ফটোগ্রাফিঃ- সাতটি সুস্বাদু খাবারের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

প্রিয় পরিবারের সম্মানিত সকল ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। বন্ধুরা ভালো থাকা খুবই জরুরী। দিনশেষে যখন আমরা ভালো থাকতে পারবো তখন পাশের মানুষগুলোকে ভালো রাখতে পারব। যখন আমরা অসুস্থ হয়ে পড়ি যখন মন খারাপ থাকে তখন কোন কিছু ভালো লাগেনা। সারাদিন বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ততা শারীরিক অসুস্থতা সবকিছু মিলিয়েই কেমন জানি খুব খারাপ সময় যাই। যদিও পোস্টগুলো লেখার চেষ্টা করি কিন্তু সময় হয়ে উঠে না। তাই পোস্ট শেয়ার করতে করতে একদম সন্ধ্যা হয়ে যায়। কি আর করার কমিউনিটিতে পোস্ট শেয়ার করতে না পারলে ভালো লাগে না। তাই চেষ্টা করি সময় সুযোগ বের করে আপনাদের সাথে ব্লগ শেয়ার করে নিতে। আজকে বন্ধুরা আবার উপস্থিত হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। নিশ্চয়ই আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুড ফটোগ্রাফি।

F6.jpg

অন্যান্য ফটোগ্রাফির মত খাবারের ফটোগ্রাফি শেয়ার করতে আমার খুব ভালো লাগে। কেন জানিনা এত সুন্দর সুন্দর খাবারের ফটোগ্রাফি নিতে পারলে অনেক ভালো লাগার কাজ করে। যখন খাওয়া দাওয়া করি যখন সুন্দর খাবারের দৃশ্য দেখতে পায় তখন ফটোগ্রাফি করে রাখার চেষ্টা করি। পরবর্তীতে সেই সুন্দর লোভনীয় খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হয়ে যায়। আজকে বন্ধুরা আমি আপনাদের সাথে খাবারের ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আমার আজকের শেয়ার করা প্রতিটি খাবারের ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে–

ফ্রুটস ফটোগ্রাফি–

F2.jpg

আমরা সবাই ফল খেতে ভালোবাসি। খাওয়ার শেষে আমরা লোভনীয় সুস্বাদু যেকোনো ধরনের ফল খেয়ে থাকি। যে সিজনে আমরা যে ফল পাই না কেন খাওয়ার চেষ্টা করি। সিজনাল ফল গুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। যদিও তরমুজ খাচ্ছি না অনেকদিন হচ্ছে। হঠাৎ করে ইনানী রয়েল টিউলিপ রেস্টুরেন্টে তরমুজ দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে। ইদানিং বাজারেও তাজা তরমুজ দেখতে পাচ্ছি। বিশেষ করে ইনানীর দিকে এখন তরমুজের চাষ করা হয়। সমুদ্রের পার্শ্ববর্তী বালুচরে বেশ সুন্দর তরমুজের চাষ হয়।

শরবতের ফটোগ্রাফি—

F1.jpg

অতিথি আপ্যায়নে কিংবা গরমের দিনে শরবতের কোন বিকল্প নেই। গরমের দিনে শরবত খেতে খুব ভালো লাগে বিশেষ করে শরীর ঠান্ডা করে। আর অতিথি আপ্যায়নে তো শরবত অবশ্যই দিতে হয়। যখন আমাদের বাসায় কোন মেহমান আসে তখন আমরা খুব দ্রুত চেষ্টা করি একগ্লাস ঠাণ্ডা শরবত তৈরি করে দিতে। আমাদের হাতে যখন যে ফল থাকে তখন সে ফল দিয়ে আমরা শরবত তৈরি করার চেষ্টা করি। জোস খেতে আমার খুব ভালো লাগছিল।

