আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা- ১৩ || শেয়ার করো তোমার বসন্তের ফুলের ফটোগ্রাফি || 10% for @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আচ্ছালামুয়ালাইকুম,

আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি।কোকিলের ডাক শুনি আর নাই বা শুনি তবে বসন্ত এটা জানি।কেননা আম গাছে মুকুল ধরছে গাছের পাতা শূন্য হয়ে নতুন পাতা আসতে শুরু করছে।তবে আগের মতো করে বসন্তের আমেজ এখন আর নাই।তবে অন্য কিছু না হলে ফুল সময় মতো করে ফুটে।সবাই বলে যে ফুল ফুটুক আর নাই বা ফুটুক আজ বসন্ত, তবে আমি দেখি ফুল তার সময় মত সত্যিই ফুটে।গাছ যতোদিন থাকবে ফুল ততোদিন ফুটবে।আজকে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি বসন্তের ফুলের ফটোগ্রাফি নিয়ে। অনেকেই ইতিমধ্য অংশগ্রহণ করে ফেলছে যেটা আমি দেখতে পেলাম যে সবার ফটোগ্রাফি ঘুরেফিরে একই ফটো নিয়ে।আমি যে ফটোগ্রাফি গুলো করব তাও দেখি তাদের সাথে মিলে যায়। তাই আমি একটু অন্যভাবে চিন্তা করলাম যে নাইট মুডে ছবি তুলব।সবার থেকে একটু ব্যাতিক্রম না হলে কেমনই বা হয়।এবার শেয়ার করব আমার বসন্তের ফটোগ্রাফি গুলো।

20220302_085450.jpg

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkBkWk1u8SpUsMxtnvvkpEdG9k24LGffM4vafoB8ay5hmyhYiHGqDWUzDU9pSju8cwbooSUHv4mEtxyF4bho8GTsaSC2vjZnHfafqmd4yWV8MhwjYaFY9U.png

                   🌸লাল গোলাপফুল🌸

IMG_20220301_212728.jpg

W3W

qjrE4yyfw5pQYiuVvgYiUBP16WHGGN7UNn1BCdGdZ7Pqt5ejdN1pYbiJfffmPVftKx1q8cCb7trUUADfNgwYFsycRxJvEsXJExW1bpGp6x1qM8sd6JphbiMk.png

ফুলের রানী। সবারই পছন্দের একটি ফুল এবং যে অন্য কোন ফুলের নাম জানে না সেও এই ফুলের নাম জানে। এই ফুলকে ঘীরেই ভালোবাসাবাসি হয় আমিও জীবনে কাউকে ভালোবাসছিলাম আর এই ফুল দিয়েই তাকে প্রপোজ করছিলাম। কতো স্মৃতি যাই হোক সে দিকে না যাই

                  🌸মোরগফুল🌸

IMG_20220301_212824.jpg

W3W

qjrE4yyfw5pQYiuVvgYiUBP16WHGGN7UNn1BCdGdZ7Pqt5ejdN1pYbiJfffmPVftKx1q8cCb7trUUADfNgwYFsycRxJvEsXJExW1bpGp6x1qM8sd6JphbiMk.png

এই ফুলের নাই কোন ঘ্রান তবে এই ফুল যে কোন বাড়িকে সাজিয়ে রাখতে পারে। গাছ গুলো বেশী বড় হয় না, বাড়ির ছাদে এবং বারান্দায় লাগানো যায়।বাড়ির অনেক সৌন্দর্য বাড়িয়ে দেয়। তবে মজার ব্যাপার হলো এই গাছে পাতা কম থাকে কিন্তু ফুল অনেক বেশী হয়

                  🌸জুইফুল🌸

IMG_20220301_211933.jpg

W3W

qjrE4yyfw5pQYiuVvgYiUBP16WHGGN7UNn1BCdGdZ7Pqt5ejdN1pYbiJfffmPVftKx1q8cCb7trUUADfNgwYFsycRxJvEsXJExW1bpGp6x1qM8sd6JphbiMk.png

মাত্র কয়েকটি পাপড়ী এই জুই ফুলের, ফুল ফোটার একদিন পরেই আবার ঝড়ে পরে পাপড়ী গুলো।গাছ গুলো লতার মতো হয়ে থাকে পাতা গুলোও বেশ ছোট ছোট।ফুলের কোন ঘ্রান হয় না

              🌸হাসনাহেনা ফুল🌸

IMG_20220301_213257.jpg

W3W

qjrE4yyfw5pQYiuVvgYiUBP16WHGGN7UNn1BCdGdZ7Pqt5ejdN1pYbiJfffmPVftKx1q8cCb7trUUADfNgwYFsycRxJvEsXJExW1bpGp6x1qM8sd6JphbiMk.png

আমার পছন্দের ফুল রাত যতো গভীর হয় ফুলের ঘ্রান ততোই বেড়ে যায়। কতোবার যে এই ফুলের ঘ্রানে গভীর রাতে ঘুম ভেংগে যেত।আমার মনে এই ফুলেই সব থেকে বেশী ঘ্রান ছড়ায়। গাছ গুলতে কয়েকটি ঠালপালা থাকে, গাছ আকারে বেশী বড় হয় না

                 🌸হলুদ গাদাফুল🌸

IMG_20220301_210730.jpg

W3W

qjrE4yyfw5pQYiuVvgYiUBP16WHGGN7UNn1BCdGdZ7Pqt5ejdN1pYbiJfffmPVftKx1q8cCb7trUUADfNgwYFsycRxJvEsXJExW1bpGp6x1qM8sd6JphbiMk.png

ছোট একটি গাছ কিন্তু ফুল থাকে অনেক গুলো এবং ফুল গুলো বেশ অনেক বড় হয়ে থাকে।এই ফুলেও ঘ্রান ছড়ায় ফুল গাছেই শুকিয়ে যায় আবার সে ফুল থেকেই বীজ হয়।মাঝে মাঝে এমন ও হয় বীজ দিয়ে আবার ঐ স্থানে ফুল গাছ হয়ে যায়। একটু পরিচর্যা করলেই গাছ গুলো অল্প দিনেই বড় হয়ে যায়

               🌸লাল ডালিয়া🌸

IMG_20220301_210919.jpg

W3W

qjrE4yyfw5pQYiuVvgYiUBP16WHGGN7UNn1BCdGdZ7Pqt5ejdN1pYbiJfffmPVftKx1q8cCb7trUUADfNgwYFsycRxJvEsXJExW1bpGp6x1qM8sd6JphbiMk.png

ফুল গুলো অনেক বড় হয় কিন্তু গাছ গুলো বেশী শক্ত হয় না এবং বেশী বড় হয় না।একটা গাছে তিন চারটি ফুল ধরলে গাছ আর সোজা দাঁড়িয়ে থাকতে পারে না। তখন এদের সাহায্যের জন্য লাঠি বাজিয়ে দিতে হয়

               🌸আমের মুকুল🌸

IMG_20220301_211811.jpg

W3W

qjrE4yyfw5pQYiuVvgYiUBP16WHGGN7UNn1BCdGdZ7Pqt5ejdN1pYbiJfffmPVftKx1q8cCb7trUUADfNgwYFsycRxJvEsXJExW1bpGp6x1qM8sd6JphbiMk.png

বসন্তে ফুল ফুটুক আর নাই ফুটুক আম গাছে মুকুল ধরবেই,আম গাছে মুকুল দেখলেই বুজা যায় যে বসন্ত এসে গেছে

                 🌸গেট ফুল🌸

IMG_20220301_210845.jpg

W3W

qjrE4yyfw5pQYiuVvgYiUBP16WHGGN7UNn1BCdGdZ7Pqt5ejdN1pYbiJfffmPVftKx1q8cCb7trUUADfNgwYFsycRxJvEsXJExW1bpGp6x1qM8sd6JphbiMk.png

*এই ফুল যে কোন বাড়ির গেটের সামনে লাগিয়ে দিলে অনেক সুন্দর দেখায়।গাছ গুলো লতার মতো বিভিন্ন দেয়ালে দেয়লে ছড়িয়ে যায়। মাঝে মাঝে যখন ডাল পালা গুলো বড় হয় একটু ছাটাই করে দিতে হয়।তাহলেই আর বেশী বড় হতে পারে না

                🌸ক্যাকটাস ফুল🌸

IMG_20220301_210826.jpg

W3W

qjrE4yyfw5pQYiuVvgYiUBP16WHGGN7UNn1BCdGdZ7Pqt5ejdN1pYbiJfffmPVftKx1q8cCb7trUUADfNgwYFsycRxJvEsXJExW1bpGp6x1qM8sd6JphbiMk.png

এই গাছ গুলো খুবই ছোট হয় এবং ফুল গুলোও অনেক ছোট কিন্তু দেখতে অনেক সুন্দর।ফুলে কোন ঘ্রান ছড়ায় না শুধু দেখতেই সুন্দর।গাছ লাগালোন পর প্রতিনিয়ত পানি দিতে হয়

             🌸অলকানন্দা ফুল🌸

IMG_20220301_212114.jpg

W3W

qjrE4yyfw5pQYiuVvgYiUBP16WHGGN7UNn1BCdGdZ7Pqt5ejdN1pYbiJfffmPVftKx1q8cCb7trUUADfNgwYFsycRxJvEsXJExW1bpGp6x1qM8sd6JphbiMk.png

এই ফুলেও কোন ঘ্রান ছড়ায় না শুধু সৌন্দর্য, অন্য যে ফুল গাছ গুলো শেয়ার করছি তা মধ্য এই ফুল গাছ অনেক বড় হয়।অনেক ডাল পালা থাকে

                🌸রজ্ঞন ফুল🌸

IMG_20220301_224914.jpg

W3W

qjrE4yyfw5pQYiuVvgYiUBP16WHGGN7UNn1BCdGdZ7Pqt5ejdN1pYbiJfffmPVftKx1q8cCb7trUUADfNgwYFsycRxJvEsXJExW1bpGp6x1qM8sd6JphbiMk.png

এই ফুল গুলো আমার বেশী ভালো লাগে ছোটবেলা এই ফুল ছিড়ে মধু খাইতাম, ফুলের যে ডাটা থাকে তার নিচ অংশ মুখে নিয়ে টান দিলে বেশ মিষ্টি মিষ্টি লাগে

                 🌸বাগান বিলাস🌸

IMG_20220301_212458.jpg

W3W

qjrE4yyfw5pQYiuVvgYiUBP16WHGGN7UNn1BCdGdZ7Pqt5ejdN1pYbiJfffmPVftKx1q8cCb7trUUADfNgwYFsycRxJvEsXJExW1bpGp6x1qM8sd6JphbiMk.png

                 🌸হলুদ কসমস🌸

IMG_20220301_213014.jpg

W3W

qjrE4yyfw5pQYiuVvgYiUBP16WHGGN7UNn1BCdGdZ7Pqt5ejdN1pYbiJfffmPVftKx1q8cCb7trUUADfNgwYFsycRxJvEsXJExW1bpGp6x1qM8sd6JphbiMk.png

             🌸মাল্টা গাছের ফুল🌸

IMG_20220225_174735.jpg

W3W

নিজ হাতে রোপন করা মালটা গাছ,প্রতি বছর গাছে ১০/১২ টা মাল্টা হয়। খুবই মিষ্টি হয়ে থাকে তবে ফল পাকলে হলুদ হয় না

অংশগ্রহণ নিয়ে কথা

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগল,সবাই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে অংশগ্রহণ করছে। আমার অংশগ্রহণ করা নিয়ে একটু মজার ব্যাপার আছে। যেদিন শুভ ভাই বসন্তের ফটোগ্রাফি নিয়ে ইভেন্ট ব্যাপারে বল্লো তখন তো আমি একটু অবাগ হলাম। কেননা এর আগে আমি অনেক ফুলের ফটোগ্রাফি নিয়ে পোস্ট করছি। আমার গ্রামে যত ফুলের গাছ এবং বনফুল ছিল সব ফুলের ফটোগ্রাফি পোস্ট করে দিয়েছি।তখন ভাবলাম অংশগ্রহণ করব না কেননা ফুল আমার আশে পাশে নাই।তবে মনে মানে না আমি যেটা পারি সেখানে অংশগ্রহণ না করলে কেমন হয়। জেতা আমার কাছে বড় ব্যাপার না আমি কি পারি এটা দেখানোই আমার ভালো লাগে। এই জন্য চলে আসলাম বরিশাল আমার ক্যাম্পাসে।সেখান থেকেই সকল ফটো গুলো ধারণ করে নিলাম।

ফটোগ্রাফার@salmanabir
ডিভাইসশাওমি রেডমি নোট ৫
লোকেশনছবির সাথে সংযুক্তি
পোস্টের ধরণফটোগ্রাফি
তারিখ০২-০৩-২০২২

আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগছে।

আমি আবির ইউজার নাম @salmanabir । যুক্ত আছি বরিশাল থেকে। সব সময় চেষ্টা করি মানুষকে সাহায্য করার জন্য। জীবনে কাউকে এখনো ক্ষত করি নায়। বাকি জীবন ও ভালোভাবেই কাটাতে চাই।দোয়া করবেন সবাই।

             🌳আল্লাহ হাফেজ 🌳
Sort:  
 3 years ago 

রাতের বেলা ছবিগুলো দেখে খুবই ভাল লেগেছে। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর করে সময় নিয়ে বসন্তের অপরূপ সৌন্দর্যের ছড়ানো ফুলের ছবিগুলো তুলেছেন। আশা করি আপনি এই প্রতিযোগিতায় প্রথম সারিতে অবস্থান করবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ, ভাল থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ প্রিয় ভাই💓আপনার জন্যও দোয়া রইল।

 3 years ago 

ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুবই সুন্দর হয়েছে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো। আপনি অনেক দক্ষতার সাথে এই ফটোগ্রাফিগুলো করেছেন। দেখে খুবই ভালো লাগলো। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ স্বপন ভাই গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

ওয়াও ভাইয়া জাস্ট অসাধারণ হয়েছে। আমি দুইবার আপনার পোস্ট দেখেছি। রাতের বেলায় এরকম ছবি সত্যিই ইউনিট। আপনার প্রতিটা রাতের ফটোগ্রাফি অনেক সুন্দর করে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপনি দেখছি সবগুলো ফটোগ্রাফি রাতে করেছেন। সামনে ফুল গুলো অনেক আকর্ষণীয় কালার এবং চারপাশে অন্ধকার কালো বিষয়টা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। দিনের আলোতে ছবি তুললে এক রকমের সুন্দর আবার রাতের অন্ধকারের ছবিগুলো অন্য রকমের সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। আলাদা করে কোন ফুলের নাম বলছি না কারণ সবগুলোই সুন্দর। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ প্রিয় আপু খুবই সুন্দর মন্তব্য করছেন

 3 years ago 

প্রতিযোগিতার জন্য খুব চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। একটা ফুল আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রত্যেকটি ফুলের বর্ণনা খুব সুন্দর ভাবে করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ প্রিয় ভাই খুবই সুন্দর মন্তব্য করছেন, ভালোবাসা রইল আপনার জন্য।

 3 years ago 

বসন্তের অপরূপ সৌন্দর্যময় ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগছে। আপনি খুবই সুন্দরভাবে ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে দেখার সুযোগ করে দিয়েছেন। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ রায়হান ভাই অনেক সুন্দর মন্তব্য করছেন।শুভেচ্ছা রইল আপনার জন্য

ক্যামেরা খুব উন্নতমানের না হলে রাতের ছবিগুলি খুব একটা ভালো আসেনা। যদি ও আপনার ছবিগুলি মোটামুটি ভালই হয়েছে। তবে দিনের আলোতে তুললে এই ছবিগুলি আরো সুন্দর আসতো। তবে আপনি যে ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেছেন এটাকে সাধুবাদ জানাই। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ লিডার❤সুন্দর মতামত দেওয়ার জন্য

 3 years ago 

প্রতিটি ফুলে ছিল অসাধারণ এবং সাথে খুব সুন্দর করে ব্যাখ্যা করে গেছেন। আর আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে আপনি ফুলের জগতে হারিয়ে গিয়েছে। আর এত সুন্দর ফুলগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

 3 years ago 

আর হ্যা ফুলের রাজ্যে হারিয়ে গেছিলাম, ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য

 3 years ago 

চলমান এই বসন্তের ফুলের ফটোগ্রাফিতে অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার এই ফটোগ্রাফি গুলো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। আমি আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ, কোনটা রেখে কোনটা আর প্রশংসা করবো আমি ভেবেই পাচ্ছি না প্রতিটা ফুল আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর মনমুগ্ধকর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ প্রিয় ভাই আপনি অনেক ভালো মন্তব্য করছেন দেখে খুবই ভালো লাগলো

 3 years ago 

ওয়াও ভাই খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুলের ফটোগ্রাফি দেখতে এমনিতেই অনেক ভালো লাগে। কিন্তু আপনি রাতের বেলায় ফটোগ্রাফি করছেন সেই জন্য দেখতে এটা অনেক সুন্দর লাগছে। এককথায় অসাধারণ অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রিয় কাওসার ভাই খুবই সুন্দর মতামত দিছেন, ধন্যবাদ আপনাকে