আর্ট || রঙিন একটি ম্যান্ডেলা আর্ট [২৯ এপ্রিল ২০২৪]

in আমার বাংলা ব্লগ21 days ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই জানো যে, আমি আর্ট করতে অনেক বেশি ভালবাসি। তবে আমাদের এই কমিউনিটিতে যোগদানের পর থেকে আমি ম্যান্ডেলা আর্ট গুলোই বেশি করে থাকি। আমি মূলত সাদা-কালো ও রঙ্গিন, এই দুই ধরনের ম্যান্ডেলা আর্ট শেয়ার করে থাকি। তবে সাদা-কালোর থেকে রঙ্গিন ম্যান্ডেলা আর্টগুলোই বেশি শেয়ার করা হয়ে থাকে আমার। যাইহোক, আজকে তোমাদের সাথে একটি রঙিন ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো। বন্ধুরা, সত্যি কথা বলতে এই আর্টটি করতে আমার বেশ খানিকটা সময় লেগেছে কারণ বিভিন্ন কালারের সমন্বয়ে এই আর্টটি আমি করেছি। কোন কালারের পর কোন কালারটি করলে দেখতে ভালো লাগবে, সে সব ভেবে ভেবে করতে গিয়ে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল আর কি। তাছাড়া, এই ধরনের আর্ট গুলো করতে গেলে অনেকটা ধৈর্যেরও প্রয়োজন হয়। ধৈর্য না থাকলে এ ধরনের আর্ট গুলো করা যায় না। আর এই ধরনের কাজগুলো করার মাধ্যমে আমার ধৈর্য শক্তিও অনেকটাই বৃদ্ধি পেয়েছে যা আমি বুঝতে পারি। যাইহোক, আমি চেষ্টা করেছি আর্টের প্রত্যেকটি ধাপ এখানে সুন্দর করে উপস্থাপন করার জন্য। আমার শেয়ার করা এই আর্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে অবশ্যই জানিও।

InShot_20240429_053957466.jpg




প্রয়োজনীয় উপকরণ:

●সাদা আর্ট পেপার
●বিভিন্ন কালারের স্কেচ পেন
●পেন্সিল
●স্কেল
●কম্পাস
●কালো জেল পেন

InShot_20240429_060142179.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে, পেন্সিল ও কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অংকন করে নিলাম। এবার বৃত্তটির মধ্যে স্কেল ও পেন্সিলের সাহায্যে দাগ টেনে নিলাম যা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ।

InShot_20240429_054224276.jpgInShot_20240429_054414128.jpg

দ্বিতীয় ধাপ

এবার এই ধাপে, বড় বৃত্তটির ভিতরে পেন্সিল ও কম্পাসের সাহায্যে আরও ছয়টি বৃত্ত অংকন করে নিলাম। তারপর কালো জেল পেনের সাহায্যে প্রত্যেকটি বৃত্ত ও বৃত্তের ভিতরে টেনে নেওয়া দাগ দুটি হাইলাইটস করে নিলাম।

InShot_20240429_055322510.jpgInShot_20240429_054503692.jpg

তৃতীয় ধাপ

এবার সব থেকে ছোট দুটি বৃত্তটির মধ্যে চারটি ভিন্ন কালারের স্কেচ পেন ও কালো জেল পেনের সাহায্যে কিছু ডিজাইন করে নিলাম।

InShot_20240429_055407124.jpgInShot_20240429_054113156.jpg

InShot_20240429_054646417.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে, ছোট দুটি বৃত্তের থেকে বৃহত্তম যে দুটি বৃত্ত ছিল তার মধ্যে চারটি ভিন্ন কালারের স্কেচ পেনের সাহায্যে ভিন্ন ভিন্ন কালার করে, কালো জেল পেনের সাহায্যে কিছু ক্ষুদ্র ডিজাইন অঙ্কন করে নিলাম।

InShot_20240429_055024842.jpgInShot_20240429_055745002.jpg

InShot_20240429_060310910.jpg

পঞ্চম ধাপ

এবার পঞ্চম বৃহত্তম বৃত্তটির মধ্যেও একইভাবে চারটি ভিন্ন কালারের স্কেচ পেনের সাহায্যে কালার করে, কালো জেল পেনের সাহায্যে কিছু ভিন্ন ডিজাইন অংকন করে নিলাম চিত্রের মতন করে।

