(এসো নিজে করি) ডাই || কার্ডবোর্ড ও ক্লে দিয়ে তিনটি ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ23 days ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক আছো । আমি যদিও খুব বেশি ভালো নেই কারণ কিছু দিন ধরে আমার শরীরটা একটু খারাপ।

আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে তিনটি ওয়ালমেট তৈরি করার পদ্ধতি একসাথে শেয়ার করবো। আমি প্রতি সপ্তাহে তোমাদের সাথে বিভিন্ন ধরনের ডাই শেয়ার করার চেষ্টা করি । প্রতি সপ্তাহে বিভিন্ন ধরনের ডাই করতে আমার নিজের কাছেও অনেক ভালো লাগে। তবে বেশ কিছুদিন ধরে আমার শরীরটা একটু খারাপ তাই এইবার কাজগুলো করতে একটুখানি কষ্ট হয়েছে আমার। যাইহোক, আজকে শেয়ার করা তিনটি ওয়ালমেটের তৈরি পদ্ধতিই আমি ধাপে ধাপে তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি । ওয়ালমেট তৈরির পদ্ধতি তোমরা যদি শিখতে চাও তাহলে ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই শিখে নিতে পারবে। তাহলে আর কথা না বাড়িয়ে ওয়ালমেট তৈরি ধাপগুলো নিচে দেখে নেওয়া যাক।

20240505_160159.jpg

প্রয়োজনীয় উপকরণ:

●কার্ডবোর্ড
●আঠা
●কাঁচি
●পেন্সিল
●কম্পাস
●তুলি
●টিস্যু
●বিভিন্ন কালারের ক্লে
●বিভিন্ন কালারের এক্রোলিক কালার

20240505_161049.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে, তিনটি কার্ডবোর্ড নিয়ে পেন্সিল ও কম্পাসের সাহায্যে তিনটি একই মাপে বৃত্ত একে নিয়ে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম। এবার পুরো কার্ড বোর্ড জুড়ে আঠা লাগিয়ে তার উপরে টিস্যু লাগিয়ে নিলাম এবং কাঁচির সাহায্যে অতিরিক্ত টিস্যুগুলো কেটে নিলাম। একইভাবে বাকি দুটো কার্ড বোর্ডের উপরে টিস্যু লাগিয়ে নিলাম।

20240505_120958.jpg20240505_121716.jpg20240505_121751.jpg
20240505_122146.jpg20240505_122352.jpg20240505_123259.jpg
20240505_123613.jpg20240505_123631.jpg

দ্বিতীয় ধাপ

এবার তিনটি ভিন্ন এক্রোলিক কালারের সাহায্যে তিনটি কার্ড বোর্ডের উপরে তুলির সাহায্যে কালার করে নিলাম।

20240505_124308.jpg20240505_124519.jpg20240505_124747.jpg20240505_125314.jpg
20240505_125404.jpg20240505_125626.jpg20240505_125807.jpg
20240505_130001.jpg20240505_130258.jpg20240505_130617.jpg

20240505_130641.jpg

তৃতীয় ধাপ

বিভিন্ন কালারের ক্লে এর সাহায্যে ফুল ও পাতা তৈরি করে নিলাম চিত্রের মতন করে।

20240505_130926.jpg20240505_131206.jpg20240505_131232.jpg
20240505_131531.jpg20240505_132940.jpg20240505_133041.jpg
20240505_133216.jpg20240505_133652.jpg

চতুর্থ ধাপ

এবার আঠার সাহায্যে ফুল ও পাতাগুলো একটি কার্ডবোর্ড এর উপরে সুন্দর করে লাগিয়ে নিলাম এবং লাল এক্রোলিক কালার নিয়ে তুলির সাহায্যে কার্ড বোর্ডের চারিদিকে ফোঁটা ফোঁটা করে এঁকে নিলাম।

20240505_133929.jpg20240505_133947.jpg20240505_144828.jpg

20240505_154516.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে, বিভিন্ন কালারের ক্লে এর সাহায্যে অন্য রকমের কিছু ফুল ও পাতা তৈরি করে নিয়ে, অন্য একটি কার্ডবোর্ডের উপর লাগিয়ে নিলাম, তোমরা যা চিত্রে দেখতে পাচ্ছো। তারপর সাদা এক্রোলিক কালার নিয়ে তুলির সাহায্যে কার্ড বোর্ডের চারিদিকে ফোঁটা ফোঁটা করে এঁকে নিলাম।

