You are viewing a single comment's thread from:
RE: কবিতা "তোমার চোখে আমায় দেখি"
ওরে বাবা,,, নতুন করে প্রেমে পরেছে মনে হচ্ছে দাদা 🤔🤔। এত মিষ্টি করে লিখে কাউকে পড়ে শোনালে সে তো রোজ একটা করে কবিতা চাইবে দাদা😀। তবে যতই মজা করি না কেন দাদা,, অসাধারন অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে পুরো লেখায়। আমি চাইলেও আর কেন যেন এভাবে লিখতে পারি না । তাই এই লেখা গুলো পড়তে নিলে কোথাও যেন হারিয়ে যাই ।