বন্ধুর সাথে কাচ্চি ভাইতে

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১লা ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ।

১৬ই আগস্ট , শুক্রবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


বন্ধুর সাথে কাচ্চি ভাইতে

Beige Torn Paper Vision Board Life Goals Photo Collage.jpg


আমার এই একটা বন্ধু যে কিনা প্রচুর বিরক্ত করে কিন্তু তার ওপর আমি রাগ করতে পারি না, কারণ আমি বিশ্বাস করি সরল মনের মানুষেরা বিরক্ত করলেও তারা কখনো বেইমানি করে না। ঠিক তার প্রমাণ আমার এই বন্ধু বারবারই দিয়েছে। বন্ধু বেশ কঠোর পরিশ্রম করে, অনেক আগে থেকেই পরিবারের দায়িত্ব কাধে নিয়েছে। আঙ্কেল আন্টি ও সবার সাথে বন্ধুসুলভ আচরণ করেন, হঠাৎ করে রাত্রেবেলা মেসেজ করলো সকালবেলা দেখা করবে ইমপর্টেন্ট কোন কাজ আছে। সকালে আমার ঘুম থেকে উঠতে একটু কষ্টই হয় তাও রাজি হলাম।


IMG-20240815-WA0013.jpg

IMG_20240815_120517.jpg

IMG-20240815-WA0009.jpg


ঠিক দশটার মধ্যে আমার এলাকায় এসে হাজির, কোন রকমে নাস্তাটা শেষ করে রেডি হয়ে বের হয়ে গেলাম। পরে শুনলাম ব্যাংকে টাকা জমা দিবে এটার জন্য আমাকে ফোন করেছে, কিঞ্চিত রাগ হলেও পরক্ষণেই শিশুদের মত একটা হাসি দিল যাক সহজ-সরল মানুষ এবং হাতে সময়ও আছে বের হলাম বন্ধুর সাথে।
মজার বিষয় হচ্ছে বন্ধু একেকবার একেক ব্যাংকে টাকা পাঠায়, মূলত বাহিরে যাওয়ার প্ল্যান তার যার মাধ্যমে সে বাহিরে যাচ্ছে সে যখন যে ব্যাংকের কথা বলে সে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে হয়, বেশিরভাগ সময় সেই ব্যাংক আমাদের এলাকায় থাকে না, আজকেও তাই যাইহোক নতুন আরেকটা ব্যাংক এই ব্যাংক বিশ্বরোডে রয়েছে আমরা গুগল ম্যাপে দেখলাম, খুব কম সময়ের মধ্যেই চলে গেলাম এবং অল্প সময়ের মধ্যেই ট্রানজেকশন কমপ্লিট হয়ে গেল। দেখেই বোঝা যাচ্ছে আমার এই বন্ধু বেশ খাদ্য রসিক মানুষ। জোর করে কোন কিছু খাওয়াবে এটাই তার আবদার, শুধু আমি নয় যখন যে বন্ধুর সাথে দেখা হয় তাকে কিছু না কিছু খাওয়াবে না খেতে চাইলে রাগ করে।


IMG-20240815-WA0005.jpg

IMG_20240815_120522.jpg

IMG_20240815_120701.jpg


যেহেতু আমরা যমুনা ফিউচারের বেশ কাছাকাছি ছিলাম তাই মাথায় আসলো কাচ্চি খাওয়া যেতে পারে, আমরা হাঁটতে হাঁটতে কাচ্চি ভাইয়ের কাছে চলে আসলাম, তখন এগারোটা ত্রিশ মিনিট কাচি ভাই ওই সময় বন্ধ থাকে। বারোটায় তাদের সার্ভিস শুরু হয় তাই আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হয়েছে। যেহেতু আমরা দুজনেই নাস্তা করে বের হয়েছি খুব বেশি সময় হয়নি, সেজন্য আমরা ফ্রেশ হয়ে অপেক্ষা করছি খুব বেশি একটা খেতে পারব না কেউ এটা ভেবেই সীমিত পরিবার অর্ডার করা হলো। বেশিরভাগ সময় আমরা খাদক প্লেটার টা নিয়ে থাকি আজকেও তাই করা হলো, সাথে বন্ধুর মতো আরও কিছু অর্ডার করল।


