এলোমেলো তোলা কিছু ফটোগ্রাফি || ১২ আগস্ট ২০২৩

in আমার বাংলা ব্লগ9 months ago

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো । আমিও অনেক ভালো আছি। আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে প্রথমে স্বাগতম জানাই।

আজকের ব্লগে তোমাদের সাথে এলোমেলো কিছু ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক ভালবাসি। আমাদের এই কমিউনিটিতে যোগদানের পর থেকেই নিয়মিত বিভিন্ন ধরনের ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করে থাকি। কোথাও ঘুরতে গেলে সেখানে গিয়ে প্রচুর ফটোগ্রাফি করা হয়। সেগুলো একবারে তো শেয়ার করা যায় না তাই ধাপে ধাপে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি।

ফটোগ্রাফি -০১

20230801_061727.jpg
অবস্থান: মৌসুনি আইল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল।

ফটোগ্রাফিটিতে দেখা যাচ্ছে 'চিচিঙ্গা' নামক একটি সবজি। এই সবজি ভাজা করে এবং তরকারি রান্না করে খেতে বেশ ভালই লাগে। কিছুদিন আগে 'মৌসুনি আইল্যান্ড' নামক একটি জায়গায় বন্ধুদের সাথে নিয়ে ঘুরতে গেছিলাম। সেইখানে গিয়ে, সেইখানে অবস্থিত একটি গ্রামের মধ্যে হাঁটার সময় রাস্তার পাশে স্থানীয় লোকদের লাগানো ছোট একটি সবজির ক্ষেত আমাদের নজরে আসে। তার মধ্যে এই চিচিঙ্গা সবজির চাষ করেছিল। সকাল সকাল গাছে ঝুলে থাকা তাজা একটি চিচিঙ্গা সবজি দেখে বেশ ভালো লেগেছিল। সেই সময় এই ফটোগ্রাফি টি আমি করে রেখেছিলাম।

ফটোগ্রাফি -০২

20230801_061739.jpg

20230801_061555.jpg
অবস্থান: মৌসুনি আইল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল।

এটি হলো চিচিঙ্গা সবজির ফুল। উপরে যে চিচিঙ্গা সবজিটি শেয়ার করলাম সেখান থেকেই এই ফটোগ্রাফিটি তুলেছিলাম । সাদা রঙের এই ফুল দেখতে বেশ ভালই লাগছিল। সত্যি কথা বলতে চিচিঙ্গা সবজির ফুল আগে কোনদিনও আমি দেখিনি, সেই দিনই প্রথম দেখেছিলাম । অনেকেই চিচিঙ্গা সবজি চিনে থাকলেও এর ফুল কেমন দেখতে হয় তা হয়তো জানে না। আমি চিচিঙ্গা সবজিটির ফটো তোলার সময় পাশে এই ফুল দেখতে পেয়েছিলাম তখন এই ফুলের ফটোগ্রাফি করে রেখেছিলাম।

ফটোগ্রাফি -০৩

20230731_101329.jpg
অবস্থান: মৌসুনি আইল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল।

সবুজ পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে করলা নামক একটি সবজি। এই সবজিটি খেতে কিন্তু অনেক তিতো হয়। তিতো হওয়ার কারণে এই সবজি দিয়ে কোন তরকারি রান্না করলে আমি তা একদমই খেতে পারি না। তবে করলা ভাজা দিয়ে মোটামুটি অল্প ভাত খেতে পারি। এটি তিতো হওয়ার কারণে যদিও এটা আমাদের শরীরের জন্য উপকারী কিন্তু টেস্টের বিচারে এটা আমি খেতে পারি না। এই ফটোগ্রাফিটি আমি মৌসুনি আইল্যান্ড গিয়ে তুলেছিলাম একটি গ্রামের মধ্য থেকে।

ফটোগ্রাফি -০৪

20230731_080056.jpg
অবস্থান: নামখানা স্টেশন, ওয়েস্ট বেঙ্গল।

ফটোগ্রাফিটিতে যে গাছটি দেখা যাচ্ছে তার নাম আমি সঠিকভাবে জানি না। এই গাছ টি দেখতে সুন্দর লেগেছিল তাই ফটোগ্রাফিটি করে রেখেছিলাম। আমি বন্ধুদের সাথে যেদিন মৌসুনি আইল্যান্ড গেছিলাম, সেখানে যাওয়ার জন্য প্রথমে শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে উঠে নামতে হয়েছিল নামখানা স্টেশনে । নামখানা স্টেশন থেকে বের হওয়ার পরে স্টেশনের বাইরে অংশটাতে বিভিন্ন ধরনের গাছ লাগানো ছিল। সেই গুলো দেখতে বেশ ভালো লাগছিল। সেখান থেকেই আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম।

