ভূত আমাকে কি করলো এটা || 10% Beneficiaries @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

গল্পটি আমার নিজের লেখা।


রাত ১২ টা বাজে আমি বাসায় যাচ্ছি। শরির টা ছমছম করছে। রাস্তা একদম অন্ধকার। কোন আলো নেই। আমার ফনেও চার্জ না থাকায় ফোন বন্ধ। গিয়েছিলাম ঢাকায় একটা কাজে। সেখান থেকে আজ আমি গ্রামের বাড়িতে যাচ্ছিলাম। বাসায় আমি বলে দিয়েছি ফোনে চার্জ নাই যাতে চিন্তা না করে। প্রায় ১০ মিনিট হয়ে গেল আমি রাস্তায় এখন ও বাসায় পৌছাতে আরো ১০ মিনিট লাগবে। রাস্তা মনে হচ্ছে শেষ হচ্ছে না। সামনে একটা রাস্তা আছে যেখানে একটা গাছ আছে খুব বড়। গ্রামের অনেক ছেলে মেয়ে এখানে ফাসি দিয়েছে। তাই একটু বেশি ভয় লাগছে।

image.png


চলে আসলাম সেই গাছের সামনে এবার খুব ভয় লাগছে আমার। খুব ভয় নিয়ে এগিয়ে যাচ্ছি। হুট করেই একটা সাউন্ড হলো আমি খুব ভয় পেয়ে গেলাম। পরে বুঝতে পারলাম গাছে থেকে কি যেন একটা নিচে পরেছে। আমার শরির এর লোম গুলি সব দাঁড়িয়ে গেছে। ভয় নিয়েই এগিয়ে যাচ্ছি। ওমা মনে হচ্ছে কে যেন পিছু নিয়েছে আমার আমি কেমন জানি দুর্বল হয়ে যাচ্ছি এবার। ভয়ে আমার চোখে পানি চলে এসেছে। মনে হয় আজ আর বাসায় যেতে পারব না। একটু একতু করে মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছি। একটু তারাহুরা করে এগিয়ে যাচ্ছিলাম এবার। আর ১ মিনিট লাগবে বাসায় পৌছে যেত। এমন সময় আমার সামনে ওমা😔😔😔 বিশাল এক কালো বিড়াল। ১ মিনিটের জন্য কি আমি আর বাসায় যেতে পারবো না😭😭😭। আলহামদুলিল্লাহ ভয় পেতে পেতে বাসায় চলেই আসলাম।

image.png


বাসায় এসে আমি আর কাউকে কিছু বললাম না। কোন মতন খেয়েই ঘুমাতে চলে গেলাম। আমি লাইট বন্ধ না করলে ঘুম হয় না। কিন্তু আজ আর লাইট বন্ধ করলাম না ভয়ে। কারন আমি রুমে একাই ঘুমাই। ফোন চার্জে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। রাত ঠিক ৩ টা বাজে কেমন জানি খুব বাতাস এর শব্দ পাচ্ছি এবার মনে হচ্ছে ভয় টা আমার ২ গুন হয়ে গেল। বাসায় মা বাবা অসুস্থ তাই তাদের আর কিছু বলছি না। তারা ঘুমাচ্ছে। আমি ডান কাধ হয়ে ঘুমিয়ে আছি বাপ কাধে ফিরলাম দেখলাম 😭😭😭😭 বিশাল এক লম্বা মানুষ আমার পাশে বসা হাহাহা করে হাসছে জিব্বা টা বের হয়ে আছে। আর চুল নেই টাক মাথা চোখ গুলি লাল টোকটকে। আমি খুব চীৎকার দিতে চাচ্ছিলাম কিন্তু পারছিলাম না। মনে হচ্ছে আমার হাত পা কাজ করছে না। কেমন জানি আমাকে ইসারা দিচ্ছে 😭😭😭😭 । ভয়ে আমার চখ দিয়ে পানি পড়ছে😭😭😭😭।