InShot_20240429_054921255.jpgInShot_20240429_055836297.jpg

InShot_20240429_054332681.jpg

ষষ্ঠ ধাপ

এই ধাপে, সর্বশেষ বৃত্তটিতে চারটি ভিন্ন কালারের স্কেচ পেনের সাহায্যে ভিন্ন ভিন্ন চারটি কালার করে, সিলভার কালারের স্কেচ পেনের সাহায্যে কিছু ডিজাইন করে নিলাম। এবার কালো জেল পেনের সাহায্যে সর্বশেষ বৃত্তের চারিদিকে মোটা করে হাইলাইটস করে নিলাম।

InShot_20240429_060046150.jpg

সপ্তম ধাপ

এই ধাপে চিত্রাংকনের নিচে নিজের নাম লিখে নিলাম।

InShot_20240429_060232560.jpgInShot_20240429_055508348.jpg

অষ্টম ধাপ

চিত্রাংকনের সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।

InShot_20240429_053957466.jpg


🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীআর্ট
ডিভাইসSamsung Galaxy M31s
চিত্রকর@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই রঙিন ম্যান্ডেলা আর্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 21 days ago 

আবারো আজকে আপনি আমাদের মাঝে বৃত্ত আকৃতির চমৎকার একটি মেন্ডেলা আর্ট করে দেখিয়েছেন। আপনার সুন্দর এ আর্ট দেখে মন মুগ্ধ হয়ে গেল। চমৎকার ছিল আপনার আজকের এই মেন্ডেলা টা। এমন সুন্দর সুন্দর সার্কেল জাতীয় ম্যান্ডেলা আর্ট যেন মন ছুঁয়ে যায়। ধন্যবাদ ভাই সুন্দরী মেন্ডেলা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 21 days ago 

অসাধারণ সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ম্যান্ডেলা আর্ট করার প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে বৃত্তের চারপাশে সুন্দর ডিজাইন করে চমৎকার রং করে দেওয়াটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।

 21 days ago 

আমার শেয়ার করা এই ম্যান্ডেলা আর্ট টি আপনার কাছে অসাধারণ সুন্দর লেগেছে, জেনে খুব খুশি হলাম ভাই। ধন্যবাদ, আপনার প্রশংসামূলক এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 21 days ago 

একেতো মেন্ডালা তার উপর আবার রঙিন।মেনডেলা দেখতে যেমন সুন্দর আকতে তেমনি পরিশ্রম। অনেক সুন্দর হয়েছে প্রতিটি ধাপ আপনি সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

 21 days ago 

সেটা তো অবশ্যই ভাই, এই ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে যেমন সুন্দর হয়, তেমনি করাও যথেষ্ট পরিশ্রমের কাজ।

 21 days ago 

ডিজিটাল ম্যান্ডেলা আর্ট গুলো করলে যেমনটা দেখা যায় আপনার আজকের এই রঙিন মেন্ডেলা আর্ট সেরকমই দেখাচ্ছে। অনেকটা পারফেক্ট এবং নিখুঁতভাবে করেছেন এটা। আসলেই কালার করার ক্ষেত্রে অনেকটা ভেবেচিন্তে করতে হয়। কারণ ম্যাচ না হলে পরে একদমই ভালো লাগে না দেখতে। খুবই সুন্দর হয়েছে আপনার রঙিন মেন্ডেলা আর্ট। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 21 days ago 

আমার শেয়ার করা এই ম্যান্ডেলা আর্ট টি আপনার কাছে পারফেক্ট এবং নিখুঁত লেগেছে, এটা সত্যিই আমার জন্য আনন্দের বিষয়ে আপু। ধন্যবাদ, আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 21 days ago 

আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট করে থাকেন। আপনার এধরনের আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের রঙিন ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। বিশেষ করে কালার কম্বিনেশন ও দারুন দেখাচ্ছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 21 days ago 

আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট গুলো আপনার কাছে ভীষণ ভালো লাগে, এটা সত্যিই আমার জন্য খুশির বিষয় ভাই। আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 21 days ago 