ফটোগ্রাফি -০৫

20230801_105159.jpg
অবস্থান: মৌসুনি আইল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল।

এই ফটোগ্রাফিতে দেখা যাচ্ছে গাছ ভর্তি পাকা তাল। গ্রামে এই ধরনের দৃশ্য দেখা যায়, বেশ ভালো লাগে যা দেখতে।শহরে বসবাসকারী লোকজন এরকম সুন্দর দৃশ্য দেখার সুযোগ পায় না। মৌসুনি আইল্যান্ড ঘুরে বাড়ি ফেরার দিন আমরা অনেকটা পথ একটা গ্রামের মধ্যে দিয়ে হেঁটেছিলাম। গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে এরকম অনেক তালগাছ দেখেছিলাম আমরা। এইসব গাছের নিচে অনেক তালও পড়েছিল । সেই দিন তাল ভর্তি এই গাছ দেখে এত ভালো লেগেছিল তখন আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম।



ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin

বন্ধুরা, আজকের শেয়ার করা এলোমেলো ফটোগ্রাফি গুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 9 months ago 

আপনার করা ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ ভালো ফটোগ্রাফি করেন দেখছি। আমারও ভালো লাগে ফটোগ্রাফি করতে। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 9 months ago 

আমার ফটোগ্রাফিগুলোর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 9 months ago 

আপনি খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে চিচিঙ্গা সবজিটি আমার কাছে খুব ভালো লেগেছে। এ সবজিটি খেতেও আমার বেশ ভালো লাগে। চিচিঙ্গার ফুল সাদা হলেও দেখতে বেশ আকর্ষণীয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে চিচিঙ্গা সবজিটি ও চিচিঙ্গার সাদা ফুল আপনার কাছে খুব ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই।

 9 months ago 

খুবিই চমৎকার কিছু প্রাকৃতিক ফটোগ্রাফি শেয়ার করলেন। আপনার নামখানা স্টেশনে ফটোগ্রাফির মধ্যে যে গাছটা দেখতে পাচ্ছি সে গাছটিার নামটা জানি না। তবে গাছটা আমার কাছে নতুন লাগছে। ধন্যবাদ।

 9 months ago 

নামখানা স্টেশনের সামনে দিয়ে তোলা গাছটা আমার কাছেও নতুন ছিল ভাই। এই জন্য নামটা জানা ছিল না।

 9 months ago 

আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছেন। আপনার তোলা আজকের এই রেনডম ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে। যেখানে বিভিন্ন সবজি এবং তার ফুলের ফটোগ্রাফি বিদ্যমান। পাশাপাশি আরো অনেক কিছুর ফটোগ্রাফি দেখে খুশি হলাম।

 9 months ago 

এত সুন্দর ভাবে গুছিয়ে আপনার মন্তব্য টি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 9 months ago 

চিচিঙ্গা সবজির ফুল দেখতে সত্যিই অনেক সুন্দর। সাদা রংয়ের যেকোন ফুল আমার অনেক ভালো লাগে। আর ফটোগ্রাফি অনেক সুন্দর করে করেছেন। দারুন সব ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 9 months ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে, আপনার সুন্দর মন্তব্য টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 9 months ago 

এলোমেলো কিছু ফটোগ্রাফি করেছেন।দেখতে খুবই চমৎকার লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 9 months ago 

আমার শেয়ার করা এলোমেলো ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই।

 9 months ago 

লতা পাতা, ফুল এবং ফলের চমৎকার কিছু ফটোগ্রাফি আছে আমাদের মাঝে শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফি ছিল দেখার মতো। ফটোগ্রাফি গুলো এত সুন্দর ভাবে আমাদের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 9 months ago 

এত সুন্দর করে গুছিয়ে আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 9 months ago 

এলোমেলো তোলা ফটোগ্রাফি হলেও আপনার প্রতিটা ফটোগ্রাফি কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আপনি ফটোগ্রাফি সম্পর্কে অনেক সুন্দর ভাবে মন্তব্য করেছেন এতে আরো বেশি ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 9 months ago 

ধন্যবাদ ভাই আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য।

 9 months ago 

দাদা আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি কিন্তু অসাধারণ হয়েছে। আর প্রতিটি ফটোগ্রাফির সাথে উপস্থাপন বেশ দুর্দান্ত করেছেন। কোথাও ঘুরতে গিয়ে ফটোগ্রাফি করতে আসলেই অনেক ভালো লাগে। সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 9 months ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে অসাধারণ লেগেছে, সেই সাথে এর উপস্থাপনাও দুর্দান্ত লেগেছে জেনে ভালো লাগলো ভাই।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 61191.20
ETH 2972.28
USDT 1.00
SBD 3.48