"আমার বাংলা ব্লগের" অ্যাডমিন প্যানেলের পুনর্গঠন [Reformation of Amar Bangla Blog Admin Panel]

in আমার বাংলা ব্লগ3 years ago

logo.png


দেখতে দেখতে আমাদের সবার প্রিয় "আমার বাংলা ব্লগ"-এর বয়স প্রায় পাঁচ মাস অতিক্রম করে ফেললো । এই পাঁচ মাসে কমিউনিটি যথেষ্ঠ গ্রোও করেছে , প্রচুর নতুন ব্লগার আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং এখনো প্রতিদিন নতুন নতুন ব্লগার যুক্ত হচ্ছেন । শুরুতে ছিলাম কেবল ৮-১০ জন । এখন ১২০০ পার করে ফেলেছি । আমাদের কমিউনিটির এই উত্তরোত্তর বৃদ্ধিতে আমাদের কমিউনিটির পরিচালনা পর্ষদের উপর যথেষ্ঠ প্রেশার পড়ছে । সাথে আছে আবার discord চ্যানেল পরিচালনা। সেখানেও প্রচুর কাজ , কারণ ওখানেও দিন দিন পপুলারিটি বাড়ছে । এই সব দিক বিবেচনা করে আমি "আমার বাংলা ব্লগ"-এর ফাউন্ডার নতুন পরিচালনা পর্ষদ গঠন করার তাগিদ অনুভব করছি । কমিউনিটি প্লাস discord - দুটোই সুচারুভাবে পরিচালনা করতে নতুন অ্যাডমিন প্যানেল গঠন করা ছাড়া আর কোনো উপায় দেখি না । তাই আমাদের কমিউনিটি সঠিকভাবে পরিচালনা করার জন্য আমি ফাউন্ডার নতুন পরিচালনা পর্ষদ গঠন করে তার ঘোষণা করলাম ।

বর্তমানে, চারিদিকে নারীশক্তির জয়জয়াকার । আমাদের কমিউনিটিতেও কোয়ালিটি সম্পন্ন প্রচুর নারী ব্লগার আছেন । নিত্য নতুন প্রচুর নারী ব্লগার ঢুকছেন ।সেই সব নারী ব্লগারদের সঠিকভাবে গাইড করার জন্য এবারে শিক্ষানবিশী মডারেটর হিসাবে আমাদের কমিউনিটি থেকে তিন জন নারী ব্লগারকে নির্বাচন করা হলো । ওনারা আসলে মডারেটরদের হেল্পিং হ্যান্ড হিসাবে ভূমিকা পালন করবেন । তাই শুধুমাত্র নারী ব্লগারদেরকে মডারেট করা নয় নারী পুরুষ নির্বিশেষে মডারেট করতে পারবেন, তবে নারী ব্লগারদের-কে মডারেট করার ক্ষেত্রে ওনারা প্রায়োরিটি বেশি পাবেন ।

আমাদের নতুন অ্যাডমিন প্যানেল


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksExecutive AdminAll administrative works
@rex-sumonAdmin Quality ControllerControl the quality of entire community
@hafizullahAdmin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@moh.arifAdmin Bangladesh RegionAll administrative works in Financial field of steemit in Bangladesh region
@shuvo35Admin Bangladesh RegionAll administrative works in Social Networking
@winklesAdmin India RegionAll administrative works in India region
@rupokCommunity ModeratorAll moderation works within community & discord
@alsarzilsiamCommunity ModeratorAll moderation works within community & discord
@kingporosCommunity ModeratorAll moderation works within community & discord
@amarbanglablogMain CuratorCuration of all posts in the community
@curatorsSecondary CuratorExternal curator of the community
@royalmacroSecondary CuratorExternal curator of the community
@photomanSecondary CuratorExternal curator of the community
@shy-foxExtreme CuratorExternal curator of the community
@endplagiarism04Steemit WatcherAbuse Checker of the Community
@abb-schoolSteemit SchoolLearning Point of Steemit
@nusuranurCommunity Apprentice ModeratorAll moderation works within community & discord, Helping hand of Community Moderators
@brishtiCommunity Apprentice ModeratorAll moderation works within community & discord, Helping hand of Community Moderators
@tangeraCommunity Apprentice ModeratorAll moderation works within community & discord, Helping hand of Community Moderators

