You are viewing a single comment's thread from:
RE: আমার সাধের মরসুমী ছাদ বাগান তৈরি। (১০% বেনিফিশারী @shy-fox এর জন্য বরাদ্দ।)
খুব সুন্দর একটা পোস্ট পেলাম দাদা। সত্যি বলতে আমি ছাদ বাগান না করলেও আমার বাবা এই ব্যাপারে খুবই আগ্রহী। ছাদ জুড়ে নানান ধরনের ফুল গাছ ,ফল গাছ । আপনার মত বাবাও বছরের এই সময় টাতে নানান ধরনের ফুল গাছ লাগান। তবে দাদা আপনার গাছ লাগানোর পূর্ব প্রস্তুতি দেখে খুব ভালো লাগলো। আর কীটনাশক হিসেবে নিম তেলের ব্যবহারটাও আমি শিখে নিলাম। এই সব গাছে যখন ফুল ধরবে তখন মনে এত আনন্দ লাগবে যেটা বলে বোঝানো যাবে না একদম। ব্ল্যাক গাদা কখনোই দেখিনি মনে হয়। ফুল ফুটলে অবশ্যই ছবি পোস্ট করবেন দাদা।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা। নিম তেলের সাথে কোনো ফাঙ্গিসাইট যোগ করলে আরো ভালো হয়। ফুল ফোঁটার আগে ও পরে অবশ্যই ছবি পোস্ট করব।