You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৮৯
আমাদের গ্রামে সাধারণত কাঁচা খেজুরের রস আমরা খাই না। আমরা সবসময় খেজুরের রস দিয়ে ক্ষীর পাকিয়ে খাই। তেমনই এক রাতে, আমরা ক্ষীর পাকিয়ে খাচ্ছিলাম ১২-১৩ জন। গল্পচ্ছলে বেশ জোরে হাসাহাসি করছিলাম। গ্রামের শীতের রাত। বাড়ির দুইজন দাদু-নানু এসে আমাদের বকাঝকা করলো জোরে হাসাহাসির জন্য।
এখন উনারা চলে যাবে, দেখি বড় গামলা বের করে বলতেছে,
তোদের নানার অনেক পছন্দ। থাকলে একটু দে।
আমরা আবার হাসাহাসি করলাম। দিতে দিতে বললাম,
নানী, নানায় তো গামলায় কইরা খাইবো না। প্লেট আনলেও চলত। যাক, নানায় যা খায় খাবে, বাকিটা আপনার। 😂