উপরের লিস্টে সবার পদ ও ভূমিকা উল্লেখ করা হলো । সবার কাছ থেকে সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করছি । নতুন এডমিনদের/মডারেটরদের/এপ্রেন্টিস মডারেটরদের সর্বোচ্চ ক্ষমতা প্রদান করা হলো । আশা করছি আপনারা আপনাদের কাজের প্রতি সৎ থেকে আমাদের কমিউনিটি কে আরো এগিয়ে নিয়ে যাবেন ।

সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই :)

Sort:  
 3 years ago 

@nusurarur @brishti @tangera নতুন মডোরটর হিসাবে আপনাদের কে অভিনন্দন। অনেক সুন্দর ভাবে কাজ করুন আপনাদের সবার জন্য দোয়া রইলো। এভাবেই আমাদের প্রান প্রিয় কমিউনিটি এগিয়ে যাচ্ছে। কমিউনিটির জন্য শুভকামনা রইলো

 3 years ago 

দুয়া করবেন ভাইয়া। অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

Community Apprentice Moderator দের অভিনন্দন জানাচ্ছি, আশা করছি তাদের দক্ষতা দিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটির কাজকে আরো গতিশীল করার চেষ্টা করবেন।

 3 years ago 

আমাদের ৩ জন নতুন মডারেটর দের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আশা করছি সকলে মিলে যথাযথ ভাবে অন্যান্য মেম্বার দের সাহায্য সহযোগিতা করবেন। @nusuranur,@brishti,@tangera আবারো অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য।

উদ্যোগ ভাল, নতুন এডমিনেদর সাথে পুরাতনদেরও জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন।

নতুন মডারেটর দেরকে অভিনন্দন জানাচ্ছি। নতুন নতুন মডারেটর নিল দেখে খুব ভালো লাগলো।

 3 years ago 

ওয়াও নারী মডারেটর। খুবই ভালো লাগছে শুনতে।
Community Apprentice Moderator তিনজনকেই অভিনন্দন। আশা করছি আপনাদের মাধ্যমে আমার বাংলা ব্লগের অগ্রযাত্রা আরো বৃদ্ধি পাবে। আবার শুভকামনা রইলো আপনাদের তিনজনের জন্য।

 3 years ago 

অভিনন্দন♥♥

 3 years ago 

আমি যে কি করে ধন্যবাদ দিবো দাদা আমি নিজেও জানিনা।
আমি সত্যি একেবারে আবেগে আপ্লুত হয়ে গেলাম।আমি কোনোদিন ও ভাবতেও পারিনি আমাকে এর জন্য যোগ্য ভাবা হবে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে সব কিছু শিখার এবং করার চেষ্টা করবো।
আমার কাছে সব কিছু জাস্ট স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি যে কি বলবো তার ভাষাও খুঁজে পাচ্ছিনা। অনেক ধন্যবাদ সকলেই ধন্যবাদ।

 3 years ago 

নতুন মডারেটর দের জন্যে রইল শুভেচ্ছা ও স্বাগতম। আশা রাখি সততা নিষ্ঠার সাথে এগিয়ে নিয়ে যাবেন আমার বাংলা ব্লগকে।আমরাও যেন আপনাদের সাথে লম্বা পথ পাড়ি দিতে পারি

 3 years ago 

আমি মনে করি ঠিক যা করা প্রয়োজন দাদা সঠিক সময়ে তাই করে থাকেন। নতুনদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল🥰🥰🥰🥰🥰🥰 সবাইকে পাশে নিয়ে এগিয়ে যাবো এটাই চাওয়া।