ডাই || রাতের একটি দৃশ্য ওয়ালমেটে তুলে ধরার চেষ্টা

in আমার বাংলা ব্লগ7 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভালো আছো । আমিও ভালো আছি।

আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করবো। প্রত্যেক সপ্তাহে আমি চেষ্টা করি, বিভিন্ন ধরনের ডাই তোমাদের মাঝে শেয়ার করার জন্য। যদিও প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডাই করা একটু কঠিন কাজ। তবে এই কাজটা করে বেশ আনন্দ পাই আমি। আজকের এই ডাই পোস্টটিতে তোমাদের আমি একটি ওয়ালমেট তৈরি করে দেখাবো। এখানে সুন্দর এক রাতের দৃশ্য তোমরা দেখতে পাবে। সেখানে বিভিন্ন কালারের শামুক, কালো আকাশ, চাঁদ , তারা ইত্যাদি বিষয়গুলো তোমরা দেখতে পারবে । এই ধরনের ওয়ালমেট গুলো ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা ব্যবহার করতে পারি। আমি এতো দিনে অনেক ওয়ালমেট তৈরি করেছি আর সবগুলোই আমি আমার রুমের দেয়ালে টাঙিয়ে রেখেছি। এগুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে। যাইহোক ,আজকের ওয়ালমেটটি আমি কেমন করে তৈরি করেছি, তার প্রত্যেকটি ধাপ আমি নিচে শেয়ার করলাম। আশা করি, এটি দেখার মাধ্যমে তোমারা এর তৈরি পদ্ধতি সম্পর্কে জানতে পারবে।

InShot_20240521_033100757.jpg

প্রয়োজনীয় উপকরণ:

●কার্ডবোর্ড
●বিভিন্ন কালারের পেপার
●বিভিন্ন কালারের ক্লে
●এক্রোলিক কালার
●কালো স্কেচ পেন
●পেন্সিল
●কম্পাস
●কাঁচি
●তুলি
●আঠা

20240518_165338.jpg

প্রথম ধাপ

প্রথমে কার্ডবোর্ডের উপরে পেন্সিল ও কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম।

20240518_141313.jpg20240518_141354.jpg
20240518_141403.jpg20240518_142020.jpg

দ্বিতীয় ধাপ

এবারে গোল করে কেটে নেওয়া কার্ডবোর্ডের উপরে আঠা লাগিয়ে তার উপরে টিস্যু লাগিয়ে নিলাম এবং কাঁচির সাহায্যে বৃত্তের বাইরে অতিরিক্ত টিস্যু গুলো কেটে নিলাম।

20240518_142152.jpg20240518_142303.jpg20240518_142502.jpg
20240518_142510.jpg20240518_142708.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে, কালো এক্রোলিক কালার দিয়ে পুরো কার্ডবোর্ডটি কালার করে নিলাম।

20240518_144213.jpg20240518_144745.jpg

চতুর্থ ধাপ

এবার একটি সবুজ কালার পেপার কাঁচির সাহায্যে ডিজাইন করে কেটে তা আঠার সাহায্যে কার্ডবোর্ডের উপরে লাগিয়ে নিলাম।

20240518_150427.jpg20240518_150440.jpg
20240518_150617.jpg20240518_151002.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে, সাদা ও বেগুনি কালারের ক্লে দিয়ে শামুক তৈরি করে নিয়ে, কালো স্কেচ পেন দিয়ে শামুকের চোখ ও মুখ তৈরি করে নিলাম। অনুরূপভাবে দুটি ভিন্ন কালারের ক্লে দিয়ে আরও দুটি শামুক তৈরি করে নিলাম।

20240518_151656.jpg20240518_151815.jpg
20240518_151901.jpg20240518_151930.jpg
20240518_152043.jpg20240518_152125.jpg20240518_152330.jpg

20240518_152445.jpg

20240518_153626.jpg20240518_153729.jpg

20240518_154242.jpg

ষষ্ঠ ধাপ

এখন আঠার সাহায্যে শামুক তিনটি পর পর কার্ডবোর্ডের উপরে লাগিয়ে নিলাম।

20240518_154322.jpg20240518_154407.jpg

20240518_154850.jpg

সপ্তম ধাপ

এবার হলুদ কালারের পেপার নিয়ে পেন্সিলের সাহায্যে চাঁদ ও তারার কিছু চিত্র অঙ্কন করে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম এবং আঠার সাহায্যে তা কার্ডবোর্ডের উপরে লাগিয়ে নিলাম।

20240518_155404.jpg20240518_160245.jpg
20240518_160301.jpg20240518_162932.jpg
20240518_163239.jpg20240518_163451.jpg20240518_163806.jpg

অষ্টম ধাপ

এই ধাপে, সাদা এক্রোলিক কালার তুলির সাহায্যে কার্ডবোর্ডের উপরে ফোঁটা ফোঁটা করে দিয়ে নিলাম। এভাবে আমি আমার ওয়ালমেট তৈরির কাজটি সম্পন্ন করলাম।

20240518_164304.jpg20240518_164531.jpg

20240518_170213.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসSamsung Galaxy M31s
ডাই মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই ওয়ালমেটটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 7 months ago 

খুব সুন্দর একটি ওয়ালমেট করেছেন আপনি ভাইয়া রঙিন পেপার ও কালার পেন্সিল দিয়ে রাতের একটি অংশ তৈরি করা টা আমার কাছে অসাধারণ লেগেছে বিশেষ করে রাতে আকাশ কালো হয়ে থাকে এবং সেখানে কিছু তারা তৈরি করেছেন যা দেখতে আমার কাছে অসাধারণ লাগছে এমন সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

