You are viewing a single comment's thread from:
RE: কবিতা "তোমার চোখে আমায় দেখি"
নতুন আর একটি প্রেমের কবিতার দেখা পেলাম আজ দাদা । যেখানে প্রেমিক (দাদা/লেখক) প্রেমিকার চোখের তারায় হারিয়ে প্রেমিকাকে জয় করার জন্য এক প্রকার প্রতিজ্ঞাবদ্ধ। যেখানে প্রেমিক এর চোখে প্রেমিকার রূপ স্বর্গের অপ্সরাকেও হার মানিয়ে দিয়েছে । এখানে প্রেমিকের এত ভালবাসার বহিঃপ্রকাশ ঘটেছে যে এক সেকেন্ডের জন্যও প্রেমিকাকে ভুলে থাকা যাচ্ছে না। অদম্য এক লাভ স্টোরি কবিতার ভাষায় সুন্দর করে ফুটিয়ে তুলেছো দাদা।