দর ছিল। সবগুলো একদমই নিখুঁত সুন্দর আর শিল্পীর নিপুণ হাতের কাজ। তবে প্রতিটি ছবির নিজস্ব ভাষা এবং গল্প রয়েছে।
সত্যিই দারুন ছিল ছবিগুলো।
দোয়া সবসময়ই রয়েছে দাদা ♥️
পৃথিবীর সব দেশেই শিল্পের কদর থাকা দরকার, তাদের শিল্প দেখালে ভালো হয়।
শিল্প নাকি শিল্পীর কদর করব জানি না।
তবুও ভালবাসা বিলাতে মন চায়।
বিলিয়ে দিলাম, শর্ত ছাড়াই।