আর্ট পোস্টঃ- একটি চাঁদের ভিতর ম্যান্ডেলা আর্ট করা।

in আমার বাংলা ব্লগlast year

সবাইকে শুভেচ্ছা,

আসসালামু আলাইকুম প্রিয় পরিবারের সকল ভাই ও বোনেরা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নিশ্চয়ই পরিবারের সবাইকে নিয়ে সময় ভালো যাচ্ছে ব্যস্ততার মাঝেও। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ আছি। সকালেই ভীষণ ব্যস্ত থাকি যেহেতু দুই মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিতে হয়। আবার তাদের নাস্তা খাওয়ার ব্যবস্থা করে দিতে হয়। তারা স্কুলে যাওয়ার পরে নিজে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। এরপরে আবার ছোট মেয়ে আসে ততক্ষণে। তাকে স্কুলের ড্রেস খুলে দিয়ে ফ্রেশ করিয়ে কিছু খাওয়াতে হয়। এরই মধ্যে আবার রান্নার সময় হয়ে যায়। রান্না শেষ করতে করতে আবার স্কুল থেকে বড় মেয়ে আসে। তখন দুপুরের খাওয়ার সময় হয়ে যায়। রান্না শেষ করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া করতে করতে বিকাল হয়ে যায়। এই হচ্ছে আমার দৈনিক রুটিন। আসলে এক্সট্রা কিছু করার একদম সময় পাচ্ছিনা।

f14.jpg

ঘুরে ফিরে একই কাজগুলো আমাকে করতে ভীষণ হেরফের খেতে হয়। এর মাঝে যদি বাড়তি কোন ঝামেলায় এসে পড়ে তাহলে আর কোন কথাই নেই একদম এলোমেলো হয়ে যায়। সেই ব্যস্ততার ফাঁকে চেষ্টা করি কমিউনিটিতে সময় দেওয়ার। যদি আগের মত তেমন দ্রুত কাজ করতে পারি না। যতটুকু পারি ব্যস্ত থাকার চেষ্টা করি সবার সাথে সময় দেওয়ার চেষ্টা করি। আজকে আমি একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়েছি। বুঝতে তো পারছেন আমার কাজের ধারাবাহিকতা কেমন। আজকে আমি যে আর্ট শেয়ার করতে হাজির হয়েছি সেই আর্ট করতে আমার দুইদিন সময় লেগেছে। আসলে যারা আর্ট করতে পারেন হাতে সময় থাকে তাদের জন্য কোন ব্যাপার না। এই যে সংসারের কাজকর্ম করতে হয় বাচ্চাদের সামলাতে হয় তাই কোন কাজ এক বসাতেই করতে পারি না।

f15.jpg

উঠে যেতে হয় কোন একটি প্রয়োজনে। আবার হয়তো করতে বসবো সেই এনার্জি টুকু আর থাকে না। পরবর্তীতে করবো করতে করতে দেরি হয়ে যায়। এই হচ্ছে আমার বেহাল অবস্থা। যাক তারপরে ব্যস্ততার মাঝে যখন একটু একটু আর্ট কিংবা অন্য কোন কাজ করতে পারি তখন ভীষণ ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে যখন সে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। আজকে আমি চাঁদের একটি ম্যান্ডেলা আর্ট করেছি। সেই আর্ট আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আর্ট গুলো করেছি। তাহলে শুরু করা যাক বন্ধুরা—

f13.jpg

আর্টের এর প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • সাদা খাতা।

  • পেন্সিল।

  • রাবার।

  • জেল পেন।

  • কম্পাস।

আর্টের এর ধাপ সমূহঃ


প্রথম ধাপঃ

প্রথমেই আমি প্রয়োজনীয় উপকরণ গুলো নিয়েছি। সাদা কাগজের মধ্যে কম্পাসের সাহায্যে একটি বড় সাইজের বৃত্ত এঁকে নিয়েছি আগে।

f.jpg

f1.jpg


দ্বিতীয় ধাপঃ

কম্পাসের সাহায্যে চাঁদের মতো করে এঁকে নিলাম। উপরের অংশ মুছে দিলে একদম চাঁদের মত তৈরি হয়ে যায়।

f2.jpg

f3.jpg


তৃতীয় ধাপঃ

চাঁদের ভিতরে বিভিন্ন ধরনের নকশা তৈরি করব তার জন্য খুব সুন্দর করে ভিন্ন ধরনের নকশাগুলো এঁকে নিলাম।

f4.jpg

f5.jpg


চতুর্থ ধাপঃ

এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি চাঁদের ভিতরে কিছুটা নকশা তৈরি করে নিলাম।

f7.jpg

f8.jpg


পঞ্চম ধাপঃ

এভাবে আমি ধাপ ধাপে চাঁদের ভিতর বিভিন্ন নকশা এঁকে মেন্ডেলা আর্ট তৈরি করেছি। প্রায় শেষ পর্যায়ে আমার আর্ট করা।

f9.jpg

f10.jpg


৬ষ্ট ধাপঃ

এখন দেখতে পাচ্ছেন আপনারা পুরো আর্ট কমপ্লিট হয়ে গেছে। যখন পুরো ম্যান্ডেলা আর্ট তৈরি হয়ে যায় পাশে আমার একটু সাইন দিয়ে দিলাম।

f11.jpg

f12.jpg


আর্টের উপস্থাপনা

আমার তৈরি করা ম্যান্ডেলা আর্ট যখন পুরোপুরি তৈরি হয়ে যায় তখন আমি আপনাদেরকে শেয়ার করে নিলাম। আমি কিভাবে তৈরি করেছি সেই ধাপ সমূহ আপনাদেরকে পর্যায়ক্রমে শেয়ার করেছি। এই আর্ট করতে আমার অনেক সময় লেগেছে বন্ধুরা। যদিও আমি এক বসাতে করতে পারিনা আমার কিছুক্ষণ পরপর অন্য কোন কাজে চলে যেতে হয় বাচ্চাদের জন্য। সেই জন্য সময় দিয়ে কোন কাজ করতে হয়। তাই বেশি সময় লেগেছে। বিশেষ করে মেন্ডেলা আর্ট গুলো করতে খুব সময় লাগে আর খুব সাবধানে করতে হয়। যাক একটু একটু করে করতে আমার দুদিন সময় লেগেছে। তারপরও কমপ্লিট করতে পেরেছি। যাক যখন তৈরি করতে পেরেছি তখন খুবই ভালো লাগলো। আশা করি আমার আজকের শেয়ার করা চাঁদের ম্যান্ডেলা আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। সবার কাছে কেমন লাগলো মতামত দিয়ে জানালে অনেক বেশি আনন্দিত হবো।

f13.jpg

f14.jpg

f15.jpg

f16.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামRedmi Note
মডেল14 pro
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিএকটি চাঁদের ম্যান্ডেলা আর্ট

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Banner_PUSS1.png

Banner_PUSS2.png

Sort:  
 last year 

অনেক সুন্দর্য খুঁজে পেলাম আপনার এই আর্ট। চাঁদকে কেন্দ্র করে সুন্দর একটি আর্ট হয়েছে। অনেক অনেক ভালো লাগলো চমৎকার এই আর্ট দেখে। প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপগুলো অসাধারণ।

 11 months ago 

ভালো লাগলো আপু আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে।

চাঁদের ভিতরে এরকম একটা ম্যান্ডেলা আর সত্যিই দারুণ হয়েছে। এ ধরনের ম্যান্ডেলা খুব সাবধানতার সাথে করতে হয় একটা স্টেপ সম্পূর্ণ আর্ট নষ্ট হয়ে যায়। আপনি খুব সুন্দরভাবে পুরো আর্টটি সম্পূর্ণ করেছেন দেখে অনেক ভালো লাগলো।

 last year 

ঠিক বলছেন আপু পুরো আর্ট করার পরে যখন সামান্য একটু ভুল হয় তাহলে পুরো আর্ট দেখতে খুবই বাজে দেখায়।

 last year 
 last year 

বাহ, অসাধারণ ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। ম্যান্ডেলা আর্ট দেখে বোঝা যাচ্ছে তৈরি করতে আপনার অনেক সময় লেগেছিল। খুবই সুন্দর এবং নিখুঁতভাবে আপনি ডিজাইন গুলো তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো আপু ধন্যবাদ।

 last year 

আপনি ঠিকই বুঝতে পারছেন এই আর্ট করতে যথেষ্ট পরিমাণ সময় লেগেছে।

 last year 

চাঁদের এত সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট আপনি অংকন করেছেন, এটা দেখে আমার অনেক ভালো লাগলো। এরকম নিখুঁত ডিজাইন গুলো আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। ম্যান্ডেলা আর্ট করার জন্য অনেক ধৈর্য আর সময় লাগে। আশা করি আপনার সুন্দর ম্যান্ডেলা আর্ট সবসময় সবার মাঝে শেয়ার করবেন।

 last year 

অনেক ভালো লাগলো আপু আমার শেয়ার করা মেন্ডেলা আর্ট আপনার দেখে ভালো লাগার জন্য।

 last year 

আর্ট করা আমার কাছেও ভীষণ ভালো লাগে আপু কিন্তু কি বলেন তো, এতটাই ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে দিনগুলো আর্ট যে করব সে সময়টুকু বের করতে পারছি না। দুইদিন নিয়ে আর্ট টি সম্পূর্ণ করেছেন। একদম নিখুঁতভাবে আর্ট টি সম্পূর্ণ করেছেন। ভীষণ ভালো লাগলো আপনার চাঁদের ভিতরে করা ম্যান্ডেলা আর্ট টি।

 last year 

ঠিকই বলছেন আপনি অনেক কিছু করতে ইচ্ছে করলেও ব্যস্ততার কারণে করা সম্ভব হয়ে ওঠে না।

 last year 

আপু আমি সব সময় আপনার দক্ষতা দেখে মুগ্ধ। আজও আপনার চাঁদের মধ্যে ম্যান্ডেলা আটটি দেখে আকৃষ্ট হয়ে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম। আপনার দারুন প্রতিভা দিয়ে আজ আপনি আমাদের মাঝে এত সুন্দর একটা আর্ট শেয়ার করেছেন। সত্যি আপু দুর্দান্ত প্রতিভা আপনার।

 last year 

আপনার এত সুন্দর মতামত আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে আপু ধন্যবাদ।

 last year 

একটি চাঁদের ভিতর ম্যান্ডেলা আর্ট করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনি এতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ধাপে ধাপে উপস্থাপন করেছেন দেখে আমিও আর্ট করা শিখে ফেললাম। আপনার প্রতিটি আর্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 last year 

এখানে কাজ করলে আসলে দেখার দেখি অনেক কিছু শেখা যায় ভাইয়া।

 last year 

একটি চাঁদের মধ্যে ম্যান্ডেলা আর্টটি কি সুন্দর করে ডিজাইন করলেন। আপনার করা এই ছবিটি এককথায় অসাধারণ হয়েছে। কাজটি ভীষণ নিখুঁত এবং যথাযথ ছিল। মাথা থেকে খুব সুন্দর ভাবনা বার করেছেন এবং ছবিতে তা ফুটিয়ে তুলেছেন। অসাধারণ এই আর্ট পোস্টটি আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর মতামতের মাধ্যমে আমাকে উৎসাহিত করলেন।

 last year 

আসলে ম্যান্ডেলা আর্ট গুলো করতে একটু বেশি সময় লেগে যায়। আপনি বেশ কিছু সময় ধরে একটি চাঁদের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার আর্ট করা ম্যান্ডেলা আর্ট টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে আর্ট টি সম্পন্ন করেছেন। একদম অসাধারণ হয়েছে আপু।

 last year 

আমার শেয়ার করা আর্ট পোস্ট ভিজিট করে বিস্তারিত দেখার জন্য ধন্যবাদ।