IMG_20240815_122430.jpg

IMG-20240815-WA0011.jpg

IMG-20240815-WA0019.jpg


আধা ঘন্টা ওয়েট করার পর একটু খেতে পারল, ওয়েট করতে করতে বেশ অনেকটা ভালো আড্ডা দিলাম আমরা, ব্যস্ততার কারণে যেহেতু দেখা হয় না কথা হয়না তাই এই সময় গুলো ভালই লাগে। এছাড়া বন্ধু কিছুদিন পর বিদেশে চলে যাবে এজন্য যখনই দেখা করতে চায় না করি না, কারণ আমরা হয়তোবা যারা দেশে আছি বারবার দেখা করতে পারব, আমাদের সাথে কাটানো এই ছোট ছোট স্মৃতিগুলো হয়তো বা সে ক্যামেরা বন্দি করে রাখতে চায় কারণ লম্বা একটা সময় আমাদের সাথে আর দেখা হবে না।

খাওয়া-দাওয়া শেষ করে এলাকার দিকে রওনা হলাম, কিছুদিন পর ভাগ্নির দ্বিতীয় তম জন্মদিন। সে উপলক্ষে আমার বন্ধু তার জন্য ২৫০০ টাকা দিয়ে একটা প্লাস্টিকের সাইকেল কিনলো সেই সাথে সম্ভবত ১৫০০ টাকা দিয়ে আরেকটা প্লাস্টিকের ঘোড়া কিনলো, দুইটা একই টাইপের চড়ার খেলনা হয়ে গেল। ভাগ্নির প্রতি মামার এই ভালোবাসাটাও খুবই সুন্দর। অগ্রিম গিফট কিনে রাখছে যদি সময় না হয়। যাই হোক সেখান থেকে বন্ধুকে বিদায় জানালাম গিফট গুলো নিয়ে তার ভাগ্নীকে দেয়া হবে জন্মদিনের দিন, আশা করি আমার উপহার ভাগ্নে খুবই খুশি হবে।


আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 months ago 

এটা ঠিক বলেছেন, সরল মনের মানুষেরা বিরক্ত করলেও তারা বেইমানি করবে না। বন্ধুর সাথে বেশ ভালোই খাওয়া দাওয়া করেছেন। আপনাদের কাটানো মুহূর্ত গুলো দেখে ভালো লাগলো। রেস্টুরেন্টটা ও খুবই সুন্দর। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

এমন একটা বন্ধু থাকলে তো বেশ ভালই হয়। আপনার বন্ধু অনেক সরল মনের মানুষ আপনার পোস্ট করে বুঝলাম। দুই বন্ধু মিলে অনেক সুন্দর ভাবে কাচ্চি ভাইতে কাচ্চি খেয়েছেন। যদি আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করা লেগেছিল তারপরেও বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। আপনার বন্ধু ভাগ্নের জন্মদিনের গিফট হিসেবে দুইটি খেলনা নিয়েছে। সব মিলিয়ে বেশ ভালো লাগলো আপনার পোস্ট ধন্যবাদ।

 3 months ago 

দেখেই বোঝা যাচ্ছে আমার এই বন্ধু বেশ খাদ্য রসিক মানুষ।

এমন খাদ্য রসিক বন্ধু সবার থাকুক, সেই কামনা করছি 😂। যাইহোক ব্যাংকের কাজ শেষ করে দুই বন্ধু মিলে কাচ্চি ভাই রেস্টুরেন্টে গিয়ে, বেশ ভালোই খাওয়া দাওয়া করেছেন দেখছি। তাছাড়া জমিয়ে আড্ডাও দিয়েছেন। সবমিলিয়ে দারুণ সময় কাটিয়েছেন আপনারা। যাইহোক এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।