You are viewing a single comment's thread from:
RE: আমার লাইফের প্রথম ইফতার উপভোগ করলাম
দাদা আপনার জীবনে প্রথম ইফতার উপভোগ একথা শুনে যতটা ভালো লাগছে এবং কি সে সম্পর্কে আপনি বিস্তারিত এত সুন্দর করে লিখেছেন যা অনেকে হয়তো জানেই না। আপনি ঠিকই বলেছেন এই মাসটা হচ্ছে যাই সংযমের মাস। উপরওয়ালার সন্তুষ্টির জন্য রোজা রাখা ফরজ। আর প্রতিদিন রোজা গড়ে প্রায় 14 থেকে 15 ঘণ্টা। পরে এই 14 15 ঘণ্টা না খেয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সারাক্ষণ ইবাদত করা প্রতিটি মুসলিমের জন্য ফরজ। দাদা আপনি এতো সুন্দর করে লিখেছেন সত্যি দাদা ভাষায় প্রকাশ করতে পারছিনা কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো। আপনার প্রতি ভালোবাসা অবিরাম দাদা। আর সেই সাথে তনুজা বৌদির হাতের ইফতার গুলো দেখে আমারও খেতে ইচ্ছে করছে। দেখেই বুঝা যাচ্ছে খুবই সুস্বাদু করে তৈরি করেছেন। প্রতিটি ইফতারির কালার এবং কি ইফতারি দেখে খুব লোভ লেগে গেছে। বৌদির জন্য রইল অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক অভিনন্দন।
Thank You for sharing...