আমার এই ওয়ালমেটটি যে আপনার কাছে অসাধারণ লেগেছে, এটা জেনে অনেক খুশি হলাম আমি। যাইহোক, আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 7 months ago 

রাতের দৃশ্য ওয়ালমেট খুবই সুন্দরভাবে আপনি এই দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন। ওয়ালমেট দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। রাতের আকাশের দৃশ্য যেন অসাধারণ ভাবে আপনি এই ডাই পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন। দেখে মুগ্ধ হলাম।

 7 months ago 

আমার শেয়ার করা এই ওয়ালমেটটি দেখে আপনি যে মুগ্ধ হয়ে গেছেন, সেটা জেনে খুব খুশি হলাম ভাই। আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

ওয়ালমেটটি অসাধারণ হয়েছে দেখতে। আপনি ওয়ালমেট তৈরি করে ঘরে সাজিয়ে রাখেন জেনে অনেক ভালো লাগলো দাদা। এই ধরনের কাজগুলো করতে অনেক সময় লাগে। আর আপনার দক্ষতা খুবই প্রশংসনীয়।

 7 months ago 

ওয়ালমেট তৈরি করার ক্ষেত্রে আমার দক্ষতার প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 7 months ago 

রাতের বেলার ওয়ালমেট খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আকাশের দৃশ্য তারা ও চাঁদে আপনি এত সুন্দর ভাবে এই ওয়ালমেট এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। দেখতে অসাধারণ ছিল। সত্যিই আপনার ডাই পোস্ট দেখতে পেয়ে অনেক ভালো লাগলো, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 7 months ago 

আমার শেয়ার করা এই ডাই পোস্টটি যে আপনার কাছে অসাধারণ ও ভালো লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম ভাই।

 7 months ago 

রাতের একটি দৃশ্য আপনার ওয়ালমেটের মধ্যে বিভিন্ন সংম্রিশনের মাধ্যমে অপূর্বভাবে ফুটিয়ে তুলেছেন।আপনার ওয়ালমেটটি দেখেতো আমি মুগ্ধ হয়ে গেছি। আসলে এই কাজগুলো করতে অনেকটা সময়ের প্রয়োজন হয়।তবে সম্পূর্ন হয়ে গেলে দেখতে অনেক সুন্দর লাগে। আজ আপনার রাতের দৃশ্যের ওয়ালমেট খুব দক্ষতার সাথে আমাদের মাঝে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

আমার এই ওয়ালমেট দেখে আপনি যে মুগ্ধ হয়ে গেছেন, এটা আমার জন্য আনন্দের বিষয় আপু। হ্যাঁ আপু, এই ধরনের কাজ করতে একটু বেশি সময়ের প্রয়োজন পড়ে।

 7 months ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে রঙিন কাগজ কেটে রাতের একটি দৃশ্য ওয়ালমেটে তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ওয়ালমেট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এই ধরনের ওয়ালমেট তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। ওয়ালমেট যদি ঘরে টাঙিয়ে রাখা যায় দেখতে বেশ ভালো লাগবে ভাই। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 7 months ago 

আমার শেয়ার করা এই ওয়ালমেট যে আপনার কাছে বেশ ভালো লেগেছে, এটা জেনে খুব খুশি হলাম ভাই। আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

রঙিন পেপার ও ক্লে দিয়ে অনেক সুন্দর একটি ডাই পোস্ট তৈরি করেছেন। ওয়ালমেটটি দেখতে খুবই সুন্দর লাগছে। বরাবরই আপনার তৈরি ডাই পোস্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে রাতের দৃশ্যের ছবি ডাইএর মাধ্যমে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 7 months ago 

আমার তৈরি করা ডাই গুলো যে বরাবরই আপনার কাছে ভালো লাগে, এটা আমার জন্য সত্যিই খুশির বিষয় ভাই। সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

সু স্বাগতম ভাই।

 7 months ago 

প্রতিনিয়ত আপনার সুন্দর সুন্দর কাজ গুলো দেখে মুগ্ধ হই। আজকে একটি রাতের দৃশ্য খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ফুটিয়ে তুললেন দেখতে দারুণ লাগছে। আসলে নিজের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ সুন্দর হলে সেই জিনিস দেখতে অনেক সুন্দর লাগে। এই ধরনের ওয়ালমেট এর আগে দেখিনি আজকে দেখলাম অনেক ভালো লাগলো । আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 7 months ago 

আপনার এই সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ভালো লাগলো, আপনার এই প্রশংসা মূলক মন্তব্যটি পড়ে।

 7 months ago 

খুবই দারুণ একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাই। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনার পুরো ওয়ালমেট দেখে। রাতের ভিভ গুলো দেখতে এমনিতেই অনেক বেশি ভালো লাগে। আপনার উপস্থাপনা সব সময় অনেক দারুন হয় ভাই। এগিয়ে যান শুভকামনা রইল

 7 months ago 

আমার উপস্থাপনা যে আপনার কাছে সব সময় দারুন লাগে, এটা আমার জন্য আনন্দের বিষয় ভাই। প্রশংসামূলক এই মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

আপনার তৈরিকৃত ওয়ালমেট দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনি খুব সুন্দর ভাবে আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 7 months ago 

আমার শেয়ার করা এই ওয়ালমেটটি যে আপনার কাছে অসম্ভব সুন্দর লেগেছে, সেটা জেনে খুব খুশি হলাম ভাই।