You are viewing a single comment's thread from:

RE: ফেসবুক থেকে প্রেম (প্রেমের গল্প )

কলেজ গিয়ে বান্ধবীকে দিয়ে একটা ফেইসবুক আইডি খুলে নিলাম আর আইডির নাম দিলাম অচেনা পাখি। সত্তিকারী নাম দিলে যদি কেউ চিনে ফেলে তাই দেয়নি এমনকি নিজের ছবিও কখনো আপলোড করিনি। শুধু কলেজের কয়েকজন বান্ধবীদের অ্যাড করে তাদের সাথে চ্যাটিং করতাম। এরই মধ্যে হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট চলে এসেছে।

আমি শুধু চিন্তা করছি এই ১০০০ লোক কারা, যারা একটা মানুষকে না দেখে, না জেনে, না বুঝে, এমনকি ফটো অব্দি না দেখে শুধুমাত্র একটা ফেক নাম দেখেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল। এরা কি এতটাই একা। 😰 তবে গল্পের সেকেন্ড অংশ যেখান থেকে শুরু হয়েছে অর্থাৎ অল্প অল্প করে প্রেমের দিকে অগ্রসর হচ্ছে আপনার গল্পটা, সেখান থেকেই বেশ ইন্টারেস্টিং লাগছে। বেশ ভালো লিখেছেন আপু আপনি। আশা করা যায় পরবর্তী পর্ব গুলো আরো বেশি ইন্টারেস্টিং হবে।

Sort:  
 2 years ago 

কথাটা কিন্তু ভুল বলেন নাই তবে 1000 না হলেও এক হাজারের কাছাকাছি থাকে কিন্তু, ট্রাই করার জন্য একটা মেয়ের আইডি খুলতে খুলে দেখতে পারেন হাহাহা