You are viewing a single comment's thread from:
RE: শিক্ষামূলকঃ পর্ব ০৫ || কমেন্ট স্প্যামিং (Comment Spamming) || কি, কেন, প্রতিকার ও করনীয় [10% beneficiary @shy-fox]
আমার মনে হয় কেউ কেউ অলসতার কারণে স্পামিং করে। আর কেউ কমিউনিটিতে এক্টিভিটিস দেখানোর জন্য বেশি কমেন্ট করতে গিয়ে স্পামিং করে ফেলে। তবে আমি চিন্তা করি অনেকগুলো মানহীন কমেন্ট করার থেকে চার-পাঁচটা ভালো কমেন্ট করাই যথেষ্ট।
একেবারে খাঁটি কথা বলেছেন ভাই অনেকগুলো কমেন্ট করার পরিবর্তে যদি কয়েকটি মানসম্মত কমেন্ট করা যায় তাহলেই যথেষ্ট। অন্তত দীর্ঘমেয়াদে এ ধারাবাহিকতা বজায় থাকবে এবং অনেকের সাথে ভালো ইংগেজমেন্ট তৈরি হবে। কমেন্ট করার মূল উদ্দেশ্য একটি থাকা নয় বরং মূল উদ্দেশ্য হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ানো।
কমিউনিটির একটিভ নেস প্রমাণ করার জন্য অনেক ক্ষেত্রে এই কাজটি করা হয় কিন্তু এটা স্প্যামিংয়ের মাধ্যমে না হওয়াটাই ভালো। আমাদের কমিউনিটিকে তো দাদার সাপোর্টে চলে এবং সবাই ভালো এবং কোয়ালিটি কন্টাক্ট এর উপর গুরুত্বারোপ করে যাচ্ছে তাই আমাদের কমিউনিটি স্বাস্থ্য ভালো রাখার জন্য স্পামিং থেকে আমাদের দূরে থাকা উচিত