দারুন একটি রঙিন ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনি অনেক বেশি সময় এবং ধৈর্য নিয়ে আর্টটি তৈরি করেছেন জন্য দেখতে এতটা নিখুঁত এবং সুন্দর লাগছে। আপনার আর্ট মানে অসাধারণ কিছু। অনেক ভালো লেগেছে ভাইয়া আপনার তৈরি এই রঙিন ম্যান্ডেলা আর্টটি।

 21 days ago 

আমি আমার শেয়ার করা সব ম্যান্ডেলা আর্ট গুলোই নিখুঁত এবং সুন্দরভাবে করার জন্য অনেক সময় এবং ধৈর্য নিয়ে করে থাকি আপু। যাইহোক, আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 21 days ago 

ভাইয়া আপনার সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট করেন। বেশিরভাগ সময় কালারফুল ম্যান্ডেলা আর্ট করেন দেখে খুব ভালো লাগে। চারটা দাগ দিয়ে সেগুলোর ভেতর নিখুঁত ডিজাইন এঁকে ভিন্ন ভিন্ন কালার করার কারণে ডিজাইন গুলো দেখতে অনেক বেশী সুন্দর লাগতেছে। আরও বেশি আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে সম্পূর্ণটা। বুঝতে পারতেছি অনেক সময় ব্যবহার করে আপনি পুরোটা অঙ্কন করেছেন। আপনি নিখুঁত হাতের ডিজাইনের প্রশংসা তো করতেই হয়।

 21 days ago 

আমার এই কাজের এত সুন্দর প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। ভালো লাগলো আপনার প্রশংসামূলক এই মন্তব্যটি পড়ে।

 21 days ago 

অনেক বেশি সুন্দর করে আপনি একটা রঙিন ম্যান্ডেলা আর্ট অংকন করেছেন। প্রত্যেক সপ্তাহের মতো আপনার রঙিন ম্যান্ডেলা আর্ট দেখলে আমিতো জাস্ট মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে থাকি। বৃত্তের ভেতর আপনি অনেক সুন্দর করে এই রঙিন ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। চার ভাগে ভাগ করে সব গুলোর ভেতর ভিন্ন ভিন্ন কালার করলেন, বিষয়টা কিন্তু দারুন ছিল। আপনার অংকন করা এই আর্ট যে দেখবে সে অনেক বেশি মুগ্ধ হয়ে যাবে। সত্যি ভাই আপনার আর্ট একেবারে ডিজিটাল আর্টের মতো লাগতেছে।

 21 days ago 

আমার শেয়ার করা এই ম্যান্ডেলা আর্ট টি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন, জেনে খুব ভালো লাগলো ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ , আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সবার সাথে শেয়ার করার জন্য।

 21 days ago 

সাদা কালোর থেকে এখন রঙিন ম্যান্ডেলা আর্টগুলো দেখতে চমৎকার লাগে দাদা। আপনার ম্যান্ডেলা আর্ট বরাবরই সেরা। আজকের ম্যান্ডেলা র্আর্টটিও চমৎকার হয়েছে। ভিতরের ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে ভীষণ। 🌸

 21 days ago 

সাদা কালোর থেকে এখন রঙিন ম্যান্ডেলা আর্টগুলো দেখতে চমৎকার লাগে দাদা।

ভাই, এই জন্যই এখন রঙিন ম্যান্ডেলা আর্ট গুলো বেশি করে থাকি। যাইহোক, আমার আজকে শেয়ার করা এই রঙিন ম্যান্ডেলা আর্ট টি যে আপনার কাছে চমৎকার লেগেছে, সেটা জেনে খুব খুশি হলাম ভাই।

 21 days ago 

রঙিন একটি ম্যান্ডেলা আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে এটি তৈরী করেছেন ও আমাদের মাঝে উপস্থাপন করেছেন৷ অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 21 days ago 

আমার শেয়ার করা এই রঙিন ম্যান্ডেলা আর্ট টি আপনার কাছে অসম্ভব সুন্দর লেগেছে, জেনে খুব ভালো লাগলো ভাই।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66671.81
ETH 3087.26
USDT 1.00
SBD 3.68