বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম । অনেকদিন পর তোমাদের সাথে একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে নানা ব্যস্ততার কারণে নিয়মিত ব্লগ শেয়ার করা হয় না আগের মত করে। মাঝে মাঝে একটু সময় পেলে নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাই তোমাদের মাঝে। আজকের এই ব্লগে তোমাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করব। এই ফটোগ্রাফি গুলো আমি বর্তির বিল থেকে তুলেছি । আসলে বর্তির বিল আমাদের এখানকার একটি ফেমাস জায়গা, ঘোরাঘুরির জন্য খুবই ভালো একটি জায়গা । আমরা মাঝে মাঝে সময় পেলেই চলে যায় এখানে ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। এই জায়গার পরিবেশটা এত সুন্দর যে, বিভিন্ন জায়গা থেকে লোক এখানে চলে আসে ঘোরাঘুরি করার জন্য। দূরের কলকাতার লোকও এখানে চলে আসে ঘোরাঘুরি করতে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। আমি যতবার এখানে ঘুরতে যাই এর প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বারবারই মুগ্ধ করে তোলে । যাই হোক, আজকে গেছিলাম এই জায়গায় একটু ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। এখানে প্রকৃতি দেখতে দেখতে কিছু ফটোগ্রাফি করেছিলাম যা আজকের এই ব্লগে তোমরা দেখতে পাবে।





🎨পোস্ট বিবরণ🎨
| শ্রেণী | ফটোগ্রাফি |
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| ফটোগ্রাফার | @ronggin |
| লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

