অ্যাডমিন মডারেটরদের ক্লাস নেওয়া ও একটি ছোট্ট giveaway

in আমার বাংলা ব্লগ2 years ago


মাত্র অল্প কিছুদিন আগে ১৮ই আগস্ট রাতে আমাদের অ্যাডমিন প্যানেলের একটা মিটিং ছিল । তো, মিটিং শেষ হওয়ার পর পরই ভাবলাম একটু মজা করি আজ । যা ভাবা সেই কাজ । ঘোষণা দিলাম যে আজ রাতে আমি অ্যাডমিন/মডেরেটরদের একটা স্পেশ্যাল ক্লাস নেবো এবিবি স্কুলের লেভেল ০১ এ ।

দেখলাম মিটিং শেষ হতেই অনেকেই চলে আসলেন মজার সেই ক্লাসে । কয়েকজন অ্যাডমিন/মডারেটর অবশ্য অনুপস্থিত ছিলেন তাঁদের ব্যক্তিগত কিছু কাজের জন্য । তবে বেশিরভাগই জয়েন ছিলেন । তো চললো ক্লাস পুরো দুই ঘন্টা ধরে । আসলে ক্লাস শুধু নামে, হচ্ছিলো আড্ডা ।

স্টিমিট থেকে শুরু করে ক্রিপ্টো কারেন্সি সর্ব ক্ষেত্রে আড্ডা আর আলোচনা চললো । এভাবেই কখন যে দুই ঘন্টা পার করে ফেললাম আমরা টেরই পেলাম না । জীবনে, শুধু কাজ নয় আড্ডারাও একটা অপরিসীম গুরুত্ব আছে । বোরিং লাইফে প্রাণ আনে আড্ডা, হাসি আর মজা ।

সেদিন ক্লাসে যে সকল অ্যাডমিন/মডারেটর উপস্থিত ছিলেন তাঁদের প্রত্যেককে ২৫ স্টিম করে গিফট দেওয়ার কথা ঘোষণা করেছিলাম । আজ সেই giveaway টা কমপ্লিট করলাম ।


@hafizullah
@rex-sumon
@moh.arif
@shuvo35
@rupok
@alsarzilsiam
@kingporos
@ayrinbd
@tangera

উপরের প্রত্যেক অ্যাডমিন/মডারেটরের একাউন্টে ২৫ স্টিম করে পাঠিয়ে দেওয়া হয়েছে ।

Untitled.png


পরিশিষ্ট


প্রতিদিন ২২৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ২য় দিন (225 TRX daily for 7 consecutive days :: DAY 02)


trx logo.png



সময়সীমা : ২১ অগাস্ট ২০২২ থেকে ২৭ আগস্ট ২০২২ পর্যন্ত


তারিখ : ২২ আগস্ট ২০২২


টাস্ক ৩৭ : ২২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

২২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : bfd9c33076f9dbbbc3409f4e4d28047e562438361217fbc8f4ed6f737d08c18a

টাস্ক ৩৭ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Sort:  

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

বাহন দাদা এই রকম একটা কথা শুনে বেশ ভালো লাগলো। আসলে এডমিন মডারেটররা আমাদের আমার বাংলা ব্লগের প্রাণ। তারা সারাদিন শুধু কাজ করেই থাকে। এরকম একটা আড্ডার তাদের বেশ প্রয়োজন ছিল। আমি মনে করি এইরকম একটা সময় কিছুদিন পরে পরে করা উচিত। এরকম একটা উদ্যোগ দেখে বেশ ভালো লাগলো। আপনার জন্য অনেক শুভকামনা রইল দাদা।

 2 years ago 

ভালোই লাগে এরকম ছোট ছোট মজা, চমৎকার কিছু মুহূর্ত, ভাল কিছু স্মৃতি। দিনশেষে এগুলোই আমাদের ভালো থাকার ঔষধ।