পায়েসের ফটোগ্রাফি–

F3.jpg

আমরা প্রায় মানুষই পায়েস খেতে পছন্দ করি। যদিও খুবই নগণ্য মানুষ আছেন যারা পায়েস খেতে পছন্দ করেন না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সবাই পায়েস খেতে পছন্দ করেন। আমার তো বেশ ভালো লাগে পায়েস খেতে। আমি যেকোন ভাবে পায়েস খেতে পছন্দ করি। গরম গরম তেলে ভাজা লুচি কিংবা পরোটার সাথে পায়েস খেতে খুব ভালো লাগে। খাওয়া শেষে ছোট এক বাটি ঠান্ডা ঠান্ডা পায়েস খেলে মনটা একদম জুড়িয়ে যাই। এই পায়েস খেয়েছিলাম ইনানী রয়েল টিউলিপ রেস্টুরেন্ট থেকে।

আচারের ফটোগ্রাফি–

F4.jpg

সবাই আচার খেতে খুবই পছন্দ করি। এমন মানুষ খুবই কম আছে যারা আচার খায় না। ছোট বড় সবাই কম বেশি আচার পেলে বেশ খুশি হয়। বিশেষ করে খিচুড়ির সাথে কিংবা বিরিয়ানির সাথে এ ধরনের আচার মাখা খেতে খুব ভালো লাগে। তাছাড়াও খাওয়া-দাওয়া শেষ করে প্লেটের মধ্যে নিয়ে আচার খেতে পারলে আমার খুবই ভালো লাগে। আপনারা এখন যে আচারের ফটোগ্রাফি গুলো দেখতে পাচ্ছেন তা হচ্ছে কাঁচা আমের আচার।

স্ট্রবেরি জেলি–

F.jpg

জেলি তো আমরা কম বেশি সবাই চিনে থাকি এবং খেতেও পছন্দ করি। যেকোন ফল দিয়ে তৈরি করা জেলি আমাদের শরীরের জন্য অনেক উপকারী। বিশেষ করে বাচ্চারা তো জেলি অনেক বেশি পছন্দ করে থাকেন। তাছাড়া ও পাউরুটির সাথে আমার খুব ভালো লাগে। আপনারা এখন যে ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন তা হচ্ছে স্ট্রবেরি জেলি। আমার মেয়ে পছন্দ করেছিল তাই খাওয়ার জন্য হাতে নিয়েছিল। সেখান থেকে আমি একটি ফটোগ্রাফি নিয়েছিলাম।

ফ্রুটস সালাদ–

F5.jpg

আমরা খাবারের সময় সালাদ খেতে পছন্দ করি। অনেকে আছেন শুধু সালাদ খেয়ে থাকেন। আমার তো প্লেটে করে ঝাল ঝলা সালাদ মাখা খেতে খুব ভালো লাগে। আপনারা এখন যে ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন তা হচ্ছে সালাদের ফটোগ্রাফি। এখানে হরেক রকমের ফলের আইটেম রয়েছে। আপনারা যে সালাদের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন তা হচ্ছে বিশেষ করে ফ্রুটস সালাদ। এখানে তরমুজ রয়েছে শসা রয়েছে। তাছাড়াও গ্রীন কমলা রয়েছে। আরো কয়েক প্রকারের ফ্রুটস দিয়ে বেশ সুন্দর একটি সুস্বাদু সালাদ তৈরি করা হয়েছে।

ডেজার্ট ফটোগ্রাফি–

F6.jpg

আমরা খাওয়ার শেষে একটু মিষ্টি খেতে পছন্দ করি। এই মিষ্টি জাতীয় খাবার যে কোন ধরনের হতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের কেকের ফটোগ্রাফি। তাছাড়াও রয়েছে খুব সুন্দর একটি ডেজার্ট যেটা বিভিন্ন আইটেম দিয়ে মিশ্রিত ছিল। উপরে ছিল কালো জাম মিষ্টি। এরপরে ছিল টক দই এরপরে আরেকটি লেয়ার ছিল। এতই সুস্বাদু ছিল এই ডেজার্ট খেতে সত্যি বলার মতো না। যখন খাচ্ছিলাম তখনই ফটোগ্রাফি টা নিয়েছিলাম।


268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
লোকেশনকক্সবাজার
ক্যাটাগরিফুড ফটোগ্রাফি।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Banner_PUSS2.png

Sort:  
 last year 

ফ্রুটস, ডেজার্ট, শরবত সবরকম খাবারের ফটোগ্রাফি করেছেন দেখছি। খাবার গুলো দেখতে বেশ লাগছি। কিন্তু খাবারের আসল স্বাদ পাওয়া যায় খাওয়ার সময় হা হা। চমৎকার ছিল আপনার করা খাবারের ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো ভালো লাগার জন্য।

 last year 

আপনি দেখছি অনেক সুন্দর সুন্দর লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ।যা দেখে জিভে জল চলে আসলো। আমার কাছে সব থেকে বিভিন্ন কালারের কিকের ফটোগ্রাফিটি দেখতে বেশি ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

চলে আসেন আপু কক্সবাজার আপনাকে নিয়ে আবার রেস্টুরেন্টে খেতে যাব।

 last year 

এমন খাবারের ফটোগ্রাফি সামনে আসলে সত্যিই বেশী লোভ মনে হয়। কারণ হঠাৎ চোখের সামনে বিভিন্ন রকমের রেসিপি দেখতে পাওয়া আর খেতে না পারার মধ্যে একটু কষ্ট আছে। যাইহোক খুব সুন্দর বর্ণনার সাথে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো পোস্টটা।

 last year 

যেহেতু ফটোগ্রাফি গুলো দেখে আপনার খেতে মন চাইলো তাতে আমি দুঃখিত 😊😊।

 last year 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু পায়েস খেতে সবাই কমবেশি পছন্দ করে। আর আচার গুলো দেখেই তো লোভ লেগে গেল। আপু আপনি লোভনীয় সব খাবারের ছবিগুলো শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। দারুন হয়েছে ফটোগ্রাফি গুলো।

 last year 

সত্যি আপু খাবার গুলো আসলেই লোভনীয় ছিল।

 last year 

মজাদার মজাদার সব খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপ।মজাদার এসব খাবারের ফটোগ্রাফি এগুলো দেখলেই যে খেতে ইচ্ছা করে।লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

অনেক ধন্যবাদ আমার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 last year 

বেশ অনেকগুলো সুন্দর সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার বিভিন্ন ধরনের রেসিপি ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। মাঝে মধ্যে আমি খেয়াল করে থাকি অনেকেই রেসিপি ফটোগ্রাফি শেয়ার করে থাকে। এ সমস্ত পোস্টগুলো বেশ ভালো লাগে।

 last year 

আপনার শেয়ার করা সুন্দর মতামত পড়ে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি।

 last year 

বাহ্ আপনি তো আজকে বেশ লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করছেন।খাবারের ফটোগ্রাফি দেখলেই কেমন যেনো লাগে। আপনি প্রতি টা ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

একদম ঠিক বলছেন খাবার দেখলে আসলে লোভ সামলানো যায় না হি হি হি।

 last year 

সকাল সকাল খাবার গুলো দেখে খিদে বেড়ে গেল। বিভিন্ন ধরনের খাবারের ফটোগ্রাফি নিয়ে আজ আপনি আমাদের মাঝে হাজির হয়েছেন। এছাড়াও প্রতিটা ছবি সম্পর্কে আপনি খুব সুন্দর সুন্দর কিছু কথা আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ইস রে! প্রতিটি আইটেম থেকে যদি আপনার জন্য পাঠাতে পারতাম তাহলে ভালো হতো দাদা।

 last year 

এতসব মজাদার খাবারের ফটোগ্রাফি কেন যে দেখালেন। জিভে জল চলে আসার মত ছিল সবগুলো খাবারের ফটোগ্রাফি। মজাদার কেকের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। সেই সাথে আচারের ফটোগ্রাফি দেখে একটু বেশি ভালো লেগেছে আর খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ এত সুন্দর করে শেয়ার করে নেওয়ার জন্য।

 last year 

প্রতিটি খাবার খুবই সুস্বাদু ছিল আপু খেয়ে দেখছিলাম আমি।