আসসালামু আলাইকুম,
প্রিয় পরিবারের ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের পরিবারের সবাইকে নিয়ে। নিশ্চয়ই অনেক ব্যস্ততার মধ্যে সময় গুলো যাচ্ছে। ঈদ অনেক কাছে চলে আসলো সবাই বাড়িতে ফেরার পালা। সবার কেনাকাটা গুলো করে নিয়ে নিজের পরিবারের প্রিয় মানুষগুলোর সাথে একই সাথে ঈদের আনন্দ গুলো উপভোগ করার জন্য সবাই শহর ছেড়ে গ্রামে যাবেন। ঈদের ছুটিতে যাওয়ার আনন্দ টুকু বেশ ভালো লাগে। সেই কথা মনে করলে আমার খারাপ লাগে। আমিও ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে। তবে এবারে গ্রামে যেতে পারবো না শহরে ঈদ করতে হবে। যেহেতু বাচ্চারা আছে তারা গ্রামে যেতে চাই কিন্তু অসুস্থতার কারণে গ্রামে যাব না এবারে শহরে কাটাবো। হয়তো বাচ্চারা ঈদের দিন গ্রামে যেয়ে ঘুরে আসবে। দোয়া করি সবার ঈদ যেন ভালোভাবে কাটে কোন ধরনের বিপদ আপদ যেন না হয় যাতায়াত পথে। বন্ধুরা আপনারাও আমার জন্য দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকতে পারি।

আজকে আমি হাজির হয়েছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য। কোন কিছু তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে পারলে খুব ভালো লাগে। বিশেষ করে রঙ্গিন কাগজ দিয়ে কিংবা ক্লে দিয়ে কোন ডাই প্রজেক্ট তৈরি করতে পারলে খুব ভালো লাগে। কিন্তু এখন তো তেমন কিছু করা হচ্ছে না। যেহেতু শারীরিকভাবে অসুস্থ এত বেশি সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তারপরেও চেষ্টা করি যতটুকু সময় সুযোগ পায় সবার সাথে ভিন্ন কিছু তৈরি করে শেয়ার করে নেওয়ার। বন্ধুরা তাই আমি আজকে আপনাদের সাথে একটি ডাই প্রজেক্ট তৈরি করে নিলাম ক্লে দিয়ে। দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই একটি জল ভরা পুকুরে শাপলা ফুলের দৃশ্যটি আমি তৈরি করেছি। একটি পুকুরে ঘাস থাকে শাপলা ফুল থাকে আরো অনেক কিছু দৃশ্য দেখা যায় গ্রামের পুকুরে। আমি কিভাবে তৈরি করেছি শাপলা ফুল এবং পুকুরের চারপাশের বিভিন্ন দৃশ্য সেই ধাপ সমূহ আমি ধাপে ধাপে উপস্থাপন করে নিয়েছি।

আশা করি বন্ধুরা আমার আজকের শেয়ার করা ডাই প্রজেক্ট আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিনিয়ত চেষ্টা করি সময় সুযোগ পেলে এই ধরনের কিছু ক্রিয়েটিভ বিষয় আপনাদের সাথে শেয়ার করে নিতে। কেমন লাগলো বন্ধুরা মতামত দিয়ে জানাবেন। তাহলে শুরু করে নেয়া যাক বন্ধুরা.

প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

ডাই প্রজেক্ট তৈরির ধাপ সমূহঃ
প্রথম ধাপঃ
প্রথম ধাপে আপনারা দেখতে পাচ্ছেন সাদা কাগজ নিয়েছি। গোলাকার সাইজ করে কেটে নিয়ে এরপরে নীল রংয়ের ক্লে নিয়েছি। ক্লে নিয়ে সাইজ করে কাটা সাদা কাগজের উপর দিয়ে সমান করে নিলাম।



দ্বিতীয় ধাপঃ
এরপর কালো রং নিয়ে পুকুর তৈরি করে নেওয়ার চারপাশে কালো ক্লে দিয়ে সাজিয়ে নিলাম।