20240505_140106.jpg20240505_140554.jpg20240505_140815.jpg
20240505_140941.jpg20240505_141035.jpg20240505_142132.jpg
20240505_142243.jpg20240505_142429.jpg20240505_142455.jpg
20240505_142624.jpg20240505_142923.jpg20240505_143105.jpg
20240505_143413.jpg20240505_144913.jpg

20240505_154337.jpg

ষষ্ঠ ধাপ

এই ধাপে, হলুদ ও খয়েরি কালারের ক্লে একসাথে মিক্সড করে অন্য আরেকটি কালার তৈরি করে নিলাম। এই ধাপেও বিভিন্ন কালারের ক্লে এর সাহায্যে ফুল ও পাতা তৈরি করে নিলাম। তারপর আঠার সাহায্যে ফুল ও পাতাগুলো আরেকটি কার্ডবোর্ডের উপরে লাগিয়ে নিলাম এবং লাল এক্রোলিক কালার নিয়ে তুলির সাহায্যে কার্ডবোর্ডের চারদিকে ফোঁটা ফোঁটা করে এঁকে নিলাম।

20240505_150540.jpg20240505_150549.jpg20240505_150649.jpg
20240505_150853.jpg20240505_150920.jpg20240505_151004.jpg
20240505_151411.jpg20240505_152130.jpg20240505_152210.jpg
20240505_152338.jpg20240505_152420.jpg20240505_152500.jpg
20240505_153118.jpg20240505_153218.jpg20240505_153918.jpg

20240505_154153.jpg

সপ্তম ধাপ

ওয়ালমেট গুলো তৈরি করা শেষ করে, এই ফটোগ্রাফি গুলো করে নিলাম।

20240505_154153.jpg20240505_154337.jpg20240505_154516.jpg

20240505_160159.jpg

20240505_160105.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসSamsung Galaxy M31s
ডাই মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা কার্ডবোর্ড ও ক্লে দিয়ে তৈরি করা ওয়ালমেট তিনটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 23 days ago 

কার্ডবোর্ড ও ক্লে দিয়ে খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। আপনার ওয়ালমেট টি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। খুবই আকর্ষণীয় লাগছে দেখতে। খুবই নিখুঁতভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 23 days ago 

আমার তৈরি করা এই ওয়ালমেট আপনার কাছে আকর্ষণীয় লেগেছে, জেনে খুব খুশি হলাম আপু। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 23 days ago 

কার্ডবোর্ড ও ক্লে দিয়ে খুব সুন্দর কিন্তু ওয়ালমেট তৈরি করেছেন। এ ধরনের ওয়ালমেট ঘরে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনার ওয়ালমেট আমার কাছে বেশ ভালো লেগেছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 23 days ago 

আমার তৈরি করা এই ওয়ালমেট গুলো আপনার কাছে বেশ ভালো লেগেছে, জেনে খুব খুশি হলাম ভাই। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 23 days ago 

কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে খুব সুন্দর তিনটি ওয়ালমেট তৈরি করেছেন। প্রত্যেকটা ওয়ালমেট খুবই চমৎকার হয়েছে। আসলে বিভিন্ন কালারের ক্লে দিয়ে ফুল তৈরি করে ওয়ালমেট তৈরি করাতে দেখতে বেশি আকর্ষণীয় লাগছে। এত চমৎকার ওয়ালমেট তৈরি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 23 days ago 

আমার শেয়ার করা এই ওয়ালমেট গুলো নিয়ে, আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 23 days ago 

বাহ, ভাইয়া আপনার ওয়ালমেট তিনটি অসাধারণ হয়েছে। ক্লে দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় আপনার পোস্ট না দেখলে হয়তো বা আমি জানতেই পারতাম না। আপনার শেয়ার করা প্রথম দ্বিতীয় ও তৃতীয় তিনটি ওয়ালমেট আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখেই বোঝা যাচ্ছে ওয়ালমেট গুলো তৈরি করতে আপনার অনেক সময় লেগেছিল। এরকম সুন্দর তিনটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া ‌

 23 days ago 

সেটা তো ঠিক কথা আপু, ওয়ালমেট গুলো তৈরি করতে আমার অনেক সময়ই লেগেছিল কারণ তিনটি ওয়ালমেট একসাথে তৈরি করেছিলাম।

