সময়ের চেয়ে জীবনের গুরুত্ব বেশি
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
২২শে জুন, শনিবার।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।
সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদের ছুটি শেষ হয়ে গেছে সবাই আস্তে আস্তে ব্যস্ততম রাজধানী ঢাকা মুখি হচ্ছে, শুক্রবার পর্যন্ত যাদের ছুটি ছিল মোটামুটি সবাই আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে, যখন একসঙ্গে অনেক মানুষ একটা স্থানের দিকে রওনা শুরু করে তখন দুর্ঘটনা অনেকটাই স্বাভাবিক।
আজকে সকাল থেকে তিনটা দুর্ঘটনার সংবাদ শুনলাম বন্ধুবান্ধবের কাছে তাদের আত্মীয়-স্বজন বা পরিচিত মানুষদের সাথে ঘটে গেছে, আলহামদুলিল্লাহ সবাই ছোটখাটো আহত হয়েছে বড় কোন দুর্ঘটনা ঘটে নেই। দুপুরের খাওয়া-দাওয়া পর যখন অবসর সময় কাটাচ্ছিলাম হঠাৎ এক বন্ধুর কল করলো।
বন্ধু তখন ফরিদপুরে এখনো ঢাকা আসেনি কিন্তু তার পরিবারের অনেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, ফোনের ওপাশ থেকে বন্ধু আমাকে বলল ৩০০ ফিটে একটা সিএনজি এক্সিডেন্ট করেছে সেখানে তার পরিবারের কয়েকজন আছে, কি করবো বুঝতে পারছি না তুমি একটু তাড়াতাড়ি যাও।
কোন কলে এরকম একটা কথা শুনে নিজেই হতভম্ব হয়ে গেলাম, আমার এলাকা থেকেই আরো দুজনকে কল করা হয়েছে আমরা তিনজন একত্রে হয়ে রওনা হবার সময় জানতে পারলাম, বাকি সবাই ঠিক আছে তবে আমার বন্ধুর মামাতো ভাই মাথায় আঘাত পেয়েছে কোন রকমে সে বাইকে করে কুর্মিটোলা হসপিটালে চলে গেছে।
আমরা সবাই সেখানে চলে গেলাম ইমারজেন্সি ওয়ার্ডে, আলহামদুলিল্লাহ আপু ছিল এবং ছোট ভাতিজা ছিল এদের কিছু হয়নি। তবে মামতা ভাইয়ের মাথা ফেটে যাওয়াতে অনেকটাই আতঙ্ক হয়ে পড়েছিল সবার মধ্যে, ছোটখাটো সেলাই এবং ইনজেকশন দেয়ার মাধ্যমে ডাক্তারটাকে রিলিজ করে দেয়। তারপর জানতে পারলাম সিএনজি চলা অবস্থায় একটা প্রাইভেট কারের সাথে এক্সিডেন্ট করেছে।
নরমাল দিনে সিএনজি ভাড়া যেখানে ২৫০ টাকা, আজকে একেকজনের কাছ থেকে নেয়া হচ্ছে ৪৫০ টাকা, আবার একটা সিএনজির মধ্যে পাঁচজন করে তোলা হচ্ছে। যত তাড়াতাড়ি সিএনজি বিশ্বরোড প্যাসেঞ্জার নামিয়ে আবার তার গন্তব্যে যেতে পারবে ততই তার লাভ, আজকে অনেক মানুষ ঢাকায় আসছে ভাড়া বেশি এবং প্যাসেঞ্জারে বেশি ড্রাইভারদের মাথায় আর হুশ নেই, গাড়ির তুলনায় যখন প্যাসেঞ্জার বেশি তখন তারা বিদ্যুতের গতিতে বেপরোয়াভাবে রাস্তায় চলাফেরা করছে।
স্বাভাবিকভাবেই একটু বেপরোয়া হলে ৩০০ ফিটের রোডে একসিডেন্ট হবেই, কারণ এত বড় একটা রোড সবাই উচ্চগতিতে গাড়ি চালায়, শুধুমাত্র কয়েকটা টাকা লাভের জন্য তিনি বেপরোয়া ভাবে গাড়ি চালিয়েছেন ঠিকই কিন্তু মাঝপথে কিছু মানুষ অসুস্থ হলো এবং তার গাড়িটাও নষ্ট হয়ে গেল, সে কিন্তু আর আজকে পরবর্তীতে আর প্যাসেঞ্জার নিতে পারিনি।
