বন্ধুরা,আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। আমি প্রত্যেক সপ্তাহেই মূলত বিভিন্ন ধরনের ফটোগ্রাফি মূলক পোস্ট তোমাদের সাথে শেয়ার করি। আজকের ব্লগে তোমাদের সাথে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। আজকে আমি তোমাদের সাথে যে ফুলের ফটোগ্রাফিটি শেয়ার করবো এটির নাম হলো ক্যালেন্ডুলা ফুল। ক্যালেন্ডুলা ফুল মূলত বিভিন্ন কালারের হয়ে থাকে। তবে আমার কাছে হলুদ ও কমলা এই দুটি কালার একটু বেশি ভালো লাগে। এই ফুলগুলো উর্বর ও রোদ পায় এরকম জায়গায় বেশি উৎপন্ন হয়ে থাকে। ক্যালেন্ডুলা ফুল আমাদের ভারতবর্ষে অতি পবিত্র একটি ফুল। প্রাচীন কাল থেকে বিভিন্ন দেবদেবীর মূর্তি সাজাতে এই ফুলের ব্যবহার করা হয়। এই ক্যালেন্ডুলা ফুল হলো একটি শীতকালীন ফুল। এই ফুলের অনেক ঔষধি গুনাগুন রয়েছে। ক্যালেন্ডুলা ফুল গুলো দেখতে অনেকটা সূর্যমুখী ফুলের মত হয়। তবে সূর্যমুখী ফুল আকারে অনেকটা বড় হয় আর এই ফুলগুলো আকারে অনেকটা ক্ষুদ্র হয়। যাইহোক,আমি আজকে ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি গুলো করেছি আমার এক বন্ধুর বাড়ির উঠোন থেকে। তাদের বাড়ির সামনে উঠোনে একটি জায়গায় অনেক ক্যালেন্ডুলা ফুলের গাছ একসাথে ছিল। গাছে যদিও ফুলের সংখ্যা খুব বেশি ছিল না। তাও যে কয়েকটি ফুল ছিল সবুজের মাঝখানে ছোট ছোট এই হলুদ ফুলগুলো দেখতে চোখ পুরো জুড়িয়ে যাচ্ছিলো। তবে গাছগুলো দেখে মনে হচ্ছিলো কিছুদিন আগেও এই গাছে অনেক ক্যালেন্ডুলা ফুল ধরেছিল। কারণ গাছগুলোর ডালে অনেকগুলো পাপড়ি ঝরানো ফুলও ধরে ছিল। মানে ফুলগুলো ফুটেছিল যার পাপড়ি এখন ঝরে পড়েছে। তারপরও যে কয়েকটি ফুল ফুটেছিল সেগুলো দেখতেও অসম্ভব ভালো লাগছিল। তাই তো আমি সাথে সাথে সেই ফটোগ্রাফি গুলো তখন করে নিয়েছিলাম। যা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার আজকের শেয়ার করা এই ফুলের ফটোগ্রাফি গুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও।







🎨পোস্ট বিবরণ🎨
| শ্রেণী | ফটোগ্রাফি |
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| ফটোগ্রাফার | @ronggin |
| লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


Upvoted! Thank you for supporting witness @jswit.
ডেইলি টাস্ক:
https://x.com/ronggin0/status/1905015388531986687?t=0yqFCVZjNmTTscHXe5Ta6g&s=19
https://x.com/ronggin0/status/1905016846400770151?t=zgWgs6Qhj5fMWAscRcfJpg&s=19
https://x.com/ronggin0/status/1905017776676409695?t=yZmvPT5kWadsMxRwvvei9A&s=19
https://x.com/ronggin0/status/1905018363019178493?t=PXteq7xcwSY7uvWWNaBmYw&s=19
https://x.com/ronggin0/status/1905019330049540282?t=1Ui3hHd888WK7yxkH24Zlg&s=19
https://x.com/ronggin0/status/1905020077327716727?t=XIaNJICIataX3c9CYfoElQ&s=19
https://x.com/ronggin0/status/1905021205385740504?t=F_CxatRjMAug7vcFmlCiIg&s=19
ক্যালেন্ডুলা ফুলের খুব সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করেছেন দাদা। ফুলগুলো ছোট হলেও চমৎকার লাগে দেখতে। বেশ চমৎকার ছিল আপনার আজকের ফটোগ্রাফি গুলো। এই ফুলগুলো আমারও খুব পছন্দ। ধন্যবাদ আপনাকে মনোমুগ্ধকর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
এই ফুল আমি অনেকবার দেখেছি৷ এই ফুলের ফটোগ্রাফি আমি শেয়ার করেছি৷ আজকে যেভাবে এই সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন সেগুলো একটু ভিন্ন ধরনের৷ এখানে এই ফুলের যে রং এবং গঠন প্রকৃতি গুলো রয়েছে সেগুলো একেবারে ভিন্ন ধরনের। এর মধ্যে যে পাপড়িগুলো রয়েছে তার মধ্যে একেবারে ভিন্ন ভিন্ন রং এর অবস্থান দেখা যায়৷ এখানে যেভাবে আপনি এত সুন্দর কিছু ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ণনা শেয়ার করছেন তা পড়ে খুব ভালোই লাগছে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷
বাহ বেশ সুন্দর। ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার করেছেন ভাই। খুবই সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।