RE: রাত ১১ টা। ভাইয়া ২ টাকা দিবেন🥺 || [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]
আসলে ভাইয়া আপনি কঠিন পরিশ্রম করেন এবং সেটা অনেক আগে থেকেই তা জানি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা অনেক সময় অনেক পরিস্থিতিতে পড়ি, কখন কাকে আল্লাহ কোথায় নিয়ে দাঁড় করায় সেটা একমাত্র আল্লাহই ভাল জানেন। তবে দানশীল ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি এবং আল্লাহর কাছে সম্মানিত একজন বান্দা। আমরা চাইলে আমাদের রাস্তায় এভাবে পথশিশুর থাকবেনা। আর মানুষের কাছে ঘুরে বেরিয়ে হাত পাততে হতো না। যাইহোক আমি এগুলো নিয়ে তেমন কিছু বলবো না, তবে আপনি এবং কি মেয়েটির হাসি দেখে খুবই ভাল লাগল। এবং আপনার সারাদিনের কষ্ট আপনি ভুলে গিয়েছেন শেষ পর্যন্ত মেয়েটিকে 50 টাকা দিয়েছেন, টাকাটা বড় কথা নয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার অন্তর যে তার জন্য কেঁদেছে। এবং তাকে একটু সহযোগিতা করতে পেরে আপনি অনেক আনন্দ অনুভব করছেন। আর আমাদের সাথে ব্লগ টি শেয়ার করার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম ভাই টু।
- ভাই একদম ঠিক বলেছেন আপনি। টাকা আসলে বড় কথা না। হয়তোবা আমি ওরে ৫০০ টাকা দিলেও ওর সমস্যা টা সমাধান হয়ে যেতো না। কিন্তু সবার মন যদি ভালো হইতো তাহলে হয়তোবা ওর সমস্যা টা সমাধান হয়ে যেতো। দোয়া করি ওই বাচ্চাটার জন্য।