image.png


এবার আমার দিকে এগিয়ে আসছে আর হাসছে বিশ্বাস করেন আমি আর নিতে পারছি না। আমার একদম পাশে এসে বসলো 😭😭 আমি কিছুই বলতে পারছি না। এবার আমায় তুলে নিয়ে চলে আসলো সেই গাছের এখানে। এবার আমি কথা বলতে পারছি কিন্তু চলা ফেরা করার মতন শক্তি আমার নেই। আমি খুব চীৎকার করছি কিন্তু কেও আমার কথা শুনবে না এটা আমি জানি কারন এখানের আশে পাশে না আছে কোন ঘরবাড়ি আর না আছে কোন দোকান। এবার একটা কি জানি নিয়ে আসলো আমার হাতে আঘাত করলো আমার হাত থেকে রক্ত বের হয়ে গেল আর এই পিচাস টা সেগুলা খেয়ে নিচ্ছে 😭😭 যন্ত্রণায় আমি পাগলের মতন হয়ে যাচ্ছি। 😭😭 আমার পা টা কেটে ফেল্ল 😭😭 আমি ব্যাথায় চিল্লাচ্ছি কিন্তু কেউ নেই 😭😭। এবার আমার গলাটা টিপে ধরছে আমি খুব চিল্লাচ্ছি 😭😭।ভাবছি আজকেই আমি এই দুনিয়াতে শেষ নিশ্বাস টা নিচ্ছি 😭😭। হুট করে আযান পড়ে গেল আল্লাহ হুয়াক বার আল্লাহ হুয়াকবার। আমার ঘুম ভেঙ্গে গেল। আমার শরির ভিজে গেল। আমি আসলে সব স্বপ্ন দেখছিলাম।

কিছু স্বপ্ন সত্যি না হলে আমরা অনেক খুশি হয়ে যাই। ঠিক এমন অনেক স্বপ্ন আছে যা পূরন না হলে আমরা কষ্ট পাই। কিন্তু হয়তোবা সেখানে অনেক ভালো কিছু ছিল কিন্তু সেটা আমরা জানি না।

IMG_7268.JPG

ফটোগ্রাফারঅবস্থানডিভাইস
@saifulrajuআদাবরiphone 11 pro max

siam,.png


IMG_20210902_121242.png

আমি সাইফুল ইসলাম রাজু ।

ডিপ্লমা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ।
ঢাকা মোহাম্মাদপুর থেকে কাজ করি ।
মুন্সিগঞ্জ এর ছেলে ।
বাংলাদেশের একটি ফেসবুক গ্রুপ উইমেন ই-কমার্সে কাজ করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif

Sort:  
 3 years ago 

ওমা!!!! আপনার ভুতের গল্পটি পড়ে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যা ভাষায় প্রকাশ করা যাবে না।
তবে এটাও সত্যি ছোটবেলায় একবার আমিও ভূত দেখেছিলাম কোন একদিন হয়তো শেয়ার করব।

 3 years ago 

ধন্যবাদ 🙏🙏🙏

 3 years ago 

আমি প্রথমে তো ভাই ভয়ই পেয়ে গেছিলাম আপনার গল্প শুনে। আপনার গলা টিপে ধরছে এটা পড়ে আরও ভয় পাইছিলাম 😑।তবে ভাই,

কিছু স্বপ্ন সত্যি না হলে আমরা অনেক খুশি হয়ে যাই। ঠিক এমন অনেক স্বপ্ন আছে যা পূরন না হলে আমরা কষ্ট পাই। কিন্তু হয়তোবা সেখানে অনেক ভালো কিছু ছিল কিন্তু সেটা আমরা জানি না।

এ কথাগুলো আসলে ঠিল বলেছেন। পড়েও খুব ভালো লেগেছে শুভেচ্ছা নিবেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই আমার🙏❣️🥰

 3 years ago 

আমিতো ইন্ট্রো পড়েই ভয় পেয়ে অস্থির। অনেক সুন্দর লিখেছেন ভাই। এরকম পোস্ট হলে কিন্তু ভয় পড়তে আসব না আর।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

এক লম্বা মানুষ আমার পাশে বসা হাহাহা করে হাসছে জিব্বা টা বের হয়ে আছে। আর চুল নেই টাক মাথা চোখ গুলি লাল টোকটকে। আমি খুব চীৎকার দিতে চাচ্ছিলাম কিন্তু পারছিলাম না।

