দুর্বল নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণ শক্তির পাকিস্তানের হার।

in আমার বাংলা ব্লগ11 days ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গতকাল পাকিস্তান বনাম নিউজিল্যান্ড এর পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছে। আগের তিন ম্যাচের ভিতরে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় ম্যাচ পাকিস্তান জিতে সিরিজে এগিয়ে গিয়েছিলো। কিন্তু তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ড শক্তভাবে কাম ব্যাক করে সিরিজে সমতা ফেরায়। গতকাল ছিলো সিরিজের চতুর্থ ম্যাচ। এই ম্যাচে টস জিতে পাকিস্তান বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের দুই ওপেনার ঝোড়ো সূচনা করে। দুজনের ব্যাটিং তাণ্ডবে পাঁচ ওভার পূর্ন হওয়ার আগেই নিউজিল্যান্ডের স্কোর কার্ডে ৫০ রান জমা হয়।

Screenshot_20240426_150727.jpg

স্ক্রিনশট নেয়া হয়েছে Sports Central চ্যানেল থেকে

দুই ওপেনারের ভেতরে টম ব্লান্ডেল ছিলো বেশি আক্রমণাত্মক। তিনি মাত্র পনেরো বলে আটাশ রান করে দলীয় ৫৬ রানের সময় আউট হয়ে যান। ওয়ানডাউনে ব্যাটিং করতে নেমে ফক্সক্রফট টিম রবিনসনের সাথে ৩৮ রানের একটি জুটি গড়ে তোলেন। দলীয় ৯৪ রানের সময় টিম রবিনসন ও আউট হয়ে যান। আউট হওয়ার আগে তিনি ৩৬ বলে ৫১ রান সংগ্রহ করেন। টিম রবিনসন আউট হয়ে যাওয়ার পর ফক্সক্রফটের সাথে চ্যাপম্যান ৩৪ রানের একটি জুটি গড়ে তোলেন। দলীয় ১২৮ রানের মাথায় চ্যাপম্যান ও আউট হয়ে যান। তারপরে নিউজিল্যান্ডের আর কোন ব্যাটসম্যান তেমন বড় কোনো স্কোর গড়ে তুলতে ব্যর্থ হন। শুধু ব্রেসওয়েল শেষের দিকে বিশ বলে ২৭ রান করতে সমর্থন হন। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে নিউজিল্যান্ড সাত উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে।


জবাবে ব্যাটিং করতে নেমে পাকিস্তান শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলীয় মাত্র ১৩ রানে পাকিস্তানের অন্যতম ভরসা বাবর আজম আউট হয়ে যান। একপর্যায়ে পাকিস্তান ৭৯ রানে চার উইকেট হারিয়ে ফেলে। তারপর ফখর জামানের সাথে ইফতিকার দারুন একটি জুটি গড়ে তোলেন। এই জুটি যখন খেলছিলো তখন মনে হয়েছিলো পাকিস্তান ম্যাচে ফিরে এসেছে। ফখর এবং ইফতেখার মিলে ৫৯ রানের দারুণ একটি জুটি গড়ে তোলেন। অল্প রানের ব্যবধানে এই দুজনের উইকেট হারালে পাকিস্তান মূলত সেখানেই ম্যাচ থেকে ছিটকে পড়ে। তবে শেষের দিকে ইমাদ ওয়াসিমের ১১ বলে ২২ রানের কল্যাণে পাকিস্তান জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলো। শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচটা মাত্র চার রানে হেরে যায়।


এই ম্যাচে পূর্ণ শক্তির পাকিস্তানের সামনে ছিল প্রায় আনকোরা এক নিউজিল্যান্ড দল। শক্তির বিচারে নিউজিল্যান্ড অনেক পিছিয়ে ছিলো। তারপরেও তারা দুর্দান্ত খেলে ম্যাচটা জিতে নিয়েছে। আর এই ম্যাচে হেরে পাকিস্তান তাদের জন্য বিব্রতকর অবস্থা তৈরি করেছে। নিউজিল্যান্ড দলের পারফরম্যান্স পাকিস্তানের দর্শকদেরকে লজ্জায় ফেলেছে। সিরিজে নিউজিল্যান্ড ২-১ এ এগিয়ে গিয়েছে। এখন দেখা যাক শেষ ম্যাচে পাকিস্তান সিরিজ বাঁচাতে সমর্থক হয় কিনা?

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 days ago 

নিউজিল্যান্ড দলে বর্তমান সময়ে বেশিরভাগ খেলোয়াড় নতুন কারণ তাদের ভালো খেলোয়াড় গুলা আইপিএল খেলার জন্য ভারতে এসেছে। আর এই দুর্বল প্রতিপক্ষ পাবার পরেও পাকিস্তান যে হেরে গিয়েছে এটা জেনে খারাপ লাগলো। আসলে ক্রিকেট খেলায় এমনই কখন কি হয়ে যায় বলা যায় না।

 11 days ago 

শেষ পযর্ন্ত ফাখার জামান অথবা ইফতেখার আহমেদ পিচে থাকলে হয়তো ম‍্যাচটা জিতে যেত। একেবারে কাছে গিয়ে ম‍্যাচটা হেরেছে পাকিস্তান। তবে কথাগুলো আপনি একেবারে ঠিক বলেছেন ভাই একেবারে আনকোরা নিউজিল্যান্ড দল রীতিমতো ধারাবাহিক পাকিস্তান কে লজ্জায় দিয়ে গেল।

 11 days ago 

পাকিস্তানের মাটিতে পাকিস্তান টিমের কাছ থেকে এমন পারফরম্যান্স কোনো ভাবেই আশা করা যায় না। পরপর দুই ম্যাচ হারলো পাকিস্তান। নিউজিল্যান্ডের পূর্ণ শক্তির দল থাকলে পাকিস্তান কি করতো সেটাই ভাবছি। দেখা যাক পরবর্তী ম্যাচে কি হয়। নিউজিল্যান্ড এই সিরিজ জিততে পারে, নাকি পাকিস্তান এই সিরিজ ড্র করতে সক্ষম হয়। যাইহোক এই ম্যাচের রিভিউ দারুণভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 64266.51
ETH 3121.56
USDT 1.00
SBD 4.08