এক ঝাঁক মশাদের নিয়ে ধারণ করা একটি ভিডিওগ্রাফি
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি ভিডিওগ্রাফি মুলক পোস্ট আমি শেয়ার করব। আসলে অনেকদিন পরই তোমাদের সাথে কোন ভিডিওগ্রাফি মুলক পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আগে প্রত্যেক সপ্তাহে তোমাদের সাথে একটি করে ভিডিওগ্রাফি মূলক পোস্ট শেয়ার করতাম । তবে এখন সেটা আর করা হয় না। অনেকদিন পর আজ ইচ্ছা হল তাই তোমাদের সাথে একটি ভিডিও কাউকে পোস্ট করতে যাচ্ছি। আসলে আজ বিকালের সময় একটু ঘুরতে বেরিয়েছিলাম, সেখানে গিয়ে এক ঝাঁক মশা দেখে তার একটি ভিডিওগ্রাফি ধারণ করেছিলাম। ভিডিওগ্রাফি ধারণ করার আগেই ভেবে নিয়েছিলাম এই রিলেটেড একটি পোস্ট সবার সাথে শেয়ার করব।
যাই হোক, আমি যখন গ্রামে থাকতাম বিকালের কিছুটা সময় পরেই দেখতাম মশাদের ঝাঁক মাথার উপর উড়ে বেড়াচ্ছে। যদিও সেই ছোটবেলায় বুঝতাম না যে এগুলো মশা ছিল। তবে বড় হওয়ার পর এগুলো বুঝতে পেরেছি এগুলো মশা। তবে মশাগুলো কেন মাথার উপর এসে ঘুরঘুর করে তার কারণ আজ পর্যন্ত আমি খুঁজে পাইনি। হাজার হাজার মশা একসাথে মাথার উপর উড়ে বেড়ায়। যাইহোক, আজ একটি জায়গায় ঘুরতে গিয়ে যখন এই ব্যাপারটি দেখতে পাই আমার সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায় কারণ ছোটবেলায় গ্রামে থাকতেই এই ব্যাপার গুলো বেশি দেখা হতো। আর আমি এই মশাদের নিয়ে মজা করে বেড়াতাম। এক স্থান থেকে অন্য স্থানে গেলেও মশাগুলো মাথার উপর থেকে যেত না, তারও এক স্থান থেকে অন্য স্থানে চলে যেত আমার সাথে সাথে। এইসব নিয়ে মজাও করতাম অনেক। যাইহোক, আজ এই ব্যাপারটা দেখে তাই ভিডিওগ্রাফি করতে ইচ্ছা করলো আর যা করে তোমাদের সাথে শেয়ার করলাম নিচে।
ভিডিওগ্রাফিটি দেখতে নিচে ক্লিক করুন...
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | ভিডিওগ্রাফি |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ভিডিওগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.