ড্রাইভিং টেস্ট পরীক্ষা

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

৮ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ।

২২শে মার্চ, শুক্রবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


ড্রাইভিং টেস্ট পরীক্ষা

Beige Torn Paper Vision Board Life Goals Photo Collage.jpg


গাজীপুর থেকে আমি মঙ্গলবার আমার বাসায় চলে এসেছি শুধুমাত্র আমার ড্রাইভিং টেস্ট পরীক্ষা ছিল বলে, যদিও এর কারণে আসার পরেও এখানে আরও বেশ দুটি গুরুত্বপূর্ণ কাজ ছিল তবে বেশিরভাগ ভূমিকাটাই ছিল ড্রাইভিং পরীক্ষা।

পরীক্ষা আমার জানুয়ারি মাসে হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে সেটা হয়ে উঠতে পারিনি, যেহেতু আমি সরকারি একটা প্রকল্পের আন্ডারে শিখেছিলাম সেজন্য আমার দ্রুত লাইসেন্স চলে আসার প্রয়োজন ছিল। এমনিতেও দেরি করলে আর নিজের সময় হবে না বুঝতে পেরে উঠতো দিলাম।


IMG_20240320_091641.jpg

IMG_20240320_090239.jpg


বিআরটিসি'র পরিচালক আমাকে দেখে আরেকটা অবাক হলেন কারণ তার ভাল ছাত্রদের মধ্যে আমি ছিলাম এবং আমি পরীক্ষা দেইনি এটা দেখে তিনি অবাক, তাই বলে যে কম টাকা নেবে এমনটা নয়, পরীক্ষায় পাশ করানোর জন্য তাদের অনেক দাবি দেওয়া রয়েছে।

যাইহোক নিজের কষ্ট হলেও মেনে নিলাম এজন্য, তারা ঝামেলা করলে প্রকল্প শেষে আমি যে টাকা পাবো সেটা পেতে সমস্যা হতে পারে, আমরা দুইজন বিশেষভাবে পরীক্ষা দিচ্ছি। সবকিছু শেষ করে পরের দিন যখন পরীক্ষার জন্য উপস্থিত হব সারারাত আমার ঘুম হয়নি।

সকাল সকাল যখন বাসা থেকে বের হয়ে গেছি তখন দেখলাম বৃষ্টি পড়া শুরু হয়েছে। আল্লাহর কাছে দোয়া করছিলাম আছে যেন বৃষ্টি না হয় না হলে এরকম খোলা একটা মাঠের মধ্যে বেশ ভালো ভোগান্তি হবে, এছাড়াও আজকে পরীক্ষা দিতে না পারলে আবার সময় করে আসাটা খুব কঠিন হয়ে যাবে।

ফিঙ্গারপ্রিন্ট দেয়া হচ্ছে প্রথম ধাপ কিন্তু এখানেই দেখলাম সাপের মতো হিজিবিজি করে তিন থেকে চার পেচের একটা লাইন তৈরি করা হয়েছে। এখানে পরিচালক স্যার আমাকে ফোন করে জানালেন ফিঙ্গারপ্রিন্ট দেয়ার পর তার সাথে কথা বলবে। মূলত তিনিই দায়িত্ব নিয়ে আমাদের পরীক্ষার বিষয়গুলো হেল্প করবে কেননা আমাদের প্রকল্প অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের পরীক্ষাটা বাকি ছিল।


IMG_20240320_135858.jpg

IMG_20240320_090255.jpg

IMG_20240320_135854.jpg


এখানকার ঊর্ধ্ব কর্মকর্তার ভাগিনা আমার বন্ধু সেও আমাকে বেশ ভালো সময় দিয়েছে, আরো এক ভাই যে এখানে চাকরি করতো তিনিও বেশ অনেকটা সময় আমাকে সাহায্য করেছেন। মূলত তারাই আমাকে দিক নির্দেশনা দিচ্ছিল কখন পরীক্ষা দিলে ভালো হবে। যেমন আমার ফিঙ্গারপ্রিন্ট শেষ হয়ে যাওয়ার পরেও তিন ঘন্টা অপেক্ষা করেছিলাম তারপর আমি ভাইবা এবং রিটেন পরীক্ষা দিয়েছিলাম। মূলত বারোটার পরে নাকি একটু কম থাকে তখন নাকি পরীক্ষার জন্য ভালো বিষয়টা আমি জানতাম না।

