সিংহম এগেইন || মুভি রিভিউ
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
৪ঠা নভেম্বর , সোমবার।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।আমার দেখা চমৎকার একটা মুভি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি ভালো লাগবে।
📋 কিছু তথ্য
পরিচালক | রোহিত শেঠি |
---|---|
গল্প লেখক | ক্ষিতিজ পটবর্ধন |
প্রোডাকশন | রোহিত শেঠি, অজয় দেবগন, জ্যোতি দেশপান্ডে |
অভিনয়ে | অজয় দেবগন, অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, কারিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, জ্যাকি শ্রফ |
মুক্তির তারিখ | ১ নভেম্বর২০২৪ |
চলমান সময় | ২ ঘন্টা ২৪ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
এই ছবির মধ্যে বেশ অনেকগুলো মজার জিনিস রয়েছে যেগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন আমার এই পোস্টের মাধ্যমে, সম্ভবত এটাই আমার দেখা প্রথম মুভি যেটাতে এতগুলো হিরো হিরোইন একসাথে দেখানো হয়েছে। বলিউডের সবগুলো পুলিশ ক্যারেক্টার কে একত্রে দেখানো হয়েছে এই মুভির মধ্যে সেই সাথে এই মুভিতে আরো দুইজনকে নতুন ভাবে পুলিশ ক্যারেক্টারের জন্য লঞ্চ করা হয়েছে তাদের মধ্যে একজন দীপিকা পাদুকন এবং অপর্জন হচ্ছে টাইগার।
আর মজার বিষয় হল এই গল্পটা প্রায় সবাই জানে তাই মুভির ঘটনাগুলো বুঝতে খুব বেশি একটা কষ্ট হবে না বলে আমি মনে করি, পুরো মুভিটাই রামায়ণের উপর তৈরি করা। রোহিত শেঠি বেশ ভালো মুভি রিমেক করে দেখাচ্ছে বিগত কয়েক বছরে এবং সে আরও একটা চ্যালেঞ্জ নিয়েছে তাহলে একই স্ক্রিনে কয়েকজন সুপারস্টারকে একত্রিত করে মুভি তৈরি করা। এই মুভির মধ্যে হিরোই ছিল প্রায় ৭ জনের মত, তার মধ্যে দুইজন ভিলেন হিসেবে কাজ করেছে এবং সালমান খানের এন্ট্রি রয়েছে যেটা খুবই কম সময়ের জন্য।
অজয় দেবগন, অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন, এতগুলো আলাদা আলাদা পুলিশ ক্যারেক্টার দেখানো হয়েছে এবং তারা সবাই সুপারস্টার গল্পটা একদম সহজ-সরল ভাবেই উপস্থাপন করা হয়েছে। অজয় দেবগন কে একদম বস লেভেলের প্রাধান্য দেয়া হয়েছে, অক্ষয় কুমারের দুর্দান্ত এন্ট্রি এবং অ্যাকশনটাও অসাধারণ ছিল। রণবীর সিং সব সময় কমেডি করে থাকে তবে এই মুভিতে একটু অতিরিক্ত এই কমেডি করে ফেলেছে যাই হোক ইন্টারটেইনমেন্টের ও দরকার রয়েছে, নতুনভাবে পুলিশের ক্যারেক্টারে ইন্ট্রোডিউস করানো হয়েছে টাইগার এবং দীপিকাকে।
