কৃষকের ঘাস কাটার দৃশ্য ডিজিটাল অংকন By-@salmanabir |১০% লাজুক খ্যাঁক এর জন্য|

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

আশা করি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হলাম। এটি আমার প্রথম ডিজিটাল আর্ট। আমি আশা করি আপনি আমার শিল্প পছন্দ করবেন। চলুন ধাপে ধাপে এখন শুরু করা যাক

💓ফাইনাল লুক💓

20220422_115225_0000.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

আমি সবসময় গ্রামীণ পরিবেশ তুলে ধরতে পছন্দ করি। কারণ আমি গ্রামীণ পরিবেশে বড় হয়েছি। তাই গ্রামের সবকিছু আমার অনেক বেশী ভালো লাগে । এ জন্য আপনাদের গ্রামীণ পরিবেশের দৃশ্য গুলো দেখাতে পারলে আমার নিজের কাছে অনেক ভালো লাগে

💓ধাপ-১💓

IMG_20220422_115325.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

প্রথমে আমি ক্যানভা এপ ওপেন করে নিব, এরপর আমি কাস্টমস সাইজ তৈরী করে নিব আমি দৈর্ঘ্য নিয়েছি ১২০০ এবং প্রস্থ নিয়েছি ১০৫০।আমার কাজের জন্য এই সাইজ সিলেক্ট করা খুবিই ভালো ছিল

💓ধাপ-২💓

IMG_20220422_115343.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ক্যানভা সার্চ বক্সে আমি ওয়াটার লিখে সার্চ করলাম অনেক গুলো পি এন জি চলে আসল আমি আমার পছন্দ অনুযায়ী একটি নিয়ে নিলাম

💓ধাপ-৩💓

IMG_20220422_143458.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

এবার আমি ঘ্রাস লিখে সার্চ করলাম, এখানে ও পছন্দ মতো একটি নিয়ে নিলাম এবং সঠিক জায়গায় বসিয়ে দিলাম হালকা একটু সবুজ কালার করে নিলাম

💓ধাপ-৪💓

IMG_20220422_144102.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

এখন আমি একজন কৃষকের ছবি যুক্ত করে দিলাম,এবং পোশাক কালার করে দিলাম।অনেক কালার আছে পছন্দ মতো দেওয়া যায়

💓ধাপ-৫💓

IMG_20220422_144952.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

এই পর্বে আরো একজন কৃষকের ছবি এড করে দিলাম , একজন কৃষক দেখত কেমন শুন্য লাগতেছিল তাই চিন্তা করে আরো একজনকে এড করে দিলাম। এবার মোটামুটি ভালো দেখাচ্ছে এবং কৃষক দুইজনকে ঘাসের পিছনে নিয়ে গেলাম

💓ধাপ-৬💓

IMG_20220422_145740.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

একটি মেঘাচ্ছন্ন সূর্য এড করে দিলাম, এবং কালো রঙ করে দিলাম আমার লক্ষ্য একটি মেঘলা আকাশ তৈরী করা

💓ধাপ-৭💓

IMG_20220422_151113.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

এবার আকাশ কালো করে দিলাম, আমরা জানি যে আকাশ মেঘলা হলে কালো হয়ে যায়। তাই কালোরঙ করে দিলাম এবং বৃষ্টি নামিয়ে দিলাম।কৃষকদের কথা চিন্তা করে করেই বৃষ্টি নামানো হলো

💓 শেষ ধাপ💓

IMG_20220422_115132.jpg

এই শিল্পটি আমার নিজস্ব প্রতিভা ব্যবহার করে তৈরি করা হয়েছে, আমি কোন সাইটের সাহায্য ছাড়াই তৈরি করছি। আশা করি আপনাদের ভালো লাগবে

কারিগরআবির
এপ্সক্যানভা
আর্ট টাইপডিজিটাল
প্রকাশের তারিখ২২/০৪/০২২

Canva link

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCyUAiXP2m1nJD351cseM5n4M89xXhNLcb3dfeBgH335jTD3fckm2SGxKbkuyaYT9Rbj1HAaZjPRVYnDLZispU1b7cSCEpskiFW34Y9LgmdWwdW6MPBDx.png

আবার দেখা হবে নতুন কোন ব্লগে, আপনার সু-স্বাস্থ্য কামনা করেই আজকে বিদায় নিচ্ছি

                 ❤আল্লাহ হাফেজ❤

ভালোবাসায়🥰
@salmanabir

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

Sort:  
 2 years ago 

আইডিয়াটা বেশ ভালোছিলো ভাইয়া। আর্ট টি দেখতে খুবই সুন্দর হয়েছে। কৃষক, আকাশে মেঘ ও মেঘের উপারে সূর্য সব মিলিয়ে খুব সুন্দর একটি পরিবেশ তৈরি করেছেন। আসলেই ভালো লাগার মতো ও মন ভালো করার মতো একটি আর্ট।

শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

কৃষকরা কঠোর পরিশ্রম করে ফসল ফলায়, আর আপনি আজকে কৃষকদের এই পরিশ্রমের দৃশ্য ডিজিটাল অংকন এর মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার ডিজিটাল অংকনটি আমার খুবই ভালো লেগেছে।

 2 years ago 

জ্বী আমাদের দেশের কৃষকরা অনেক পরিশ্রম করে কিন্তু নেজ্য মূল্য পায় না,ধন্যবাদ মতামত দেওয়ার জন্য

 2 years ago 

জাস্ট অসাধারণ হয়েছে ভাইয়া। কৃষকের ঘাস কাটার ডিজিটাল দৃশ্য দেখে অনেক ভালো লাগলো। ডিজিটাল দৃশ্য প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এরকম ডিজিটাল আর্ট দেখতে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আমার ব্লগটিতে মন্তব্য করার জন্য

 2 years ago 

ভাই আমি আপনারে ক্যানভা দিয়ে তৈরি কৃত এই ডিজিটাল চিত্রাংকনের প্রত্যেকটা ধাপ খুব মনোযোগ সহকারে দেখলাম। আপনি খুব গভীরভাবে চিন্তাভাবনা করে প্রতিটা ধাপে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। তবে ক্যানবা দিয়ে যে এরকম ডিজিটাল কার্ড তৈরি করা যায় আমার সত্যি জানা ছিল না। কারণ আমি ক্যানবা ইউজ করি অতটা ভালো ধারনা নাই। তবে আপনার এই ডিজিটাল আর্টটি দেখে আমি খুবই উৎসাহিত হয়েছি এবং আমিও চেষ্টা করব ডিজিটাল আর্ট তৈরি করার। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে এত চমৎকার একটি ডিজিটাল আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমিও বেশ ভালো জানতাম না ইউটিউবে টিউটোরিয়াল দেখলাম এখন দেখি ক্যানভা দিয়ে অনেক কিছুই করা যায়। ধন্যবাদ মতামত দেওয়ার জন্য

 2 years ago 

ভাইয়া আপনার আর্টটি দেখে আমি প্রথমে ভেবেছিলাম যে এটি হয়তো জল রং দিয়ে আঁকা। পরে দেখলাম যে এটি ডিজিটাল আর্ট। আপনার প্রথম ডিজিটাল আর্ট দেখে একদমই মনে হচ্ছে না। খুবই চমৎকার করে আপনি কৃষকের ঘাস কাটার আর্টটি করেছেন। খুব ভালো লেগেছে আমার কাছে আপনার আর্টটি।

 2 years ago 

তানিয়া আপু খুবই সুন্দর মতামত দিছেন,আসলে আর্ট সম্পর্কে আগে মোটামুটি ধারণা ছিল কিন্তু কখনো করা হয় নায়। ধন্যবাদ আপু

 2 years ago 

ডিজিটাল আর্ট এর মাধ্যমে কৃষকের ঘাস কাটার দৃশ্য অঙ্কন করে ফেললেন না। এই ধরনের দৃশ্যগুলো গ্রাম অঞ্চলগুলোতে সরাসরি দেখতে পাওয়া যায়। একইসাথে আপনি বৃষ্টি পড়ার দৃশ্য অঙ্কন করেছেন। আপনার প্রতিভা দেখে মুগ্ধ হলাম।

 2 years ago 

জ্বী ভাই একটু ভালো কিছু করার চেষ্টা করি দোয়া করবেন, ধন্যবাদ ভাই

 2 years ago 

বা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে তো চমৎকার একটি ডিজিটাল আর্ট তৈরি করেছেন আপনি।ভালই লাগছে পুরো আর্ট টি।আর অঙ্কনের বর্ণনা গুলও অনেক চমৎকার ছিল।

 2 years ago 

জ্বী ভাই চেষ্টা করলাম ভালো কিছু করার জন্য ধন্যবাদ,দোয়া করবেন

 2 years ago 

আমার বাংলা ব্লগের ভাই ও বোনেরা দিনে দিনে এতটাই উন্নতি করছে যা বলার মত নয়। কেউ দেখছি অংকন শিখছে আবার কেউ দেখছি ডিজিটাল আর্ট শিখছে। আর তা দেখে আমিও উদ্ভুদ্ধ হচ্ছি। ভাইয়া আপনার ডিজিটাল আর্ট দেখে কোনভাবেই বোঝার উপায় নেই আপনি এই প্রথম ডিজিটাল আর্ট করলেন। আমার কাছে মনে হচ্ছে আপনি অনেক অনেক দিন থেকেই এই ডিজিটাল আর্ট এর দক্ষতা অর্জন করেছেন। সত্যি ভাইয়া আপনার অসাধারণ সুন্দর এই ডিজিটাল আর্ট আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আগামীতে আরও সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট আমাদের মাঝে উপস্থাপন করবেন এই প্রত্যাশা করছি। ধন্যবাদ।

 2 years ago 

বাহ! এতো সুন্দর মন্তব্য দেখে মনে চাচ্ছে এখনী আবার আর্ট করতে বসি । অসংখ্য ধন্যবাদ ভাই ভালোবাসা রইল

 2 years ago 

ডিজিটাল অঙ্কন গুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে কৃষকের ধান কাটার দৃশ্য ডিজিটালভাবে অঙ্কিত করেছেন। কৃষকদের দেখতে সুন্দর লাগছে। একজন কৃষক দাড়িয়ে একজন কৃষক বসে ধান কাটছে। এদিকে আকাশে মেঘ জমে আছে।সব মিলিয়ে অসাধারণ হয়েছে আপনার চিত্রটি।

 2 years ago 

আপু আরো একটি বিষয় মজার ছিল একজন কৃষাণী ছিল, ধন্যবাদ আপু

 2 years ago 

এরকম দৃশ্য প্রায়ই গ্রাম অঞ্চলে দেখা যায়।গ্রাম অঞ্চলে ধান কাটার সময় যখন ভারী বৃষ্টি হয় তখন আমরা এরকম একটি দৃশ্য দেখতে পাই। আপনি খুবই সুন্দর ভাবে দৃশ্যটি ডিজিটাল আর্ট এর মাধ্যমে তুলে ধরেছেন।যা দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকেও ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61258.65
ETH 3372.50
USDT 1.00
SBD 2.53