তৃতীয় ধাপঃ
এরপর সবুজ রংয়ের ক্লে দিয়ে ঘাস তৈরি করে নিলাম। যা আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের চারপাশে দিলাম।



চতুর্থ ধাপঃ
এখন দেখতে পাচ্ছেন ক্লে দিয়ে শাপলা ফুলের পাতা তৈরি করে নিলাম।

পঞ্চম ধাপঃ
বিভিন্ন কালারের ক্লে নিলাম। ক্লে দিয়ে এখন শাপলা ফুল তৈরি করে নিচ্ছি।




ষষ্ঠ ধাপ:-
অবশেষ এভাবে ধাপে ধাপে শাপলা ফুল ও শাপলা ফুলের কলি সহ বিভিন্ন দৃশ্য তৈরি করে নিলাম। দেখতে বেশ ভালো লাগলো আমার।



উপস্থাপনা
ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা যায় যা প্রতিনিয়ত সবার কাছ থেকে দেখতে পাই। যেহেতু ক্লে অনেক সফট টাইপের তাই যে ধরনের মন চায় সেই ধরনের শেফ করা যায়। এই জন্যই ক্লে দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতেও খুবই সুন্দর হয়। আমি চেষ্টা করেছি ক্লে দিয়ে পুকুর তৈরি করে সেই সাথে শাপলা ফুলের এমন সুন্দর দৃশ্য তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার। আশা করি বন্ধুরা আমার আজকের শেয়ার করা ডাই প্রজেক্ট আপনাদের কাছে ভালো লাগবে। সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।




| ডিভাইসের নাম | MI-Redmi |
| মডেল | Note-14 pro |
| ফটোগ্রাফার | @samhunnahar |
| ক্যাটাগরি | ক্লে দিয়ে পুকুরে শাপলা ফুলের দৃশ্য তৈরি |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
@samhunnahar
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।


Upvoted! Thank you for supporting witness @jswit.
ক্লে ব্যবহার করে সুন্দর একটি পুকুরে ভাসমান শাপলা ফুলের দৃশ্য তৈরি করেছেন আপু। এটা দেখতে খুবই চমৎকার লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি ডাইপোস্ট শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু সময় দিয়ে আমার শেয়ার করা ডাই প্রজেক্ট দেখার জন্য।
পদ্মপুকুর দেখছি বেশ ভাইরাল। আমাদের ব্লগেই অনেকেই বানালেন এই পদ্মপুকুর। আপনারটিও বেশ সুন্দর হয়েছে। আসলে পুকুরে এই ধরনের পদ্ম বা শাপলা ফুটে থাকতে দেখলে দূর থেকে এত সুন্দর দেখায়। আর কে দিয়ে তৈরি করা যেকোনো জিনিসই তো চোখে অপূর্ব ভাবে লেগে থাকে। খুব সুন্দর হয়েছে আপু।
পুকুরে শাপলা ফুল দেখতে বেশ ভালো লাগে দিদি। সুন্দর মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ।
https://x.com/heranahar148614/status/1904568908771951060?t=kD5172BjDMbzUK4kiS9DIw&s=19
https://x.com/heranahar148614/status/1904569608272785487?t=Iy7mADpeUAKZouZKvpPDkQ&s=19
https://x.com/heranahar148614/status/1904569937349517589?t=zL39iT8vEDpWXtrrG9k8BA&s=19
https://x.com/heranahar148614/status/1904570550334480678?t=JkktCAH7r8ST-WldubCCYg&s=19
https://x.com/heranahar148614/status/1904571237797695696?t=at0IwHW6SQ64ur8PdjGITQ&s=19
https://x.com/heranahar148614/status/1904571952897155219?t=zj6tI0HdPIStoD4uOMN14w&s=19
https://x.com/heranahar148614/status/1904572492389507524?t=5meFDk23uRvW8FIRqQasyA&s=19
https://x.com/heranahar148614/status/1904573179139682500?t=yusTlhJTBzVl87UbBBP4lg&s=19
https://x.com/heranahar148614/status/1904597778250293734?t=l740c6FqUGEWupbMvebZ1Q&s=19