তাই একটু দেরি হলেও ধীরেস্থেই যাওয়া উচিত, কারণ একটা ক্ষতি হয়ে গেলে সেই ক্ষতি পূরণ কখনোই হয় না, যাইহোক সৃষ্টিকর্তার অনেক অনেক শুকরিয়া গুরুতর কোন এক্সিডেন্ট হয়নি একটাও। সবাই সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা।
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি এতে করে বাসা থেকে বের হতেও অনেকটা বেশি ভয় লাগে সব জায়গায় দুর্নীতি। যে যেমন করে বাড়ছে মানুষকে ঠকিয়ে ইনকাম করে নিচ্ছে। এতে করে আমাদের মত সাধারন জনগণদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এই যেমন আপনি একটি উদাহরণ দিলেন আড়াইশো টাকার ভাড়া ৪৫০ টাকা চেয়ে বসেছে। এতে করে আমাদের মত সাধারণ জনগণের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে এছাড়াও বর্তমানে ঈদ মুখে মানুষদের ভোগান্তির শেষ নেই।
আসলে ভাই মানুষের জীবনের মূল্যের চেয়ে টাকা রোজগারের চাহিদাটা বেড়ে গিয়েছে এজন্য জীবনের পরোয়া না করে টাকার পিছনে ছুটছে। যাই হোক তাদের খুব বেশি বড় ক্ষতির সম্মুখীন করতে হয়নি অল্পের উপর দিয়েই আল্লাহতালা মাফ করেছেন এটাই আলহামদুলিল্লাহ।
ভাগ্য ভালো বড়ো কোন দূর্ঘটনা ঘটেনি আপনার বন্ধুর পরিবারের। আসলে সময়ের চেয়ে গুরুত্ব জীবনের বেশি এই কথাটি টাকার কাছে হার মেনে গেছে। সিএনজিওলারা টাকার লোভে বেপরোয়া গতিতে গাড়ি চালায় বিশ্বরোডে আর অকালে ঝরে যাচ্ছে প্রাণ। ধন্যবাদ ভাইয়া পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।
যাক বড় কোন সমস্যা হয়নি। তবে এখনকার সিএনজি চালকরা তো মানুষের জীবনের কোন পরোয়া করে না। যেমন তেমন করে সিএনজি চালায়। কিন্তু টাকার চেয়ে যে সময়ের মূল্য অনেক বেশী সেটা কিন্তু তারা বুঝে না। ধন্যবাদ এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।
যাক বড় কোন সমস্যা হয়নি। তবে এখনকার সিএনজি চালকরা তো মানুষের জীবনের কোন পরোয়া করে না। যেমন তেমন করে সিএনজি চালায়। কিন্তু টাকার চেয়ে যে সময়ের মূল্য অনেক বেশী সেটা কিন্তু তারা বুঝে না। ধন্যবাদ এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।
আসলে সময় চলে গেলে ঐ সময়ের বিকল্প কিছু বের করা যায় বা, ঐ সময়ের কাজ পরবর্তীতে করা যায়। কিন্তু জীবন একবার চলে গেলে তা আর কোন ভাবে ফিরে আসে না। জীবন থাকলে সময় বারবার ফিরে আসবে। কিন্তু জীবন চলে গেলে সময় আসলে ঐ সময়ের কোন মূল্য থাকবে না। তাই প্রথমে জীবনের গুরুত্ব দিয়ে পরে সময়ের গুরুত্ব দিতে হবে। সময়ের চেয়ে জীবনের গুরুত্ব বেশী আপনার এই বিষয় পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই।