ট্রাভেলিং-রাঙ্গামাটির বার্গী লেক ভ্যালীর কটেজের সৌন্দর্য।

in আমার বাংলা ব্লগ4 months ago

শুভ বিকেল প্রিয় বন্ধুরা,


প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটি @amarbanglablog সকল ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। লেখার শুরুতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের ব্লগিং পর্বে। আশা করি আপনাদের দিনকাল ভালোই যাচ্ছে। নিশ্চয়ই সকলেই নিজ নিজ অবস্থানে থেকেই ভাল আছেন এবং সুস্থ আছেন সেই প্রত্যাশা কামনা করছি। তবে আমিও ভাল আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। আসলে সময় সব সময় এক যায় না হয়তো কিছুদিন ভালো যায়। আবার কিছুদিন খারাপ যায় এই অবস্থা। গতকাল থেকে একটু শরীর খারাপ করতেছে তাই তেমন একটা ভালো নেই বললেই চলে। যাক তবে সৃষ্টিকর্তার অসীম রহমতে দিনকাল ভালো যাচ্ছে সেটা বলতে পারি।

b10.jpg

b9.jpg

কথা না বাড়িয়ে মূল পর্যায়ে চলে আসি বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন একটি টপিক্স। আপনাদের ভালো লাগবে কারণ মুহূর্তটি খুবই সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছিলাম। সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাঙ্গামাটি ভ্রমণে যাওয়ার কিছু মুহূর্ত। সেখানকার বার্গী লেক ভ্যালী সম্পর্কে আমি আপনাদের সাথে কিছু অংশ বলেছিলাম। যদিও ফিরে আসার পথে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য বার্গী লেকে নেমেছিলাম। তবে বার্গী লেক ভ্যালী তে যেয়ে ভ্রমণ করতে যাব সেটা আমাদের প্ল্যান ছিল না। কিন্তু বার্গী লেক ভ্যালী তে নামার পরেই বুঝতে পারলাম আসলে অনেক কিছু মিস হয়ে গেছে। তো পরবর্তীতে চিন্তা করলাম রাঙ্গামাটি যখন আবার যাবো তখন স্পেশালি বার্গী লেক ঘুরতে যাব। কারণ দেখার মত একটি জায়গা এবং সময় কাটানোর মত একটি পরিবেশ।

b3.jpg

b4.jpg

বার্গী লেকের যে রেস্টুরেন্টটি আছে খুবই জনপ্রিয় এবং ভালো মানের একটি রেস্টুরেন্ট। সবাই দেখেছি সেখানে দুপুরে লাঞ্চের সময় অনেক বেশি ভিড় জমিয়েছিল। তো আমরা খাবার গুলো অর্ডার দেওয়ার পরে বেশ সময় হাতে ছিল। যেহেতু খাবার রেডি করতে করতে একটু ঘোরাফেরা করা হয়ে গেল। তবে বার্গী লেকে ভ্যালী যখন ভ্রমণ করেছিলাম এবং চারদিক ঘুরে ঘুরে দেখছিলাম তখন আমাকে খুব বেশি মুগ্ধ করেছিল। আসলে এত স্বল্প সময়ের মধ্যে এখানে দেখে মন ভরবেনা। যাক যতটুকু দেখেছিলাম ততটুকু দেখে তো অনেক কিছু দেখার সুযোগ হয়েছিল। তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছিলো আমার তা হচ্ছে বার্গী লেকের কটেজ গুলো। আসলে এখানে রাত কাটানোর মত সুন্দর একটি পরিবেশ। একটি কটেজের মধ্যে এক একটি পরিবার সময় কাটানো যায়। পূর্ণিমা রাতে এমন সুন্দর লেকের পাশে রাত কাটানো সত্যিই অনেক ভালো লাগার মত একটি জায়গা।

b2.jpg

b5.jpg

তো এদিক ওদিক যখন ঘোরাঘুরি করছিলাম তখন কটেজ গুলো আমার চোখে পড়ে। এক একটি কটেজের দূরত্ব অন্য একটি কটেজ থেকে বেশ দূরে ছিল। বলতে পারেন একটি কতেজ থেকে আরেকটি কটেজের আওয়াজ যেন শুনতে পাওয়া না যায় এমন ব্যবস্থা। তাছাড়াও কটেজ গুলো এত সুন্দর ভাবে পাহাড়ি স্টাইলে তৈরি করা হয়েছে। নিচের দিকে ইট দিয়ে গাঁথা এবং উপরে কাঠের তৈরি বেশ সুন্দর ছিল। সেখানে খুব সুন্দর করে পানির ব্যবস্থা ছিল। তাছাড়া ও লেক থেকে গোসল করে আসার সুযোগ আছে। এছাড়া লেকের মধ্যে পর্যাপ্ত পরিমাণ বোটের ব্যবস্থা ছিল। চাইলেও পূর্ণিমা রাতে এই লেকের মধ্যে সময় কাটানো যাবে এমন সুন্দর ব্যবস্থা ছিল। তো আমি প্ল্যান করলাম যে যখন আরেক বার যাবো তখন আগে থেকে কটেজ বুকিং করে সেখানে সময় কাটাবো সেই পরিকল্পনা আমার আছে।

b6.jpg

b7.jpg

তো বন্ধুরা আপনারা ফটোগ্রাফির মাধ্যমে বুঝতে পারতেছেন আসলেই জায়গাটা কত সুন্দর। এছাড়া কটেজ গুলো অনেক উন্নতমানের। তাদের কর্মচারীদের কাছ থেকে জিজ্ঞেস করলাম এক একটি কটেজের এক রাতের দাম কত ছিল। তখন তারা বললো এক একটি কটেজে এক রাতের জন্য চার হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা। তাছাড়াও আরো বেশি দামের কটেজ রয়েছে জানালো। আমি মনে করি সিজনে একটু দাম বাড়তি হবে তাই এমন বলল। তো আমরা যারা স্বল্প আয়ের মানুষ জন আছি আসলেই চিন্তা করি কোন সময় গেলে আসলে দামটা কম পাওয়া যাবে হা হা হা। তো আমি চিন্তা করলাম আন সিজনে যেতে হবে যখন লোক জনের আনাগোনা কম হবে। তখন ঘুরে মজা পাওয়া যাবে তাছাড়া কটেজের দাম ও একটু কম হবে হি হি হি। কি বলেন বন্ধুরা আমার প্ল্যানটা কেমন লাগলো আপনাদের কাছে? যেহেতু আমরা এত বেশি টাকা পয়সা ওয়ালা মানুষ না।

b.jpg

b1.jpg

তাই আমাদেরকে চিন্তা করতে হবে কোন সময় গেলে আমাদের জন্য সাশ্রয় হয়। তাছাড়া ও আমাদের পছন্দ মত পরিবেশে ঘোরাফেরা করতে পারব। আসলে আমি একটু নিরিবিলি পরিবেশ খুব বেশি পছন্দ করি। তাই আমি সব সময় চাই যেখানে লোকজনের একটু গ্যাঞ্জাম কম সেই জায়গায় ঘুরে আসি। তাই আমি সব সময় চিন্তা করি যখন সিজন আসবে তখন আমি বের হবো না ঘুরতে। যখন লোকজন ঘোরাঘুরি করে একদম গুহায় প্রবেশ করবে তখন আমি বের হব। তখন একটু দুই দিকে লাভবান হওয়া যায় হা হা হা। একদিকে আমার পছন্দমত ঘোরাঘুরি করতে পারবো নিরিবিলি পরিবেশে।

b8.jpg

সেই সাথে একটু দামের দিকেও সুবিধা পাওয়া যায় কি বলেন? তো বন্ধুরা কটেজ গুলো খুবই সুন্দর ছিল। চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন। আপনাদের কাছে শেয়ার করলাম এই জন্যই আপনারা অনেকে আছেন যারা ভ্রমন প্রিয় মানুষ। পরিবারকে নিয়ে যদি একান্ত সময় কাটাতে চান তাহলে এমন সুন্দর পরিবেশে সময় কাটানোর মত খুব ভালো একটি জায়গা। যদি আসতে চান তাহলে গুগলে সার্চ করে বার্গী লেকের সেই কটেজ গুলোকে আপনারা বুকিং দিতে পারেন। কারণ সেখানে আগে থেকে বুকিং করে রাখলেই পাওয়া যায়। যেহেতু কটেজের পরিমাণ খুবই কম তাই আগে থেকে বুকিং করে রাখাই ভালো। আশা করি বন্ধুরা আমার আজকের ব্লগিং ভালো লেগেছে। সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
Locationরাঙ্গামাটি
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিট্রাভেলিং


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার লেখা পড়ার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Polish_20230713_210902326.png

Steem_Pro.png

Sort:  
 4 months ago 

জায়গাটা ছবির মতো সুন্দর।
রাঙ্গামাটির বার্গী লেক ভ্যালীর কটেজে ভ্রমণ করে আমাদের জন্য চমৎকার একটি পোস্ট নিয়ে হাজির হয়েছেন আপু। আপনি ভ্রমন পিপাসু একজন মানুষ আমি জানি তবে এতটাই ভালো লাগে আপনার কাছে তা ধীরে ধীরে বুঝতে পারছি। যাইহোক এরকম সুন্দর জায়গা ভ্রমন করে আমাদের চমৎকার পোস্ট উপহার দেবেন সেই আশাকরি।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ছবিতে যতটুকু সুন্দর তার চেয়ে আরও দ্বিগুণ সুন্দর ভাইয়া জায়গাটা। বেশ ভালো লাগলো আপনার গঠন মূলক মন্তব্য পড়ে।

 4 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ভ্রমণ পর্বের বেশ কয়েকটি ফটোগ্রাফি এবং সেখান থেকে উপভোগ করার সময় গুলো। আপনার পোষ্টে লক্ষ্য করে দেখলাম সত্যিই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে রাঙ্গামাটির প্রতিটি বাড়ি বেশ সুন্দর। মনে হচ্ছে খুবই আনন্দের সাথে একটা সম্পর্ক করেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