 23 days ago 

আসলে আপনি যতগুলো ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করেছেন তার মধ্যে আজকের ওয়ালমেটি আমার কাছে অসাধারণ লেগেছে। আসলে আজকের পোষ্টের মাধ্যমে আপনি এত সুন্দর একটা জিনিস আমাদের মাঝে শেয়ার করেছেন যে আপনার এই ওয়ালমেট গুলো আমি বারবার দেখছিলাম। আসলে সত্যিই বলছি আজকের পোস্টটি একদম সেরা পোস্ট। ধন্যবাদ আপনাকে আজকে এত সুন্দর অসাধারণ একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 23 days ago 

আমার আজকের এই ডাই পোস্ট টি আপনার কাছে একদম সেরা পোস্ট লেগেছে, জেনে খুব ভালো লাগলো। আপনার এই প্রশংসা মূলক মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 23 days ago 

প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি ভাইয়া। তারপরে যদি আপনার ওয়ালমেটের কথায় আসি তাহলে মুখ দিয়ে একটা কথাই বের হবে অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া একদম অসাধারণ। আর একসাথে তিনটি ওয়ালমেট হওয়ার কারণে আরো অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। প্রতিটি ধাপ একদম নিখুঁতভাবে আপনি উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

 23 days ago 

চেষ্টা করেছি ভাই, ওয়ালমেট তৈরির ধাপগুলো নিখুঁতভাবে উপস্থাপন করার জন্য। আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 23 days ago 

একসঙ্গে তিনটি ওয়ালমেট দেখে ভালো লাগলো।চমৎকার হয়েছে দাদা,কার্ডবোর্ড ও ক্লে এর ব্যবহারে ফুলগুলো।যদিও আমি কখনো ক্লে এর ব্যবহার করিনি।তাছাড়া দূর থেকে দেখলে মনে হচ্ছে নকশী কাঁথায় ডিজাইন করা হয়েছে রঙিন সুতার আদলে।ভালো লাগলো ওয়ালমেটগুলি দেখে,তোমার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা রইলো দাদা।

 23 days ago 

আমার শেয়ার করা এই ওয়ালমেট গুলো দেখে তোমার ভালো লেগেছে, জেনে খুব খুশি হলাম বোন। আমার দ্রুত সুস্থতা কামনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে।

 23 days ago 

ভাইয়া আপনি কার্ডবোর্ড ও ক্লে দিয়ে খুব সুন্দর তিনটি ওয়ালমেট তৈরি করেছেন। তিনটি ওয়ালমেট এ তিন ধরনের ফুল দিয়ে সাজিয়েছেন বলে দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। ক্লে দিয়ে বানানো এ ধরনের কাজ দেখতে যেমন ভাল লাগে তেমনি বানাতেও খুব ভালো লাগে। আমিও আজকে ক্লে দিয়ে বানানো একটি ওয়ালমেট শেয়ার করেছি। আপনার এই ওয়ালমেট গুলো দেয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখাবে। ধন্যবাদ এত সুন্দর তিনটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 23 days ago 

হ্যাঁ আপু এটা ঠিক কথা বলেছেন, এই ওয়ালমেট গুলো দেয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগবে। যাইহোক, আজকে আপনিও যে ক্লে দিয়ে বানানো একটি ওয়ালমেট শেয়ার করেছেন, সেটা জেনে ভালো লাগলো।

 23 days ago 

কার্ডবোর্ড ও ক্লে দিয়ে তিনটি ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এই তিনটি ওয়ালমেট তৈরি করেছেন, প্রত্যেকটা ওয়ালমেট ধাপ গুলো দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে দক্ষতার সাথে শেয়ার করেছেন। সত্যিই অসাধারণ ছিল।

 23 days ago 

ওয়ালমেট তৈরির ক্ষেত্রে আমার দক্ষতার প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 23 days ago 

কার্ডবোর্ড ও ক্লে দিয়ে চমৎকার তিনটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। প্রতিটি ওয়ালমেট খুবই সুন্দর লাগছে। এই ধরনের কাজ গুলো সৃজনশীলতার পরিচয় দিয়ে থাকে। আপনার ক্লে দিয়ে ফুল তৈরির পদ্ধতি দেখে মুগ্ধ হলাম। এই ধরনের কাজে আপনার অনেক অভিজ্ঞতা রয়েছে। আমাদের মাঝে সুন্দর করে তৈরি করার ধাপ সমূহ তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 23 days ago 

অনেকদিন ধরে এই ধরনের কাজগুলো করি তো ভাই, এইজন্য অনেক অভিজ্ঞতা হয়ে গেছে এই কাজের। আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67124.23
ETH 3753.43
USDT 1.00
SBD 3.56