অপ্রত্যাশিত পরীক্ষার রুটিন।

in আমার বাংলা ব্লগ2 years ago

২০ নভেম্বর ২০২৩ ইং



আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ ও আমি প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।


laptop-3087585_1280.jpg
উৎস

আজ অনেক বড় একটা সারপ্রাইজ পেলাম। আর সে সারপ্রাইজ টা হল পরীক্ষার রুটিন। আমার কাছে এই মুহূর্তে এর থেকে বড় সারপ্রাইজ আর কিছুই হতেই পারে না। কারণ বিষয়টা একদমই অপ্রত্যাশিত ছিল। একদমই ভাবতে পারিনি এত তাড়াতাড়ি রুটিনটা দিয়ে দিবে। সাধারণত পরীক্ষাটা যে সময় হওয়ার কথা তার অনেকটা আগেই পরীক্ষাটার রুটিনটা দিয়ে দিয়েছে। সামনের নির্বাচন তাছাড়া অন্যান্য কারণে আমাদের পরীক্ষাটা নেওয়া সুযোগটা থাকছে না। তাই এখন এই ফাঁকে পরীক্ষাটা নিয়ে নিচ্ছে। তারা হয়তো তাদের সুবিধা অনুযায়ী পরীক্ষাটা নিয়ে নিচ্ছে। তবে আমাদের প্রত্যেকের প্রিপারেশন খুবই খারাপ।

এমনিতে এসাইনমেন্ট করে করে অনেকটা হাঁপিয়ে উঠেছি। তার উপরে এখন পরীক্ষার জন্য প্রিপারেশন সব মিলিয়ে একটি নাজেহাল ব্যবস্থার মধ্যে পড়তে হয়েছে।

তবে একদিকে ভালই হয়েছে, সামনের দিকে শীতের ছুটিটা কাটানো যাবে। তা না হলে ওই সময়টাতেই আমাদের পরীক্ষা থাকতো।

তবে সব থেকে চিন্তার বিষয় হচ্ছে পরীক্ষার প্রিপারেশন নিয়ে। পরীক্ষার প্রস্তুতি খুবই খারাপ। সিলেবাস এখনো সম্পূর্ণরূপে শেষ হয়নি। শুধু যে আমার তা না প্রত্যেকটা স্টুডেন্টের সেইম অবস্থা। ভেবেছিলাম পরীক্ষার এখনো দেরি আছে তাই আস্তে ধীরে প্রিপারেশন নেওয়া যাবে কিন্তু কিসের কি। মাথায় একগাদা ছাপ নিয়ে পড়তে হবে এখন কারণ হাতে খুবই কম সময়। পড়তে বসলেই শুধু চিন্তা আসে কোন সাবজেক্টটা আগে পড়বো। কিন্তু কিছুই পড়া হয়না।

আজকে এখানেই বিদায় নিচ্ছি । সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে। অন্য কোন দিন দেখা হবে আবার। লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।



Sort:  
 2 years ago 

অপ্রত্যাশিতভাবে হলেও পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে তাই আর দেরি না করে ভালোভাবে পড়াশোনা শুরু করে দিন আপু। যদি ভালোভাবে পরীক্ষাটা শেষ করতে পারেন তাহলে শীতের ছুটিটা অনেক মজার সাথে কাটাতে পারবেন

 2 years ago 

ঠিকই বলেছেন, শীতের ছুটিটা ভালোভাবে কাটানো যাবে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এর থেকে বড় সারপ্রাইজ আর কি হতে পারে? যদিও খারাপ সারপ্রাইজ।যাই হোক এখন চাপ নিয়ে পড়া ছাড়া তো আর উপায় নাই। শুভ কামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এমন সারপ্রাইজ আল্লাহ যেনো শত্রুকেও না দেয়😂। কারণ হঠাৎ করে পরীক্ষার রুটিন দিলে মাথায় আকাশ ভেঙে পড়ে। সবারই একটা টার্গেট থাকে এবং সেই টার্গেট অনুযায়ী সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করে। কিন্তু অপ্রত্যাশিত রুটিন সবকিছু এলোমেলো করে দেয়। তবুও আশা করি আপনি শেষ পর্যন্ত পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

সারপ্রাইজটা কিন্তু সত্যিই খুব চাপের।এমন সারপ্রাইজ কেউ হয়তো আশা করেনি। যাই হোক এক্সাম সুন্দর মতো শেষ করে শীতের সময়গুলো খুব সুন্দর ভাবে কাটাবেন।আপনার জন্য ও রইলো অনেক শুভকামনা।

 2 years ago 

সামনে নির্বাচনের জন‍্য ই বিভিন্ন পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। এবং সময় খুবই কম। এটা অপ্রত্যাশিত হলেও কিছু করার নেই। ঐভাবেই এগিয়ে যেতে হবে। এই কদিন ঠিকমতো প্রস্তুতি নিন আশাকরি আপনার পরীক্ষা ভালো হবে।

Posted using SteemPro Mobile