টাইগার সব সময় বাচ্চাদের মতো অভিনয় করে কিংবা তাকে খুব বেশি একটা মানুষ একসেপ্ট না করলেও তিনি এইখানে বেশ চমৎকার অভিনয় করেছে, বলতে হবে এতদিনে তিনি অডিয়েন্সের মন মত কাজ করতে শুরু করেছে। এতদিন সবাই তার অ্যাকশন গুলোকে খুব বেশি ইনজয় করতে পারিনি কিন্তু আগামীতে তারে অ্যাকশন গুলো এবং তার লুক সবকিছুর উপরে তিনি কাজ করেছে যেটা এই মুভিতেই দৃশ্যমান রয়েছে, সবথেকে বেহুদা লেগেছে দীপিকাকে মনে হচ্ছে জোরপূর্বক তাকে পুলিশ বানিয়ে দেয়া হয়েছে, আমার খুব পছন্দের একজন অভিনেত্রী তবুও তাকে আমার এই মুভিটা খুব একটা ভালো লাগেনি তাছাড়া সালমান খানের শুধুমাত্র এক ঝলকের খুব বেশি একটা প্রয়োজন ছিল না বলে আমি মনে করি।
কিছুক্ষণ সিনপ্লে হওয়ার পরপরই রামায়ণের ঘটনার রেফারেন্স দেয়া হচ্ছে, এতে করে বুঝতেও সহজ হচ্ছে কোন ঘটনার পর কোন ঘটনা আসছে। এটা এমন একটা মুভি দর্শক জানে গল্পটা কি এবং কি হতে চলেছে এবং কিভাবে হতে চলেছে তবুও আশা করি দর্শকরা হলে গিয়ে মুভিটা দেখেছে ঘটনা জানার পরেও কেননা এখানে উপস্থাপন ছিল খুবই দুর্দান্ত। সেই ছাড়াও একই মুভিতে এতগুলো ক্যারেক্টার এতগুলো সুপারস্টারকে দেখতে পারবে আমার মনে হয় না দর্শকরা এই সুযোগটা হাতছাড়া করবে।
এই মুভিতে বিশেষ করে ভিলেনদেরকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করার প্রয়োজন আছে বলে আমি মনে করি, অর্জুন কাপুর ও জ্যাকি শ্রফ এই দুটো মানুষকে বেশ ভালো মানিয়েছে ঘিরে নিয়ে যাবে তবে অর্জুন কাপুরকে বিশেষভাবে উপস্থাপন করতে চাই, উনি হিরো হিসেবে বলিউডের পরিচিত হলেও খুব বেশি একটা দর্শকের নজরে আসতে পারেননি, তবে এতদিনে মনে হচ্ছে তিনি তার একচুয়াল ক্যারেক্টার পেয়েছে, হিরো হতে গিয়ে তার মত দুর্দান্ত একটা ভিলেন হয়তো বা বলিউড মিস করতে চলেছিল। হিরোর থেকে সে কয়েকগুণ বেশ ভালো ক্যারেক্টার ফুটিয়ে তুলতে পেরেছে খলনায়ক হিসেবে। এতগুলো আলাদা আলাদা পুলিশ ক্যারেক্টার তাদের উপর একজন ভিলেন ভারী হয়ে গিয়েছিল।
মুভি ট্রেলের ভিডিওটাই অসাধারণ আপনার মুভিটা দেখার আগ্রহ কয়েকগুন বাড়িয়ে দেবে।
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
এই নায়ক তার অভিনয় আমার কাছে খুব ভালো লাগে। আমি মাঝেমধ্যে হিন্দি সিনেমা দেখলে এই নায়কের সিনেমা খুঁজে থাকি। বিশেষ করে অ্যাকশন জ্যাকসন মুভিটা আমার খুবই প্রিয়। যাইহোক এই সিনেমাটা একটু দেখলাম, পরবর্তীতে সম্পূর্ণ দেখার চেষ্টা করব।
সিংহম মুভিটা দেখেছিলাম অনেক দিন আগে। তবে এই মুভিটা দেখা হয়নি আমার। এই মুভির রিভিউ পড়ে ভীষণ ভালো লাগলো ভাই। অজয় দেবগন এককথায় দুর্দান্ত অভিনয় করে থাকে। সময় পেলে মুভিটা দেখার চেষ্টা করবো। যাইহোক এই মুভির রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।