অচেনা ক্ষুদ্র গাছের পাতার ফটোগ্রাফি।
নমস্কার সবাইকে,
| তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
|---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে কিছু পাতার ফটোগ্রাফি শেয়ার করব। আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করে থাকি। মাঝে মাঝে ফুলের ফটোগ্রাফি শেয়ার করি, মাঝে মাঝে গাছের ফটোগ্রাফি শেয়ার করি, তাছাড়া প্রাকৃতিক দৃশ্যের অনেক ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করি। আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব ক্ষুদ্র এক ধরনের গাছের পাতার কিছু ফটোগ্রাফি।
আসলে আজ যে ক্ষুদ্র গাছের পাতার ফটোগ্রাফি শেয়ার করব তার নাম আমার জানা নেই । সত্যি বলতে, অনেক গাছই আমাদের সামনে পড়ে, যেগুলো দেখে ভালো লাগে কিন্তু তার নাম জানা সাধারণত সম্ভব হয় না। এই গাছগুলো নরমাল ভাবেই এখানে সেখানে হয়ে পড়ে। আজ দুপুরের কিছুটা পরে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটি জায়গায় একটু রোদ পোহানোর জন্য গেছিলাম। যেহেতু আজ ঠান্ডা পড়েছিল তাই দুপুরের স্নানের পরে যখন বেশি ঠান্ডা লাগছিল তখন আমি গেছিলাম ওই জায়গায়। ওই জায়গায় গিয়ে এই ক্ষুদ্র গাছগুলো দেখতে পাই আমি একটু ঘোরাঘুরি করার পরই। এই ক্ষুদ্র গাছের পাতার আকার গুলো আমার কাছে বেশ দারুন লাগে। যাই হোক, এই পাতাগুলো দেখে সেখান থেকে কিছু ফটোগ্রাফি আমি করে নিয়েছিলাম। এই ফটোগ্রাফি করা একটু কঠিন ছিল কারণ পাতা গুলো যথেষ্ট ছোট ছিল তাই ক্যামেরাটা কাছে নিয়ে গিয়ে ফটোগ্রাফি করতে হচ্ছিল। যাইহোক, আজ দুপুরে করা ফটোগ্রাফি গুলো এই ব্লগে শেয়ার করলাম।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| ফটোগ্রাফার | @ronggin |
| লোকেশন | বারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |










এইগুলো তো অনেকটা শুষনি শাকের মতো দেখতে। মনে তো হচ্ছে শুষনি শাকই। আমাদের গ্রামের দিকে প্রচুর পরিমাণে হয়। এই শাকগুলোর বাজি বানিয়ে খেলে খুব ঘুম পায় এবং প্রচুর ফাইবার ও ভিটামিনযুক্ত শাক হল শুষনি শাক। বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন। ভালো লাগলো দেখে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অচেনা ক্ষুদ্র গাছের পাতার দারুন ভাবে কিছু ফটোগ্রাফি আমাদের মধ্যে শেয়ার করেছেন। অনেকদিন পর আপনার ধারণ করা ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। ক্ষুদ্র গাছের পাতা গুলোর ফটোগ্রাফি অনেক সুন্দর করে ধারণ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।
ক্ষুদ্র ক্ষুদ্র এই পাতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। একটি দন্ডায়মান চিকন ডালের উপর চারটি পাতা থাকে। এটা ফসলের মাঠে বেশি দেখতে পাওয়া যায়। আমাদের গ্রামের ভাষায় এই গাছটার নাম বলা হয় সুরসুরি। জানিনা অন্য কোথাও কি নামে পরিচিত তবে আমাদের এখানে বেশিরভাগ এই নামেই জানে। ছোট ছোট পাতাগুলো অনেক সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করেছেন। অনেক অনেক ভালো লাগলো এত সুন্দর ফটোগ্রাফি করতে দেখে।
ক্ষুদ্র যে পাতার ফটোগ্রাফিটা আপনি তুলে ধরেছেন সেটা সাধারণত নদীকেন্দ্রিক জায়গাগুলোতে বেশি দেখা যায়। যখন নদীর পানি নিচে নেমে যায় তখন সেই সাথে জায়গা গুলোতে এ ধরনের ছোট ছোট পাতার উদ্ভিদ লক্ষ্য করা যায়। ফটোগ্রাফিতে সৌন্দর্যটা দারুন ভাবে তুলে ধরেছেন দাদা আপনার জন্য অনেক শুভকামনা রইল।
ক্ষুদ্র কিছু পাতার ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এ ধরনের পাতার ফটোগ্রাফি করাটা অনেক কঠিন ব্যাপার। যেহেতু পাতা গুলো অনেক ছোট হয়ে থাকে তাই এগুলোর ফটোগ্রাফি সহজে ধারণ করা যায় না।
এর পর হতে Super Walk and PUSS task এর স্ক্রিনশট না থাকলে পোষ্ট কিউরেশন বন্ধ থাকবে এবং কোন কমেন্টও করা হবে না।
দুই দিন আগে করেছিলাম , আজও আবার করে দিলাম দাদা।
কমিউনিটির রুলস অনুযায়ী আপনার প্রতিটি পোষ্ট করার সাথে সাথে পোষ্টের কমেন্টে সে দিনের PUSS and Super Walk এর টাস্ক কমপ্লিট করার স্ক্রিনশট শেয়ার করতে হবে। যদি এগুলোর স্ক্রিনশট না দেয়া হয় তাহলে কিউরেশন বন্ধ করে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে আমাদের। কমিউনিটির এই রুসল প্রতিটি ইউজার যথাযথভাবে পালন করছেন, তাদের পোষ্ট চেক করলেই বুঝতে পারবেন বিষয়টি। এরপরও আপনি বিষয়টি বুঝতে না পারলে টিকেট কেটে জেনে নিতে অনুরোধ করছি। ধন্যবাদ
ঠিক আছে, দাদা।
এই নাম না জানা গাছটির নাম আমারও ঠিক মনে পড়ছে না তবে যেখানে সেখানে এই গাছটি দেখতে পাওয়া যায়।বেশ চমৎকার গাছটি।ফটোগ্রাফিতে অসাধারণ সুন্দর লাগছে গাছটি দেখতে।রোদ পোহাতে গিয়ে এই সুন্দর নাম না জানা গাছটির ফটোগ্রাফি করেছেন জেনে ভালো লাগছে।ধন্যবাদ আপনাকে সুন্দর গাছটির ভিডিওগ্রাফি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।