অনেক ভালো লাগলো আমার ভ্রমণ পোস্ট টি সময় দিয়ে দেখার জন্য।

 4 months ago 

প্রথমেই দোয়া করি যেন আপনি দ্রুত সুস্থ হয়ে উঠেন? রাঙ্গামাটি সৌন্দর্য লিখে প্রকাশ করার মতো না। আমিও অনেকবার রাঙ্গামাটি গিয়েছি এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। পাহাড় ও লেকের মিশ্রনের রাঙ্গামাটি কে অপরূপ সৌন্দর্য দেখায়। তবে বার্গি লেক ভ্যালিতে কখনো যাওয়া হয়নি। আপনার করা ফটোগ্রাফি দেখে বোঝাই যাচ্ছে এর সৌন্দর্য কতটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

তাহলেই তো আপনি বুঝতে পারছেন ভাইয়া রাঙ্গামাটি কত সুন্দর একটি জায়গা।

 4 months ago 

রাঙ্গামাটি যাওয়ার খুব শখ ছিল। তবে সময় সল্পতা ও সিচুয়েশনের কারণে যাওয়া হয়নি। তবে সামনে ইচ্ছে রয়েছে যে কোন মুহূর্তে আসতে পারি। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 4 months ago 

সময় করে চলে যান ভাইয়া উপভোগ করার মত একটি জায়গা।

 4 months ago 

আপু আপনার সুস্বাস্থ্য কামনা করছি। বার্গী লেক ভ্যালীর কটেজের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। কখনো যাওয়া হয়নি। আপনার পোস্ট এর মাধ্যমে দেখতে পেয়ে ভীষণ খুশি হলাম। চমৎকার ফটোগ্রাফি করেছেন ধন্যবাদ আপনাকে আপু।

 4 months ago 

অনেক সুন্দর একটি জায়গা ভাইয়া তবে আবার যাওয়ার প্লান আছে।

 4 months ago 

কিছুদিন আগে রাঙ্গামাটি ভ্রমণ করতে গিয়েছিলেন সে বিষয়টা আমাকে অবশ্য চ্যাটিং এ বলেছিলেন। আমি একটি পোস্টও অবশ্য দেখেছি আপনার ভ্রমণ বিষয়ে পোস্ট। অবশ্য আজকেও পেয়ে গেলাম রাঙ্গামাটি ভ্রমণের সুন্দর কিছু দৃশ্য আপনি আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন বর্ণনার সাথে। আর এই থেকে বেশ অজানা অনেক কিছু দেখতেও পারলাম পাশাপাশি জানতে পারলাম।

 4 months ago 

ধীরে ধীরে সব বিষয় শেয়ার করব আপনাদের সাথে। কারণ খুব সুন্দর একটি জায়গা ছিল।

 4 months ago 

বার্গী লেকের কটেজ গুলো আসলেই বেশ সুন্দর দেখতে আপু। তবে এক রাতের জন্য ৪০০০ টাকা আমার কাছেও আসলে একটু বেশি মনে হচ্ছে। তবে যেখানে ভালোলাগা কাজ করে বা মনের শান্তি পাওয়া যায়, সেখানে টাকাটা সব সময় ম্যাটার করে না। তাছাড়া আপনি তো বেশ ভালোই ঘোরাঘুরি করেন আপু, বেশ কিছুদিন ধরে দেখছি। কিছু সুন্দর সুন্দর জায়গা দেখতে পারলাম আপনার মাধ্যমে। তাছাড়া জায়গাটা দেখে আসলে বোঝা যাচ্ছে খুব সুন্দর। বিশেষ করে প্রকৃতিটা অনেক বেশি আকর্ষণীয়।

 4 months ago 

হ্যাঁ আপু ঘোরাঘুরি করতে বেশ ভালই লাগে। অনেক ধন্যবাদ আপু আমার শেয়ার করা কটেজের ফটোগ্রাফি গুলো ভালো লাগার জন্য।

 4 months ago 

বার্গী লেক ভ্যালীর কটেজ গুলো আসলেই অনেক আকর্ষণীয়। যা আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে। আপনি বার্গী লেক ভ্যালী ঘুরতে গিয়ে খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন। যেটা জেনে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

হ্যাঁ ভাইয়া লেকটা দেখতে খুবই সুন্দর। তাছাড়া চারপাশের পরিবেশ গুলো অসাধারণ ছিল।

 4 months ago 

আপু রাঙ্গামাটি গিয়ে ভালোই ঘোরাঘুরি করেছেন। আজকে বার্গী লেক ভ্যালীর কটেজের সৌন্দর্য তুলে ধরলেন। রাঙ্গামাটি,খাগরাছড়ি,বান্দরবন এই জেলা গুলো ভ্রমন করার জন্য পার্ফেক্ট জায়গা। কবে যে যেতে পারবো আল্লাহই জানে। ধন্যবাদ।

 4 months ago 

একদম ঠিক বলছেন ভাইয়া এই জায়গা গুলো আসলে দেখার মত। আশা করি ঘুরতে পারবেন আগে থেকে ঘুরে নিলে ভালো লাগবে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 62302.26
ETH 2994.60
USDT 1.00
SBD 3.96