 2 years ago 

ঠিক বলেছেন দাদা কাজের পাশাপাশি আড্ডাটাও খুব বেশি জরুরি। তা ছাড়া সেদিন অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যা আমাদের জন্য অনেক কাজে দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।।

 2 years ago 

কাজের পাশাপাশি যদি মাঝে মাঝে আড্ডা হয় তাহলে কাজের প্রতি মনোযোগ আরো বেড়ে যায় এবং নিজের একঘেয়েমিতা দূর হয়। দাদা আপনি সম্মানিত এডমিন ও মডারেটরদের নিয়ে ক্লাস করেছেন এবং তাদেরকে উপহার দিয়েছেন দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

দাদা আপনার এই সুন্দর সিদ্ধান্ত টা পড়ে অনেক ভাল লেগেছে।একদিকে ক্লাস ও নেওয়া হলো আবার আড্ডা ও হলো।আবার একগেয়েমিটা ও চলে গেল।সব মিলিয়ে অসাধারণ দাদা।আপনার প্রত্যেকটি কাজের,সিদ্ধান্তের তুলনা হয়না।ধন্যবাদ দাদা বিষয়টি আমাদের সাথে শেয়ার করার জন্য।জানতে পেরে একটা ভাল লাগা কাজ করতেছে।🥰🥰🥰🥰

 2 years ago 

ভালোবাসা চিরন্তন দাদা, যদিও আমি শুরুর সময়টা উপভোগ করতে পারি নাই তবে শেষের অংশটুকু দারুণভাবে উপভোগ করেছি। আর জিলাপির খরচা পেয়েতো সেই রকম খুশি লাগছে।

 2 years ago 

আপনি সত্যি মিস করেছেন ভাই। সেদিন ব্যাপক মজা করেছি পুরোটা সময়।

 2 years ago 

তাহলে আমাদের কে একটু জিলাপীর ভাগ দেন,একা খেলে পেটে অসুখ করবে 🤪🤪

 2 years ago 

কি বলেন, কখন হজম হয়েগেছে, আমার জিলাপির হজম শক্তি একটু বেশী কিনা

 2 years ago 

দেখিয়েন পরে টের পাবেন একা একা খেলেন তো😉😉

 2 years ago (edited)

অবশ্যই অবশ্যই এগিয়ে যাবে "আমার বাংলা ব্লগ " পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কারণ আপনি প্রতিষ্ঠানের প্রধান হয়ে, এই প্রতিষ্ঠানের এডমিন, মডারেটর এবং ইউজারদের যেভাবে উৎসাহ, উদ্দীপনা, সহযোগিতা, সহায়তা সহ প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রেখে চলেছেন তা অগ্রগতির লক্ষণ বলে আমি মনে করি। এ প্রতিষ্ঠানে যারা জড়িত তারা সকলেই আপনাকে পরিবারের গার্জিয়ান মনে করেন। আর যাহারা এই প্রতিষ্ঠানে কাজ করেন, আমরা সকলেই সকলেই আত্মিকভাবে এখানে কাজ করি। শুভকামনা রইল দাদা আপনি সহ সংশ্লিষ্ট সকলের জন্য।

 2 years ago 

ভাই আমি মনেকরি এমন ক্লাস মাঝেমাঝেই নেওয়া দরকার। তাহলে ভিতর থেকেই বেশ হালকা হওয়া যায় । বেশ ভালই ছিল সেই ক্লাসের অনুভূতি । গল্পের মাধ্যমেই কত কিছু জানা হয়েছিল ।

গিফটের বিষয়ে কিছু বলতে চাই না । কারণ গিফট ছিল জিলাপীর মতো । তবে ক্লাসটা বেশ মজার ছিল ।

 2 years ago 

চমৎকার দাদা। এগুলোই যেনো ভালোবাসার বহিপ্রকাশ। আপনার এই উদ্যোগ গুলো মারাত্নক ভালো লাগে আমার কাছে।