কবিতা "তোমার চোখে আমায় দেখি"

in আমার বাংলা ব্লগ2 years ago


কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : Pixabay


কবিতা "তোমার চোখে আমায় দেখি"



💘


তোমার চোখের তারায় হারিয়েছি আমি,
করেছো পাগল, দিশেহারা এই আমি ।
কবে হবে আমার, বলনা গো তুমি?
অপেক্ষায় রয়েছি আমি, দেবে তুমি কবে সাড়া ?

ওই দূর নীলিমায়
যখন দেখেছিলাম প্রথম তোমায়,
তোমারই চোখের তারায়
আলোকিত হয়েছিল এ হৃদয়।
প্রতিজ্ঞা করেছিলাম সেদিন
আমি করবই তোমায় জয়।

কি অপরূপ রূপসী তুমি,
স্বর্গের অপ্সরাকেও যেন মানাবে হার।
জানি তোমাকে পাওয়া হবে না এত সহজে,
তবুও আমি মানবো না হার, ছুটে চলবো উদ্যমে।

শত ব্যস্ততার মাঝেও,
পারিনা একটি সেকেন্ডও ভুলতে কখনো তোমায়।
তাইতো তুমি আমার স্বপ্নে আসো
কখনো সিন্ড্রেলা ,কখনো রাপুনজেল,
কখনো বা স্নো হোয়াইট হয়ে।

তোমার চোখের তারায় হারিয়েছি আমি,
নিজেকে খুঁজি বারেবারে,
যদি খুঁজে পাই কখনো নিজেকে,
তোমার ওই মায়াবী সুন্দর দু'চোখে ।

♡ ♥💕❤



✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৩০০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৫ম দিন (300 TRX daily for 7 consecutive days :: DAY 05)


trx logo.png



সময়সীমা : ১১ সেপ্টেম্বর ২০২২ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত


তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২২


টাস্ক ৬১ : ৩০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৩০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 3d042de1750b7bcb1a64581ecfda3aaf41032150b4b229a68809efa8195dd92b

টাস্ক ৬১ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Sort:  
 2 years ago 

প্রেমিকার সুন্দর চোখ হচ্ছে অতল সাগরের মত যেখানে একবার তলিয়ে গেলে আর ওঠার উপায় নেই।ভালবাসায় হাবুডুবু খেয়ে যেতে হবে সারাজীবন।রাতের ঘুম,দিনের কাজ সব হারাম হয়ে যায়।অনেক সুন্দর হয়েছে দাদা।

 2 years ago 

অনেক সুন্দর লিখেছেন কবিতাটি ।বেশ ভালো লাগলো পড়ে ।ভালোবাসার মানুষের চোখের তারায় হারিয়ে যাওয়া সত্যিই অসাধারণ। ভালোবাসার মানুষ বিভিন্নভাবে আপনার স্বপ্নে এসে ধরা দেয় সত্যি বেশ ভালো ছিল।অনেক ধন্যবাদ।

 2 years ago 

কবে দেবে সাড়া তুমি
বলোনা সত্যি করে,,
তোমায় যদি না পাই আমি
যাবোই বুঝি মরে।

তোমার চোখের তারায়
আমি তলিয়ে গেছি আজ,,
মিথ্যে করেও ভেবো না তুমি
আমি ধান্দাবাজ।।

মায়াবতীর মায়ায় কখন
হারিয়ে গেলাম আমি,,
তোমায় কত ভালবাসি
জানে অন্তরযামী।
♥♥

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

ওয়াও এত সুন্দর করে কারো বর্ণনা দিলে সে তো পাগল হয়ে যাবে। কার চোখের তারায় হারালেন দাদা? বারবার আপনার স্বপ্নে এসে হানা দিচ্ছে। পাশে কিন্তু বৌদি থাকে। আপনার স্বপ্নে হাজির হয়ে গেলে কিন্তু খবর আছে😜।
খুব ভালো লেগেছে আজকের কবিতাটি।

 2 years ago 

আসলে দাদা আপনার কবিতাটি অসাধারণ হয়েছে । প্রিয় মানুষ চোখের আড়ালে থাকলে ও মনের অন্তরালে থেকে যায় ।চোখের মাঝে ভেসে আছে ভিন্ন রূপের ।যেমন আপানার কবিতাতে ...

কখনো সিন্ড্রেলা ,কখনো রাপুনজেল,
কখনো বা স্নো হোয়াইট হয়ে।

 2 years ago 

ঠিক যেন এক পাগল প্রমিক তার স্বপ্নচারিনী প্রেমিকাকে ব্যাকুলতার সাথে কাছে চাইছে।একটা অষ্টাদশের ছেলে ঠিক যে ভাবে প্রথম প্রেমে পা রাখে,তখন তার মনের অবস্থা যা হয় দাদা ঠিক সেটাই যেন আমাদের মাঝে তুলে ধরেছেন।

 2 years ago 

ওরে বাবা,,, নতুন করে প্রেমে পরেছে মনে হচ্ছে দাদা 🤔🤔। এত মিষ্টি করে লিখে কাউকে পড়ে শোনালে সে তো রোজ একটা করে কবিতা চাইবে দাদা😀। তবে যতই মজা করি না কেন দাদা,, অসাধারন অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে পুরো লেখায়। আমি চাইলেও আর কেন যেন এভাবে লিখতে পারি না । তাই এই লেখা গুলো পড়তে নিলে কোথাও যেন হারিয়ে যাই ।

 2 years ago 

নতুন আর একটি প্রেমের কবিতার দেখা পেলাম আজ দাদা । যেখানে প্রেমিক (দাদা/লেখক) প্রেমিকার চোখের তারায় হারিয়ে প্রেমিকাকে জয় করার জন্য এক প্রকার প্রতিজ্ঞাবদ্ধ। যেখানে প্রেমিক এর চোখে প্রেমিকার রূপ স্বর্গের অপ্সরাকেও হার মানিয়ে দিয়েছে । এখানে প্রেমিকের এত ভালবাসার বহিঃপ্রকাশ ঘটেছে যে এক সেকেন্ডের জন্যও প্রেমিকাকে ভুলে থাকা যাচ্ছে না। অদম্য এক লাভ স্টোরি কবিতার ভাষায় সুন্দর করে ফুটিয়ে তুলেছো দাদা।