এইটুকু পড়ার পরেই আমি বুঝেছিলাম এটা স্বপ্ন ছিল। কারণ আমি স্বপ্ন দেখলে আমার সাথেও এইগুলো হয়। এই যেমন আমি শত চেষ্টা করলেও কথা বলতে পারি না। কখনোই দৌড়াতে পারিনা দৌড়াতে গেলেই পড়ে যায়।

যাই হোক গল্প টা খুবই হাস‍্যকর ছিল। প্রথমদিকে একটু ভয় পেলেও পরে সম্পূর্ণটা পড়ে আমি হেসেই ফেলেছি। গল্পের কাহিনি টা সুন্দর ছিল।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

ভাই আপনি খুবই সুন্দর একটি ভূতের গল্প লিখেছেন। গল্পটা বেশ রোমাঞ্চকর লেগেছে। গল্পটা সত্যিই অনেক ভয়ঙ্কর ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ ভাই

 3 years ago 

আমিও মাঝেমধ্যে এমন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি। তবে আমি শুধু স্বপ্ন দেখি তাই না। আমার আরও অনেক ধরনের সমস্যাই হয়। সেগুলো না বলি! তবে গল্পটা সত্যিই অনেক বেশি ভয়ঙ্কর ছিলো। এই স্বপ্নগুলো কোনদিন পূরণ না হলে খুশি হবো,আশা করি আপনিও এই স্বপ্নটা পূরণ না হওয়াতে খুশি হয়েছেন।

 3 years ago 

ধন্যবাদ আপু। এই সপ্তাহে আজকে আমার প্রথম কমেন্ট🥺🥺
জানি না একটিভ লিস্টে নিজে নাম টা থাকবে কিনা 🥺🥺🥺

 3 years ago 

ডোন্ট ওরি, ডেইলি করতেই হবে এমন না।বিপদ আপদ আছে না মানুষের।

 3 years ago 

আপনার এই স্বপ্নটা পড়ে আমি সত্যি খুব ভয় পেয়ে গেছি। এরকম স্বপ্ন অনেকেই দেখে থাকে। মাঝেমধ্যে আমিও দেখি। যখন এই স্বপ্নগুলো দেখি তখন খুব ভয় পেয়ে যায়। কিন্তু আশা করবো এমন স্বপ্ন গুলো যেন কখনো সত্যি না হয়।

 3 years ago 

এটা শুধু মাত্র আমার লিখা ছিল আপু। কাল্পনিক।

 3 years ago 

খুব মনোযোগ দিয়ে পড়া শুরু করলাম কিন্তু কি কি যে ঘটে গেল আমার সব মাথার উপর দিয়ে গেল। বুঝলাম না। তবে কাহিনী টা সুন্দর হইছে।

 3 years ago 

হহাহাহহাহহা। ধন্যবাদ

 3 years ago 

আমি একটু আগেই অনুমান করেছিলাম এটা স্বপ্ন কারণ আমারও স্বপ্নের মাঝে মাঝে এরকম হয় যখন আমি অনেক চেষ্টা করি কিন্তু নড়তে চড়তে পারি না বা একটা অবস্থা থেকে সরে আসতে পারে না। তবে আপনার মত এরকম ভুত টুত আমি দেখিনা স্বপ্নেও। চমৎকার ছিল গল্পটা

 3 years ago 

তাই। ধন্যবাদ ভাই।

 3 years ago 

গল্পটা পড়ে আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম, পরে বুঝতে পারলাম সপ্ন ছিলো। গল্পের এই কনসেপ্ট টাই আমায় বেশ মুগ্ধ করলো। অনেক দারুণ হয়েছে 👌। তবে এমন সপ্ন বাস্তবায়ন না হলেই আমি খুশি হবো। অনেক শুভ কামনা রইলো ভাইয়া।

 3 years ago 

তাই। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.13
JST 0.032
BTC 60837.81
ETH 2874.77
USDT 1.00
SBD 3.62