যাইহোক পরীক্ষার আগেই প্রশ্ন পেয়ে গেলাম, যতটা কঠিন ভেবেছিলাম অতটা কঠিন নয় এত সহজ কোশ্চেন আসবে এটা ভাবতে পারিনি, ভাইভা পরীক্ষাতে যেই পুলিশ পরীক্ষা নিবে গিয়ে দেখলাম সেও পরিচিত সেখানেও খুব বেশি একটা ভোগান্তি নেই।

ভাই পরীক্ষা দেওয়ার পর এখান থেকে বের হয়ে আমি আমার ট্রেনিং সেন্টারে চলে গেলাম, যেহেতু অনেকদিন ধরে ড্রাইভিং করা হচ্ছে না তাই সেখানে গিয়ে কিছুক্ষণ ড্রাইভিং টেস্ট করব। গিয়ে দেখলাম সেখানে বেশ বড় শুটিংয়ের আয়োজন করা হয়েছে কিছু জায়গা কভার করার জন্য আমরা পর্দা দিয়ে জানালাগুলো আড়াল করেছিলাম অর্থাৎ শুটিংয়ের কাজে সাহায্য করেছি।


IMG_20240320_140955.jpg

IMG_20240320_143832.jpg


এরপর কয়েকটা প্র্যাকটিস করে বিআরটিসি'র পরিচালকদের সাথে নিয়ে চলে গেলাম ড্রাইভিং টেস্ট দিতে, যেহেতু পরিচালক আমাদের সাথে ছিল তাই কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমরা সিরিয়াল পেয়ে গেলাম, প্রায় প্রায় ৩০০ জন মানুষকে ওভারটেক করে তিনি আমাদেরকে পরীক্ষা দিতে নিয়ে গেলেন, অবশ্য যখন তারা শুনতে পেয়েছে আমরা সেপ এর স্টুডেন্ট তখন সবাই আমাদেরকে আগে পরিচয় দেয়ার সুযোগ করে দেয়। নিজের কাছে খানিকটা ভিআইপি মনে হচ্ছিল, নিজের পরীক্ষার আগে ও পরে অন্য মানুষের পরীক্ষা গুলো দেখছিলাম বেশ মজার পরিস্থিতি ক্রিয়েট হয় এখানে।


IMG_20240320_152146.jpg

IMG_20240320_152148.jpg

IMG_20240320_154659.jpg

IMG_20240322_234608.jpg


অবশেষে মেসেজের মাধ্যমে কনফার্ম করা হলো সবগুলো পরীক্ষায় ক্র্যাক করতে পেরেছি, এতে আমি নিজেও খুশি, এমনিতে আমার কোথাও ভুল হবে না তার পরেও কিছু টাকা দিতে হয়েছে এটা সত্যি, আসলে সরকারি জিনিস ছাড়া নাকি কিছুই হয় না। কনফিডেন্স দেখার পরেও তাদের কথা শুনে মনে হবে টাকা না দিলে ফেল। যাইহোক তিতা মিঠা দুই ধরনের অভিজ্ঞতা হয়েছে ড্রাইভিং টেস্ট দিতে এসে।


আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 8 months ago 

খাঁটি বাংলায় বলতে গেলে টাকা ছাড়া যেন কোন কিছুই হয় না। আপনার যতই দক্ষতা থাকুক টাকার কাছে সব মূল্যহীন। সবশেষে আপনি সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 7 months ago 

যেখানে বলা হয়েছিল প্রশিক্ষণের পর আমরা ফ্রি লাইসেন্স পাব, উল্টো আমরা প্রত্যেকে বেশ ভালো একটা হাত খরচ পাব। হাত খরচ পাব কিনা জানিনা তবে আমাদের ৬-৭ হাজার টাকা খরচ হয়ে গেছে। টাকা ছাড়া আসলেই কিছু হয় না।

 8 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। ডাইভিং টেস্ট পরীক্ষা দেওয়ার অনুভূতি আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। পরীক্ষায় পাশ করার জন্য তাদের অনেক দাবি রয়েছে আসলে এই বিষয়টি বাংলাদেশে এখন প্রত্যেকটা সরকারি অফিসে প্রযোজ্য রয়েছে ভাই। আসলে সরকারি অফিসাররা এখন ঘুষ ছাড়া আর কোন কাজই করতে চায় না। আপনি অবশেষে মেসেজের মাধ্যমে কনফার্ম হলেন সবগুলো পরীক্ষায় ক্র্যাক করতে পেরেছি জেনে আমার কাছে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

সবকিছু দেয়ার পরেও ঠিকঠাক ভাবে লাইসেন্স হাতে পেলেই হয়, কেননা এটা হাতে পেতেও নাকি অনেক সময় লাগে। তাড়াতাড়ি পাওয়ার জন্যেও দালাল ধরতে হয়।

 8 months ago 

আসলেই ভাইয়া পরিচিত থাকলে সব জায়গাতেই একটু হলেও ছাড় পাওয়া যায় যেটা আপনার পোস্ট এর মাধ্যমে আজকে আবারো সুন্দরভাবে বুঝতে পারলাম। দুজন লোককে পিছনে ফেলে আপনারা আগে পৌঁছে গেলেন পরীক্ষা স্পটে। তিতা মিঠা দুই ধরনের অভিজ্ঞতায় পেয়েছেন বুঝতে পারলাম আপনার ড্রাইভিং টেস্ট পরীক্ষা দিতে এসে। আপনার দোয়ায় হয়তোবা সেদিন আর বৃষ্টি আসেনি। ড্রাইভিং ট্রেনিং টেস্ট পরীক্ষা তে আপনি সুন্দরভাবে উত্তীর্ণ হয়েছেন আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 7 months ago 

পরিচিতি বলতে আমরা সেখানকারী স্টুডেন্ট ছিলাম, আমরা কয়েকজন গলার কাটা ছিলাম কেননা আমাদেরকে অনেক আগেই পাস দেখানো হয়েছে অথচ আমরা পরীক্ষা দেইনি। তার উপর আমাদের কাছ থেকে টাকাও নেয়া হয়েছে, এসব দৌড়াদৌড়ির মধ্যে তাদের সাথে সম্পর্ক ভালো হয়েছে সবচেয়ে বড় কথা টাকার সম্পর্ক বড় সম্পর্ক।

 8 months ago 

যাগ তাহলে ড্রাইভিং লাইসেন্স হয়ে গেলো ৷ সরকারি কাজ টাকাই সব ৷কিন্তু মাঝে মধ্যে দক্ষতা লাগে ৷ আপনার দেখি কমবেশি সবাই পরিচিত ব্যাপারটা বেশ ভালো ছিল ৷ অনেক ধন্যবাদ ভাই শুভকামনা রইল অবিরাম এগিয়ে যান আপনার লক্ষে ৷

 7 months ago 

একটা জিনিস দেখেছি ঝামেলায় না পড়লে পরিচিতি বাড়ে না, ঝামেলায় পড়েছি ধরাধরি করেছি এজন্যই কিছু মানুষকে চিনেছি। যাইহোক এখান থেকে অনেক কিছু শিখলাম এখনো শেখা অনেক কিছু বাকি রয়েছে।

 8 months ago 

ভালো খারাপ দুইধরনের অভিজ্ঞতাই ছিল আপনার ড্রাইভিং টেস্ট পরীক্ষায়। তবে আপনার ভোগান্তি হয়নি খুব একটা। বেশ কয়েকজন পরিচিত থাকায় অনেক মানুষের আগেই ড্রাইভিং টেস্ট দিতে পেরেছেন। এর থেকে ভালো আর কী হতে পারে। তবে টাকা দেওয়ার বিষয়টি আমার পছন্দ হয়নি। আর না দিয়ে আপনি বা করবেন কী।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আমার মত ভোগান্তি খুব কম মানুষের হয়েছে, বেশ অনেক মাস ধরেই ভোগান্তি মধ্য দিয়ে রয়েছি, তবে হ্যাঁ শেষের কয়েক ঘন্টা বেশি ভিআইপি সার্ভিস পেয়েছি সুবিধার মধ্যে শুধু এতোটুকু।